নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

সেলফি রাজনীতির কুুুুলফি পরিনতি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬




শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরা ওয়ার্দী,শরীয়ত উল্লাহ, তিতুমীর, মাওলানা ভাষানী, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের ১ম প্রধান মন্ত্রী - তাজ উদ্দিন, ১ম বিচারপতি - আবু সাইদ চৌধুরী, মেজর জিয়া, এ সকল নেতাদের সমাজ সেবা নামক রাজনীতির পথচলা কেমন ছিলো এটা সবারি জানা আমাদের। তারা গন মানুষের সমস্যার সমাধান করতে পেরেছিলো বলেই গনমানুষ তাদেরকে আজও মহান নেতা মনে করে। কিন্তু কষ্টের সাথে কেনো জানি বলতে হয় আজকে - বর্তমানের চুুুনুপুটি নেতাদের দেখলে মনে হয় তারা মহান নেতাদের বংশধর সেজেছে কেবল তার মতোই দেহের আরেক মানুুষ নামের নেতার সাথে সেলফি উঠানোর জন্য,এফবিতে ছবি দেওয়ার জন্য। আরো হাসি পায় তাদের কতিপয় পোষ্ট দেখে। ১০ টা ছবি আপলোড করে ১০০ জনকে ট্যাগ করে, এবং লেখাগুলা এমন - ভাইয়ের সাথে আজকে প্রোগ্রামে, মন্ত্রী মহোদয়ের সাথে, চাদ মহানগরের আহবায়ক এর সাথে, সভাপতি, কাউন্সিলর, মেয়র হিসেবে দেখতে চাই, আরো কতো কিছু।
ছবি ছাপাইয়া পুরা জেলা ভরে ফেলা, উমুক ভাইয়ের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, ২১ শে ফেব্রুআরি, ২৬ এ মার্চ, ৭ ই মার্চ, ১৫ ই আগস্ট, ১৬ ই ডিসেম্বর শুভেচ্ছা, জন্মদিন, মৃত্যু দিন আরো কতো কি। এগুলা জানানো কি সমাজসেবা?


এখন আমার কথা হলো, মোবাইল, Internet, FB, বেনার তৈরী না হলে কি রাজনীতি থাকতোনা, সমাজসেবা উঠে যেতো, কোন নেতা তৈরী হতোনা? তারা ছবি উঠাইয়া কি বুজাইতে চায় তারাই জানে, হয়তো এমন কিছুই বুজাইতে চায়- আমি উমুক দলের সুমুক ভাইয়ের লোক,চিনে রাখেন আমাকে, সভাপতি পদপ্রার্থী, এটা কোন সমাজসেবা বা রাজনীতি হতে পারেনা, সেলফি তুলে, বেনার দিয়ে এলাকা ভরে ফেললেই এলাকার সবাই সূখি হয়ে যায় না, সবার সমস্যা সমাধান হয়ে যায়না। সমাজসেবা না করে এগুলা করা মানে জনগনকে ধোকা দেওয়া। কেননা, অতীতের চলে যাওয়া মহান নেতারা কে কয়টা সেলফি, বেনার করে নেতা হয়েছিলেন, তারা কোন নেতার ছবি নিজের ছবির পিছনে লাগিয়েছিলেন,? এভাবে নিজের প্রচার করে সমাজসেবক হওয়া যায়না, গরীব মানুষের সমস্যা সাহস নিয়ে সমাধান করতে পারলেই সমাজসেবক ও রাজনীতিবিদ হওয়া যায়। এই সেলফি কুলফি রাজনীতি নামক ধোকাবাজি ত্যাগ করে দুর্বল মানুুষের সমস্যা দেখেন, শুনেন, সমাধান দেন, তাহলে আপনি নেতা হয়ে যাবেন নিজের অজান্তেই। এবার আসেন আপনি নেতার সাথে ছবি উঠাইয়া যা বুজাতে চান, এবং আমারটা বুুুজেন কিনা। আমি যদি শাহরুখ খানের সাথে সেলফি তুলি তাহলে কি আমি তার পরবর্তী ছবিতে বড় রোল পেয়ে যাবো বলে ভাববেন! trump এর সাথে যদি তুলি, তাহলে কি আমিরিকার এমপি হতে পারবো, যদি সাকিব আল হাসানের সাথে ছেলফি তুলি, তাহলে কি জাতীয় দলে খেলতে পারবো? এমন সেলফি ধারণা কেবলই মরিচিকাময় বিষয়, এগুলাকে বলে illusions. প্রকৃত নেতার যোগ্যতা হলো - দূর্বল নাগরিকদের সমস্যা কে নিজের সমস্যা মনে করা, দায় সীকার করা, কাদা ছোরাছুরি কখনোই মহান নেতাদের আদর্শ হতে পারেনা। মিডিয়া নিয়ন্ত্রণ করা অল্পকিছু অসাধু নেতাদের কারনে আজকে বেশীরভাগ মানুষী তাদের চাল-চলন,ছলন-বলন কেই রাজনীতিগত হালচাল মনে করে। সময় এসেছে ভূল ধারনার রাজনীতি ত্যাগ করার, আবুল নামের কোন দরিদ্র লোক যদি কোট-পেন্ট -টাই পরে prado গাড়ির সামনে দারিয়ে বিড়ি ফুকতে থাকে তাহলে আপনি দুর থেকে দেখেই মনে করবেন- গাড়িটা তার, এবং সে কোন দামি সিগারেটি ফুকতেছে, এই আবুলি যদি তার আসল রুপে, ছিরা জামা পরে বেনসন ফুকে, আপনি দুর থেকে দেখে ভেবে নিবেন, সে বিড়ি ফুকতেছে, এমন ভূল ধারনার রাজনীতি আজকে পুরা বাংলাদেশে ছরিয়ে আছে। এমন ভূল ধারনা ত্যাগ করতে হবে আমাদের। নয়তো কঠিন বিপদ আছে সামনেই।

আমি মনে করি, এমন কোন ধর্ম নাই যেই ধর্মে ভালো মানুষ নাই, আবার এমন ধর্মও নাই যেই ধর্মে খারাপ মানুুষ নাই। এমন কোন রাজনীতিগত দল ও নাই পৃথিবীতে যেই দলে ভালো-খারাপ নেতাকর্মী নাই। মূল হিসাবটা এখানেই। সব ভালোরাই এক, সব খারাপরাও এক, রাজনীতি হতে পারে এই দুই বিবেচনায়। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় জামাত এগুলা নিয়ে মাতামাতি করার কারনে তৈল ও পানি আলাদা করা যাচ্ছেনা। খারাপকে খারাপ বলতে শিখতে হবে সে যেই দলেরি হোক,নিজ দলেরি হোকনা, বিবেক দিয়ে ভাবতে হবে আবেগ দিয়ে না। ভালো কে বুক ফুলিয়ে ভালো বলার যোগ্যতা রাখতে হবে সে যেই দলেরি হোক না কেনো, যেই ধর্মেরি হোকনা কেনো, যেই পেশারি হোকনা কেনো,কারণ আপনি মানুষ, আপনি বিবেকহীন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

বাংলাদেশী নারী বলেছেন: আপনি লেখার মাঝে দিয়ে অনেক কিছু ভাবান সবাই কে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.