![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১জানুআরি ২০১৮ তে নাকি বাংলাদেশে ৮ হাজার শিশুর জন্ম হয়েছে। আমি মনে করি সবাই কেবলি নবজাতক।
কয়জন রাজনীতি নামক ধাপ্পাবাজি করবার পয়গাম নিয়ে আসছে? ৮ হাজার শিশু থেকে কয়জন আওয়ামীলীগের! কয়জন বিএনপির! কয়জন জামাতের শুনি! কয়জন পাকিস্তানের দোশর হবে বড় হয়ে! কয়জন ভারতের দোশর হবে বড় হয়ে কেও বলতে পারবেন? আমরা চাই এই শিশুরা বড় হয়ে মিলেমিশে থেকে দেশটাকে আগে নিবে, কিন্তু আফসোস - বর্তমান রাজনীতিগত কারনে এই শিশুরাও বড় হয়ে একে অপর কে ঘায়েল করবে, যেটা আমরা আশা ও করিনা,যেটাকে আমরা বর্তমানে অবানতর ভাবছি এই নবজাতকদের দেখে, কিন্তু এই নবজাতকদের কিছু অংশ অবান্তর কিছুই করবে- যার ফলে তখনকার বেশীরভাগ নড় হওয়া শিশু ও তাদের কারনে বিপদে পরবে। বর্তমান যারা বাংলাদেশে রাজনীতি খেল দেখাইতেছি এরাও একসময় একদিনের শিশু ছিলো,তাদের অভিভাবকরা ও চেয়েছিলো তারা যাতে বড় হয়ে মিলে থাকে, ।
কয়জন শিশু খুন হবার কপাল নিয়ে আসছে বাংলাদেশে? ডেইলিতো কতো মানুষ খুন হয় এই দেশে।
কয়জন ধর্ষন হবার কপাল নিয়ে আসছে এই দেশে।
কয়জন গলায় দরি দেওয়ার কপাল নিয়ে আসলো।
কয়জন বেকার হওয়ার কপাল নিয়ে আসছে।
সবকিছুই হলো সরকারের পাতা ফাদ,যে পা দিবে সে নিজ দেশেই মরবে। আফসোস,,,,,,,, , ,,,,,,,
©somewhere in net ltd.