নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

কেও পড়বেননা এই লেখাটা ভুলেও।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮


১৭ জনের ১ জন যদি ভালো থাকে বাকি ১৬ জনি যদি খারাপ দিন পার করে, এটাকে কোন ধরনের শাসন আমল বলে শুনি?    

সরকার সূখে থাকা মানে কি সকল বাংলাদেশী সূখে থাকা?  এটা কোন ধরনের শাসন নীতিমালা।    

একজন চলে জীপ গাড়িতে বিনা জানজটে, অন্যজন চলে লোকাল বাসে জানজটে বাদরের মতো ঝুলে,  তবুও জীপ বাহক বলে সবাই সমান সূখি বাংলাদেশে, এটা কেমন সূখ।  
১০ জনি ধুমপান করে অথচ একজন ধুমপান করে বলে " সবার করা হয়ে গেছে, কারো আর ধুৃমপানের টান নেই"" আসলেই কি তাই ধুমপায়ী ভাইয়েরা? 

আওয়ামীলীগ করে ১ কোটি লোক,  বি এন পি ও করে ১ কোটি লোকে, জাতীও ও জামাত করে ৬০ লাখ লোক,  আরো ছোট ছোট দলের লোক বেশী হলে ৫০ লাখ।  তার মানে বিভিন্ন পেশায় বা ছরিয়ে ছিটিয় টোটাল রাজনীতি করা লোক রয়েছে বাংলাদেশে ৩ কোটি ১০ লাখ ।  প্রশাসনে রয়েছে আরো ১৫ লাখ ও সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছে ৩০ লাখ,  টোটাল হলো ৩ কোটি ১০ + ৪৫ লাখ = ৩ কোটি ৫৫ লাখ।  এবার আসি মূল হিসাবে - ১৭ কোটি থেকে এটা বাদ দেই যদি তাহলে থাকে ১৩ কোটি ৪৫ লাখ।  এরা কারা!  এরা কেবলই জনগণ। অথচ সরকারি সুযোগ-সুবিধা, বাজেট,বাড়ি- অগ্রাধিকার - গাড়ি,  আইনি ফায়দা ও ঘূশ সহ সকল কিছুই ভোগ করছে এই ৩ কোটি ৫৫ লাখ মানব ১৩ কোটি ৪৫ লাখ মানবের চোখের সামনে,  তবুও যারা বেশীর ভাগ তাদের যেন কিছুই করার নেই। মজার বিষয় হলো ৩ কোটি ৫৫ লাখ মানব ১৩ কোটি ৪৫ লাখ কে দুর্বল বা প্রজা মনে করে,  এটা ১৪ কোটির জন্য খুবি লজ্জাকর একটা বিষয়। সৃস্টিকর্তা কি আমাদের কে শারে ৩কোটির কাছে আটকা থেকে চুপ থেকে জীবন পার করতে বলেছে কোথাও শারে ১৩ কোটি হয়েও, কোথাও খোদা তালার এমন নির্দেশ নেই।


[ এই অংশটুকু ফরাশী শিল্পী জন লেননের ডাইরীর লেখার হুবহু বাংলা অনুবাদ ]
"""""সৃস্টিকর্তা কি আমাদের কে অল্প কিছু শাসকের কাছে আটকা থেকে চুপ করে,  সব সয়ে জীবন পার করতে বলেছে কোথাও, ১০০ তে ৯৯ % হয়েও।
কেও দেখাতে  পারবেন এমন কোন নির্দেশনা সৃস্টিকর্তকার আছে কিনা!!!  কুরআন,  গীতা- বাইবেল বা তাওরাত, যাবুর, ইনজির যে কোন কোথাও,  জানি কেও দেখাতে পারবেননা।  সৃস্টি কর্তার নির্দেশনা তো কখনোই কোন সৃস্টির হাতের লেখা বা সরকারের বানানো আইন থেকে ছোট হতে পারেনা।  অথচ সরকার এমন ভাবে আমাদের উপর আইন চাপিয়ে দেয় যেনো সরকারি আমাদের সৃস্টিকর্তা। যেনো - কোন দেশের সরকার না থাকলে কোন মানুষ আর জীবিত থাকবেনা, অক্সিজেন পাবেনা, সূর্য উঠবেনা, চাদ আর মায়াবী আলো ছড়াবেনা, সাগর থেম যাবে।  কিছুই হবেনা কোন শাসক না থাকলে।   তবুও ৯৯% তাদের ভূল বিলিভের কারনেই তাদের উপর ভর করে ১% খূব সূখে জীবন পার করে দেয় সরকার সেজ ২৩৩ টা দেশেই """""       

