নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ দিয়ে সত্যকে পরাজিত করা যায় না

রবিউল ৮১

দেশটা আমাদের।এর জন্য ভাল কিছু রতে হলে আমাদেরই করতে হবে।

রবিউল ৮১ › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে ভাল একজন মানুষকে নিয়ে লিখা;);););)

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

আমার ছাত্র আবির।পড়ে নটরডেম কলেজে।এই বছর ২য় বর্ষে উঠলো।ওকে নিয়ে ওর বিল্ডিংয়েরই এক ছোট ভাই ফেস বুকে একটা পোষ্ট দিয়েছে।হুবহু তুলে দিলাম।ওর বানান পড়ে কেউ হাসলে আমি দায়ি না।



সবার জন্য বলছি যারা আবির ভাইয়ার ফ্রেন্ড সার্কেল এ আসেন......।।

উনি আমাদের বিল্ডিং এর সবচেয়ে ভাল একজন মানুষ ।সকল কাজে উনি আমাদের হেল্প করেন।আমরা যখন কোন কিছু করি উনি হন আমাদের লিডার। কিছু নমুনা নিম্নে তুলে ধরা হলঃ

১/আমরা প্রতি বছর ব্যাডমিন্টন খেলার আয়জন করি।এই কাজের প্রথম উদ্ভাবক আমাদের প্রিয় আবির ভাইয়য়া।কোর্টের মাপ দেওয়া ।মাটি কোপানো থেকে শুরু করে সকল কাজের ইন্সট্রাক্সন দেন তিনি।একবার ব্যাডমিন্টন টুর্নামেন্টে কাপ নিজের হাতে বানায় কিন্তু নিজের বানান কাপ অন্য দলকে দিয়ে দেয়। এ ছারাও গেল বছর লাসট খেলার দিন পার্টির আয়োজন করেন তিনি...... আমরা আমাদের স্ম্রিতি ধরে রাখার জন্য কেমেরায় ছবি তুলি......

২/২০১০ সালের বিশকাপে আবির ভাইয়া আমাদের নিজের দলের হিসেবে একজন হয়ে নিজের টাকা দিয়ে ব্রাজিল এর পতাকা কিনে আনেন......দুর ভাগ্যবশত তার সেই পতাকা ব্রাজিল হারার পর কলনির পলাপাইনে পুরিয়ে ফেলে...।।এতে তিনি আমাদের কাছে কখনো টাকা চান্নি...।।

৩/ আর হে যে বিষয়ে না জানলে নয়্ আবির ভাইয়া আমদের মনে প্রথম আন্ড্রইয়েড এর পরিচয় দেন......তার প্রথম মোবাইল MAXIMUS MAX 901..জা দেখে বিশেষ করে আমি বেশি আকর্ষিত

হই।।আমিও কিনে ফেলি সেই মবিলে......এখনো মোবাইল বিশয়ক আপডেট পেতে তার কাসে যাই......

৪/আর একতা জিনিস তিনি আমাদের বিল্ডিং এর একজন অন্নতম মানুশ......আমাদের দলের নাম তারি রাখা সি-৩ warriors......।।তার বড় ভাইয়া আসিফ ভাইয়াও আমাদের অনেক প্রিয়...।তিনি এখন মাঝে মাঝে আসেন ধাকা...জেহেতু রুয়েটে পরছেন...তিনি আমাদের পেছ বলের মাস্টার...।।

৫/এখন বলি তার ছোট ভাই আকাইদকে নিয়ে...।।আন্টির ইচ্ছা ও নিজের ইচ্ছায় সে এখন মাদ্রাসায় পরছে...।।সে পুরো অন্ন রকম...।।অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করে সে... টাসারা এই অল্প বয়সেই রুবিক্স কিউব মিলাতে পারে সে... আর টার সমস্যা হচ্ছে উচ্চারনে ভুল করা।। যেমনঃ সাংবাদিক কে সাম্বাদিক,বরফ কে গরফ এতচ...।এখন অবশ্য তেমন ভুল নেই...

যাই হক আবির ভাইয়া এবং আমাদের সাম্নের কাজ হল ২০১৪ বিশ্ব কাপ উপলক্ষে ব্রাজিল এর পতাকা কিনা...এবার ভিন্ন নিয়ম...কিনা না কাপর কিনে পতাকা বানান...এটিও আবির ভাইয়ার বুদ্ধি্ এতে টাকা কম লাগবে...এবার অবশ্য টাকা সকলেই দিসি......।আমি হলাম সাইফ তাদের পাশের বাশার ছেলে...আব্বুর শরকারি চাক্রি...রেটার্যড এর পর বাশা সেরে চলে জেতে হবে...তাদের অনেক মিসস করবো...

যাই হক যত দিন আসি তাদের সাথে ...আমাদের দলের শাথে থাকতে চাই......FEELING PROUD FOR ABIR VIA with saumik via,mehedi,labib,bappy vie etc ...

পোষ্ট পড়ে আবিরের কমেন্টস ছিলোঃ কিরে কি দিয়া টাইপ করছ?তোমার উচ্চারণ দেখি আকাঈদের মত হইয়া গেছে।। :P;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৩২

সোডিয়াম ক্লোরাইড বলেছেন: আপনার জ্ঞানী,উদার ছাত্র আবির এর কর্মকান্ডে আমি মুগ্ধ।আরো বেশী মুগ্ধ তাকে নিয়ে তার পাশের বাসার ছোট ভাইয়ের এই লেখা পড়ে B-) B-) B-) B-)

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:৩২

রবিউল ৮১ বলেছেন: আবিরের এহেন কর্মকান্ড আমি নিজেও আগে জানতাম না :| :| :| ওকে নিয়ে আমার আগেও একটা লিখা ছিলো
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.