নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী হওয়ার সূযোগ পেলে,,,,,(৩য় পর্ব)

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯


এই দেশে রাজনীতি করে কেবল ৫ কোটি, বাকী ১২ কোটিই তো নিরপেক্ষ, এই ১২ কোটির ভিন্নমত কে দলীয়করণ করা একদম উচিত না। তারা দর্শকের মতো, তাদের কে ভালো বাসতে চাই আমরা।
আমি প্রধানমমন্ত্রী হলে যে সকল পরিবর্তন নিয়ে আসবো জনগনের বাংলাদেশে। আগে তো কখনো পি এম হইনি তাই অগোছালো ভাবনা আমার। সবাই যদি পরামর্শ দিয়ে সহায়তা করে নেগেটিভ চোখে না দেখে, তাহলে না পারার কোন কথা না, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
*আমি নিজে মাসে একদিন টিভিতে আসবো, ও প্রত্যেক জনগণ কে বছরে টিভিতে ১মিনিট করে বলতে দিবো।
*জনগন নিয়ে জুয়া খেলা অফ করে দিবো চিরতরে।
*আমি আর রিকশাওয়ালার মধ্যে কোন তফাত রাখবোনা। *একজন গরীব কে ও এমপি হওয়ার সুজোগ করে দিবো।
*লীগ,দল, জাতীয়, জামাত সবাই কে সমান নজরে দেখবো, সবাই বাংলাদেশী।
* জনগন কে সরকারি জীপ গাড়ি তে ভি আইপি মর্জাদা দিয়ে দেশটাকে দেখার সুজোগ করে দিবো।
* কক্সবাজার এ ১ হাজার রুমের একটি ফ্রি হোটেল করবো, যাতে গরীব জনগণরাও দেশ টাকে দেখতে পারে।
*জনগন যে কোন সময় আমার সাথে দেখা করতে পারবে, কোন বাধা থাকবেনা।
*ধোকাবাজির ভোট থাকবেনা আর, জনগন এখন কেবল এমপি,মেয়র ভোট দিতে পারে, সকল বড় ইশুতে জনগনের ভোট নিবো।
*কোন থানায় কোন এসপি থাকবে এটা ঐ জেলার লোক ভোট দিয়ে ঠিক করবে।
*নতুন আইন করলেও জনগনের ভোট নিবো।
* সব বাহিনী জনগনের সাথে ভালো আচরণ করবে।
*৫৭ ধারা থাকবেনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.