জন লেননের ৯৯%ই হলো এই দেশের ১৩ কোটি ৪৫ লাখ মানব বা জনগন বা মুসলিম বা হিন্দু বা নন পলিটিকাল।   আমি নিজেই এর ভীতরের একজন,  তাই আমি সবসময় চাই এই শারে ১৩ কোটি যাতে সবসময়, সবখানে নিরাপদে থাকতে পারে নিজের অধীকার নিয়ে নিজের নিরাপত্তা নিয়ে।  এরজন্য দরকার একটা আইডিয়া ১৩ কোটি ৪৫ লাখ জনগনের জন্য, আমি মনে করি একটা যথাযথ আইডিয়াই বদলে দিতে পারে পুরা জনগণের জীবন। আর আইডিয়াটা হলো- একটা প্লাটফর্ম তৈরী করা,  যেখানে এই ১৩ কোটি ৪৫ লাখি থাকবে নিরাপদ রাজনীতি গত ঝামেলা থেকে,  কেও যাতে না হারায় কোন সমস্যায় পরে।  সবার থাকবে লাইট সবুজ রঙের টি শার্ট / শাড়ী/ শার্ট / জামা।  জামার লেভেলে লেখা থাকবে তার ১৩ কোটি ৪৫ লাখের সংখা, আইডি নং,  নিরপেক্ষ জনগন ও বাংলাদেশী।  সবুজ সংকেত সবসময় নিরাপদ।  এর রেজাল্ট ও হবে অনেক পজিটিভ,  কেও চাইলেই এদের কে নিয়ে খেলতে পারবেনা, কেও বলতে পারবেনা জনগন আমাদের সাথে আছে,  রাজনীতি করারা কেবল সরকারী লোক - নেতা - কর্মী- সমর্থক সহ ৩ কোটি ৫৫ লাখ। বাকী আমরাতো আমরাই।  তখন চাইলেই কোন পুলিশ কাওকে লীগ/ দল/ জাতীয় ও জামাত সন্দেহ নিয়ে হয়রানি করতে পারবেনা,  হয়রানি হওয়া মানেই সময় অপচয়, সময়ের মূল্য আছে এই নিরপেক্ষদের, কারন সবাই খেটে খায়, তাদের মতো ফাও খায়না । এই প্লাটফর্মটা হলে তখন যেই নেতাই বলুক না কেনো - জনগন সাথে আছে, তখন সহজেই বুজতে পারবেন - ঐ ৩ কোটিকেই আধাআধি করে তারা তাদের জনগন কে বুজাইতেছে এর বেশী কিছু না। তখন কোন দল চাইলেই ১৩ কোটি ৪৫ লাখকে গনিমতের মালের মতো নিজের দাবি করতে পারবেনা।  তখন সকল নেতারাই জনগনের কাছে গিয়ে খোজ খবর নিতে বাধ্য থাকিবে। তাই আমি মনে করি জনগণের এক পোশাক হওয়া দরকার যথাযথ সকল নাগরিক সুবিধা পাবার জন্য।  এর থেকে বড় বিষয় হলো - আমাদের টাকায় তারা চলে,  তাদের টাকায় আমরা চলিনা। $O Platform For 1Bangladesh. Stay With Us

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.