![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে, এমন সাহস নিয়ে কথাটা বলবার জন্য। আমার চোখ কান বিবেক খুলে গিয়েছে কথাটা শুনে, তাই আবার ও ধন্যবাদ।
এবার আসুন একটু খুজে দেখি কাদের উপর ভর করেছিলো বা করে আছে ৭১ এর পর থেকে এখনো।
মেজর ডালিমের উপর ভর করেছিলো।
এরশাদ ও তার পুলিশ বাহিনীর উপর ভর করেছিলো।
যেই পুলিশ বিনা কারনে জনগনকে মারে বা ভয় দেখায়
তাদের উপর ভর করে আছে।
যারা রাস্তাঘাট করার টাকা মেরে দিয়ে রাস্তাঘাট ভাংগা ফেলে রাখে, তাদের উপর ভর করে আছে।
যারা খুন/ গুম/ধর্ষন/ কিডন্যাপ / ডাকাতি/ চাঁদাবাজি করছে তাদের উপর ভর করে আছে।
যারা খমতার প্রভাব খাটায় দুর্বলদের উপর তাদের উপর ভর করে আছে।
যারা মানুষ কে পুলিশ দিয়ে ভয় দেখায়, তাদের উপর ভর করে আছে।
যাদের নজরধারী থাকার পরও ডেইলি ৪/৫ টা বাংলাদেশী নারী ধর্ষন হয়, তাদের উপর ভর করে আছে।
যারা দুই দিন পরপর দাম বারায়,তাদের উপর ভর করে আছে।
যারা জানজট থাকার পর ও প্রভাব খাটিয়ে বিপরীত পথে গাড়ি চালায়, তাদের উপর ভর করে আছে।
যাদের সহায়তায় জনগনের টাকা লুট হয়, তাদের উপর ভর করে আছে।
যারা মাদক ব্যাবসার ছক আকে ভিআইপি সেজে, তাদের উপর ভর করে আছে।
যারা সমাজের অপরাধ কে নিরবে মেনে নিতে জোর খাটায়, তাদের উপর ভর করে আছে।
যারা মিথ্যা মামলা করে বা দিয়ে মানুষ কে অতিস্ট করে তুলে, তাদের উপর ভর করে আছে।
যারা পাকিস্তানি শাসকের গদিতে বসে এখন ঘূশ খায়, তাদের উপর ভর করে আছে।
যারা অতীতের অপরাধকে অপরাধ বলে বলে বর্তমানের অপরাধ কে ধামাচাপা দিয়ে দেয়, তাদের উপর ভর করে আছে।
এসকল কাজগুলাই তখন নাপাক নামের পাকীরা ও তাদের সহদররা করেছিলো। তাই এখনো যারা তাদের চরিএ ধারণ করে বাংলাদেশীদের খতি করছে তারাই মূলত বর্তমানের পাকিস্তানি পিশাচ।
©somewhere in net ltd.