নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ দিয়ে সত্যকে পরাজিত করা যায় না

রবিউল ৮১

দেশটা আমাদের।এর জন্য ভাল কিছু রতে হলে আমাদেরই করতে হবে।

রবিউল ৮১ › বিস্তারিত পোস্টঃ

পূত্র দায়গ্রস্ত পিতাদের আর্তনাদ শুনুন!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

আহ হা!! :( :( :( কি যে যুগ আসলো।আগের সুখের দিন আর নাই। :| :| আগে কন্যাদায়গ্রস্ত পিতাদের কথা শুনছি এখন পূত্রদায় গ্রস্ত পিতাদের কথা শুনতে হয়।দিন দিন সমাজে পূত্র দায়গ্রস্ত পিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।এই সকল পিতাদের করুণ আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। :(( :(( কিন্তু পূত্রদের চাকরী হওয়ার জো নাই।এমনিতেই চাকরীর বাজারের অবস্থা বেহাল তার উপ্র স্থানে স্থানে মহিলা কোঠা,আরো নানা রকম কোঠার কারণে গূণধর এই সব পূত্ররা চাকরীতে মোটেই সুবিধা করতে পারছে না।তার উপ্র সমস্ত জিনিষ পত্রের দাম যেভাবে উদ্ধমূখী সেই কারণে পূত্রদের লালন পালন করা আরো দুরহ হয়ে যাচ্ছে।

যুগের বদল হওয়ায় আগের যুগের মতো চাকরীহীন এই সব বেকার পূত্রদের কোন ললনা বিয়ে করতে রাজী হচ্ছে না।ললনাদের বাবারাও এখন সচেতন।তারা বেকার জামাই পালতে রাজী না X( X( X( ।এর ভিতরে যারা ছোট খাট চাকরী করছে তারা মেসে কোনমতে দিনাতিপাত করছে।কোন সঞ্চয় নাই,ভাল বাসা নেয়ার সামর্থ নাই তাই যৌবন যেয়ে বুড়াকাল আসে আসে তাও কোন ভাবেই বিয়ের বয়স হচ্ছে না :(( :(( :(( :(( ।এমতবস্থায় পূত্রদায়গ্রস্ত পিতাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে যাচ্ছে।

পিতাদের এইসব কষ্টের কথা ভেবেই একদল পূত্র শাহবাগে রাস্তা বন্ধ করে চাকরীর বয়স সীমা ৩৫ করার জন্য আন্দোলনে নেমেছে গত কিছুদিন আগে।সরকারের ওই দিকে নজর দেয়ার কোন সময় আছে বলে মনে হয় না X( X( X( X(( X(( ।চাকরীই যদি শুরু করে ৩৫ এ প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে কবে?এমতবস্থায় পরকীয়া ব্যপক হারে বেড়ে গিয়ে আরেক জনের সংসারও অনিরাপদ হয়ে যাচ্ছে।একজন সারা দিন চাকরী করে বৌকে সময় দেয়ার সময়ই পাচ্ছে না আর একজন সারা দিন বেকার থেকে পরকীয়ায় ভালো সময় দিতে পারছে। ;) ;) :P পূত্রদায়গ্রস্থ হওয়ায় চাকরী না পাওয়ায় পিতার পক্ষে পূত্রদের কোন গতি(সংসার) করানো সম্ভব হচ্ছে না।ফলে পূত্রদের উপর পিতার ব্যবহার দিন দিন খারাপ হচ্ছে।এতে পিতা পূত্র উভয়েরই মানষিক সমস্যা দেখা দিচ্ছে। X( :(

বর্তমান সরকার ক্ষমতায় আসশার পূর্বে বলেছিল প্রতি পরিবার থেকে একজনের চাকরীর ব্যবস্থা করবে। =p~ =p~ =p~ আশা করি সরকার সেই কথা মনে রেখে অতি দ্রুত এই সব পিতাদের গূণধর পূত্রদের একটা ব্যবস্থা করে পিতাদের দায়গ্রস্ততা দুর করতে সহায়তা করবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

শামীম আরা সনি বলেছেন: :( :( :( :P :P :P

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

রবিউল ৮১ বলেছেন: হাসেন কেন?বড় কষ্ট পাইয়া লিখছি।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

