![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে এখন পযন্ত মনে হয় আবহাওয়া পরিমাপ করার জন্য আধুনিক কোন যন্ত্রপাতি আসে নাই।আহ হা আমরা কি গরিব জাতি।এইটুকু কেনার সামর্থ্যও আমাদের নেই।আমাদের সব কিছু শিখতে হয় জীবনের বিনিময়ে।আজ পত্রিকা মারফতে জানতে পারলাম বৈরী আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছিল।সূত্রঃপ্রথম আলো।
লিংকঃ Click This Link
বিআইডব্লিউটিএ কিভাবে বুঝলো আবহাওয়া বৈরী কারণ নদীতে লঞ্চ ডুবেছে।তার আগ পযন্ত কিন্তু আবহাওয়া ঠিকই ছিলো।এমন কি লঞ্চ না ডুবলে আবহাওয়া বৈরীও হতো না।সব কিছুই ঠিকভাবে চলতো। তারমানে আমাদের দেশে আবহাওয়া বৈরী হওয়ার মাপকাঠি হচ্ছে লঞ্চ ডুবি ও অনেক মানুষের মৃত্যু।এখন মেজাজটা খারাপ হয় ওই লঞ্চের উপরে।ওইটা না ডুবলে তো আবহাওয়া বৈরী হতো না।
এখন পযন্ত প্রতি বছর আমাদের দেশে নৌ দূর্ঘটনায় এতো মানুষ মারা গেছে কিন্তু কারো কোন দিন বিচার হয়েছে কিনা জানা নেই।রাষ্ট্রের দায়িত্ব ছিলো তার নাগরিকদের জীবন রক্ষা করা।সে দায়িত্ব পালনে অবহেলার কারণে রাষ্ট্র কাউকে শস্তি দিয়েছে বলেও শুনি নাই।যেহেতু এই ব্যাপারে কারো কোন দায়িত্ব নেই,জবাবদিহিতা নেই শাস্তি তো আর অনেক পরের কথা সবাই দিব্যি উদাসীন তাই সামনে এমন আরো করুণ মৃত্যু আপেক্ষা করছে।সে তালিকায় আমি বা আপনিও হতে পারি।আমাদের জীবনের দাম অনেক অনেক সস্তা।বছরের পর বছর আমরা এই রকম রাষ্ট্রীয় অবহেলা সয়ে যাবার পরেও কার কোন শাস্তি দাবি করি না।কি নিষ্ঠুর বিবেকহীন জাতি আমরা!!!
©somewhere in net ltd.