![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মেয়ের হাসি,
তার চোখের পলক,
তার চুড়ির শব্দ,
শাড়িতে সৌন্দর্য,
তার স্পর্ষ,
তাকে একবার দেখতে পাওয়া,
তার কন্ঠস্বর,
রাগের সময় মুখোভঙ্গি,
তার কান্না,
তার চলার পথের বালুকণা,
তার অভিমান,
তার সব কিছুর মূল্য সেই মেয়ে কোন দিনই বুঝতে পারে না।
তার মূল্য বোঝে শুধু তার প্রেমিক।
এর মূল্য এতটাই যে
রাজা রাজ্য ছেড়ে দেয়,
ভাল ছাত্রটি চোখ মুছতে মুছতে কবিতা লিখতে শুরু করে,
আটপৌড়ে স্বামীটি সংসার ছেড়ে নিরুদ্দেশ হয়,
পাড়ার মোড়ে গোলাপ হাতে নির্লজ্জের মত ছেলেটা দাঁড়াতে পারে,
মা বাবা পরিবারের থেকে আলাদা জগতে চলে যায় কোন ছেলে
আর শরৎচন্দ্র দেবদাস লিখে ফেলে,
কেউ কেউ নিজের জীবনটাই দিয়ে দেয় এর মূল্য বোঝাতে।
©somewhere in net ltd.