![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রধানমমন্ত্রী হলে যে সকল পরিবর্তন নিয়ে আসবো জনগনের বাংলাদেশে (১ম পর্ব) আগে তো কখনো পি এম হইনি তাই অগোছালো ভাবনা আমার। সবাই যদি পরামর্শ দিয়ে সহায়তা করে নেগেটিভ চোখে না দেখে, তাহলে না পারার কোন কথা না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
♦সহজ বিনিয়োগ তৈরী করবো মোবাইলের টাকা থেকে।
যাতে ১৭ কোটি জনগন এক মিনিটেই ১৭ কোটি টাকার fund তৈরী করতে পারে যে কোন জনগনের সমস্যায় বা যে কোন ভালো ফল পাবার আশায়।
♦বিকাশ খরচ বলে কিছুই রাখবোনা, এটিএম বুথের পাশেপাশে কেশ ডিপোজিট মেশিন বসাবো,যাতে আমার জনগন বিনা খরচে টাকা লেনদেন করতে পারে ২৪ঘণ্টা।
♦সকল ইমাম,মুয়াজ্জিন, পুরহিত - মসজিদ, মন্দির সরকারি খরচে পরিচালনা করবো।
♦ A to Z বিষয়ে তথ্যককেন্দ্র করবো, সবাই যাতে এক ফোনেই সকল অজানা বিষয় জানতে পারে ভেদাভেদ তৈরী করা বিষয়ে।
♦ডেইলি টিভিতে ১ ঘণ্টা লাইভ করবো, যেখানে কোন নেতা কথা বলবে না,কেবল জন সমস্যাার কথা বলবে জনগনরা।
♦pettrol করবো লিটার প্রতি ৭৫ টাকা।
♦রাতের বেলা চৌকশ বাহিনী নামাবো,যারা কেবল নিরবে জনগনের সমস্যা মার্ক করবে।
♦হজ সুবিধা করবো, যেখানে বছরে ১শ জন গরীব হজে যাবে একদম বিনা খরচে।
♦যে সরকারের গুনগান গাবে তাকেও সম্মান জানাবো, যে দোশ ধরে পরামর্শ দিবে তাকে আরো বেশী সম্মান জানাবো।
♦প্রত্তেক দেশের সাথে এই দেশের জনগনরা বিতর্ক প্রতিযোগিতা করবে, যাতে সহজে সবাই জানতে পারে কোন দেশে কি সুবিধা পায় জনগনে।
♦আইডিয়া কেনা হবে, সফল বাংলাদেশ গড়ায় বিষয় ভিত্তিক যার আইডিয়া টপ হবে, তাদের আইডিয়া চরা মুল্যে কিনা হবে। কারন একটা মাএ আইডিয়া বদলে দিতে পারে পুরা দুনিয়া।
♦সকল গতীর গাড়ী, বাইক পারমিট দিবো।
♦talent দের কে জাতীয় ভাবে তুলে ধরবো,যাতে তারা দুনিয়াতে তার talent কে জানান দিতে পারে।
♦২০টা খেলা কে সরকারি করা হবে, কাবাডি, হকি, দৌর, টেনিস, গলফ, রেকেট, অনলাইন ইত্যাদি
♦জনগনের জন্য খোলামেলা গবেশনা গার করবো, যেখানে জনগনরা তাদের উন্নত জীবন নিয়ে গবেশনা করতে পারে । চলমান...........
১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৮
আমি তনুর ভাই বলেছেন: ভাই আমিতো আগে কখনো হইনি,আর হবোইবা কেমনে, আমার বাপ তো রাজা ছিলোনা, বাংলাদেশে তো রাজা রানীর ছেলেরা রাজ্য পায়, আমি জনগন হয়েই মরবো মনে হয়,এটা কেবল ছিরা কাথায় লাখ টাকার সপ্ন আমার।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
তারেক_মাহমুদ বলেছেন: আমি প্রধানমন্ত্রী হলে আগে নিজের আখের গোছাতাম,
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর প্রস্তাব,সবাই ক্ষমতায় যাওয়ার আগে এমনি ইশতেহার দিয়ে থাকে ক্ষমতায় গেলে আর মনে থাকে না।