| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একখান চক্রের মধ্য পইরা আমার জীবন শেষ গো!!!![]()
আমি এত বুঝাইয়াও এই কঠিন,কুটিল,জটিল চক্রখান ভাংতে পারলাম না![]()
![]()
।বিয়া করন বাংগালী পুলাপাইনের বহুত পুরান পছন্দনীয় শখ![]()
।বাংগালী মুরুব্বীরা মাইয়া লইয়া ফষ্টি নষ্টি করণ পছন্দ করে না
।বাংগালী ভদ্র পোলাগো দিলে বহুত ভালবাসা জমা থাকে যা মাইয়া দেখলে বাহির হওয়ার জন্য আকুলি বিকুলি করে![]()
।বিবাহের মাধ্যমে এই রকম ভালবাসার আকুলি বিকুলি প্রকাশ কিছু পোলা পাইনের ক্ষেত্রে কিছুদিনের জন্য আর অনেকের ক্ষেত্রে চিরদিনের জন্য বন্ধ হইয়া যায়![]()
।বাংগালী ভদ্র পোলাগো মতো আমারও বহুত দিনের পুরান শখ একখান বিয়া কইরা স্ত্রীকে লইয়া সুখে শান্তিতে বসবাস করিবার।সে জন্য মুই মোটামোটি প্রস্তুতও।কিন্তুক কেডা জানতো এই গুরুতর চক্রের কথা![]()
।
সমস্যা শুরুর কারণ আমি চাই আমার আম্মা জান আর আমার নববিবাহিতা স্ত্রীকে লইয়া আলাদা বাসায় থাকিতে ।আম্মাজানের সাথে আমার ঘনিষ্ঠতা বেশী।তাই আম্মাজান সাথে থাকিলে সকাল বিকাল আম্মাজানকে দেখিলে আমার দিলখানা ঠান্ডা হইবে![]()
![]()
।অফিসে কাজ কইরা শান্তি পাইমু।কিন্তু আম্মাজানকে আমি এত পাটানোর পরেও আমার আম্মাজান চান তার অন্য পূত্রদের লইয়া থাকিতে ![]()
।এই দিকে অন্য পূত্ররা চায় তাদের প্রাণপ্রিয় স্ত্রীদের লইয়া থাকিতে আর স্ত্রীরা চায় তাদের পোলা মাইয়া লইয়া থাকিতে![]()
।এই ভয়াবহ চক্রের শাখা প্রশাখা দিন দিন বাড়িতেছে![]()
।এত শাখা প্রশাখা লইয়া থাকিতে হইবে ভাবিলে আমার আবার বিবাহের চিন্তা উবিয়া যায়![]()
।এই জীবনে বুঝি আমার বিয়া করণ হইবো না গো ![]()
![]()
![]()
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
রবিউল ৮১ বলেছেন: সবুরতো কত্তেই আছি,কত্তেই আছি ।সব্বাই খলি একই উপদেশ দেয়
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
রিমন রনবীর বলেছেন: বিবাহ কইরা বউ আমারে দিয়া যাইবেন। তারপর যত খুশি সুখে শান্তিতে বসবাস করেন গিয়া
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
রবিউল ৮১ বলেছেন: বউ আমার আম্নের কাছে যাইতে না চাইলে
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
গোবর গণেশ বলেছেন: ভাইগো আরো যে কত চক্র আছে গো তা তো জানেন না গো, আমিও চক্রে চক্রাইয়া আছি গো, কি অইবো গো আমাগো........ হায় গো.....
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
রবিউল ৮১ বলেছেন:
হায় হায় গো!!আমার মতো আরেক জনরেও দেখি ভূতে ধরলো গো
৪|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
মাহবু১৫৪ বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
রবিউল ৮১ বলেছেন:
৫|
০৭ ই মে, ২০১৩ রাত ১২:৩৬
আনন্দক্ষন বলেছেন: চিন্তা নিয়েননা, আমাদেরকে পেটপুরে বিড়িয়ানী খাওয়া দেন, সমাধান তৎক্ষনাত দিয়ে যাবো।
আর যদি কয়েক বেলা খাওয়ান তাহলে একটা ভাবীর বন্দোবস্তও করে দিতে পারি।
বি:দ্র: বহু পর ব্লগে ঢুকতে পারলাম, - কেমন আছেন?
০৭ ই মে, ২০১৩ সকাল ৮:৪৩
রবিউল ৮১ বলেছেন: ঘটনা কি?এত দিন পরে উকি দেয়ার মানে কি?আগে সেটার ব্যাখ্যা দেন?ব্যাস্ততা কি আর কারো নাই নাকি?
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
বাংলার হাসান বলেছেন: সবুরে মেওয়া ফলে।