তিক্তভাষী বলেছেন: আচ্ছা, কারো যদি দুইটি পরিবার থাকে - মানে স্ত্রী দু'জন হয়, তাহলে কি উভয় পরিবার থেকে একজন করে চাকুরী পাবে? সরকার এ বিষয়ে কী বলছে? :( :-0 =p~

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

রবিউল ৮১ বলেছেন: সরকার কইছে প্রতি পরিবার থেকে এক জনকে চাকরী দিবে।আপনে প্যাচ লাগান কেন?:-0

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
:P :P :P :P

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

রবিউল ৮১ বলেছেন: :P :P :P :P

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আমি ইহতিব বলেছেন: সরকারের কথা শুনলে এখন একটা বিজ্ঞাপণের উক্তি মনে পড়ে - ওরে কত কথা বলেরে!!!

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

রবিউল ৮১ বলেছেন: =p~=p~=p~=p~

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

ধুেলামাখা পথ বলেছেন: সরকার প্রতি পরিবারে খোজ নিয়ে দেখে একজন(পিতা) তো চাকরি বা ব্যবসা করছেই। তাহলে আর চাকরি দিবে কাকে। দিলে তো পরিবারে চাকরি করার সংখ্যা ২ হয়ে যাবে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

রবিউল ৮১ বলেছেন: ভালো কইছেন তো!এইটাতো চিন্তা করি নাই?

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

পথহারা সৈকত বলেছেন:

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

রবিউল ৮১ বলেছেন: পিতাদের ক শটে আমার ঘুম আসে না ।কি করুম

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

লজিক মানুষ বলেছেন: মনে হচ্ছে পরকিয়া করতে হবে /:)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

রবিউল ৮১ বলেছেন: করেন করেন!!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

আনন্দক্ষন বলেছেন: ভালো ভালো, সমাজের সবদিক নিয়া আসলে চিন্তা করবার জন্য লোক দরকার।

তবে একটা জিনিস বুঝলাম না, সমস্যা কোনটা ? বেকারত্ব নাকি প্রাপ্ত বয়স্ক অবিবাহ যোগ্য পাত্রের আধিক্য? পড়ার পর মনে হইলো দুইটাই। কিন্তু দ্বিতীয়টা আমার কাছে জাতীয় সমস্যা মনে হয়না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। কেননা প্রথম সমস্যা কোনদিনই দ্বিতীয়টার উপর প্রভাব ফেলেনা। বেকার হোক কিংবা বিলাঙ্গ, আমাদের সমাজে পাত্র তো পাত্রই।

তবে অতিসম্প্রতি আপনি সরকারের পিছে বাঁশ নিয়ে লাগছেন....সমস্যা কি? সরকারের নেক নজরে পরতে না পারেন তাই বইলা রোষানলে পইরেননা, খালাম্মা রাষ্ট্রদ্রোহীতার মামলা কইরা দিলে.......আবার আমার বিবাহ খাওয়ার দাওয়াতটা মিস হওয়া সম্ভাবনা আছে।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

রবিউল ৮১ বলেছেন: লেখাটার প্রধান ফোকাস ছিল আসলে বেকারত্ব নিয়ে।তার সাথে আর একটা সমস্যা আসলে মজা B-)) B-)) করার জন্য এড করলাম।হেডিংটা ছিল পূত্র দায়গ্রস্ত পিতাদের আর্তনাদ ।পূত্রকে তখনি পিতার কাছে বোঝা বা নিজের দায়গ্রস্ত মনে হয় যখন পূত্র চাকরী পায়না বা কোন ইনকাম করতে পারে না :#> ।বিয়ে করলে বা না করলেও পূত্র কখনো পিতার দায়গ্রস্ত হয় না :> :> ।পূত্র চাকরী করেও বিয়ে না করলে পিতারা দায় গ্রস্ত হন না B-)) 8-| ।বর ং পূত্র ইঙ্কামহীন অবস্থায় বিয়ে করলে পিতার দায়টা আরো বাড়ে X(( X(( ।কন্যার ক্ষেত্রে ব্যাপারটা অন্তত আমাদের দেশে ঠিক উল্টো।কন্যা ভালো চাকরী করা সত্তেও বিয়ে না করলে পিতার কাছে দায়গ্রস্ত বলে মনে হয়। =p~ =p~ =p~

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

আল-রোমান বলেছেন: !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০

রবিউল ৮১ বলেছেন: :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.