নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই

আমি সেই › বিস্তারিত পোস্টঃ

পুরনো মটর সাইকেল ক্রয়

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আমি একটি পুরনো মটর সাইকেল ক্রয় করতে চাই। কি কি বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন? একটু সাহায্য করবেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হবু ইঞ্জিনিয়ার বলেছেন: শুধু দেখুন ব্রেক ঠিক আছে কিনা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

চারশবিশ বলেছেন: প্রথমেই দেখুন মটর সাইকেলটি পুরাতন কি না

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মহাপাগল বলেছেন: আমি একটি মোটর সাইকেল বেচিতে চাই। এমা ১০০ সি.সি. ৬০ হাজার কিলো চালাইসি একহাতে। হাত বদল হয় নাই। পেছনের টায়ার পাল্টাইতে হবে-ক্ষয়ে গেছে। ইঞ্জিনে এখনো হাত দেই নাই। ডাক্তারের নিষেধে চালাই মানা । তাই বেচিতে চাইছি। আপনি নিলে কম দামেই দিব। রেজিষ্ট্রেশন করা আছে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

রাইসুল নয়ন বলেছেন: প্রথমেই খেয়াল রাখবেন জিনিসটা চলে কিনা,
যদি চলা শুরু করে তাইলে দেখবেন থামাইতে পারেন কিনা যদি থামে তাইলে তো ভালো না থামলে আরও ভালো :-P :-P :-P আপনাকে কেউ রুখতে পারবেনা আপনি হবেন বাঁধনহারা !!!!



পুরাতন কিছু কেনার আগে অবশ্যই সে সম্পর্কে ভালো জানে এমন কেউকে সাথে রাখেন যদি নিজে না বোঝেন ।
এক্ষেত্রে অবশ্যই তার আপনার শুভাকাঙ্ক্ষী হওয়া আবশ্যক ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

লজিক মানুষ বলেছেন: আমি একটা কিনে চালাইতেছি প্রায় ৪.৫ মাস।

প্রথমত, বাইকের ইন্জিনটা দেখুন। ইন্জিনের শব্দ পরিষ্কার না একটা ক্যাট-ক্যাট/ ঝন ঝন শব্দ আছে। যদি শব্দ পরিষ্কার না হয় তাহলে বুঝবেন ইন্জিনে বেশ সমস্যা আছে।

দ্বিয়ত, ইন্জিনের গায়ে কি কোন তেল লেগে আছে? লেগে থাকলে বুঝবেন ঐটা বেশিই বুড়া হয়ে গেছে, দাত নড়ে গেছে। না কেনাই ভাল। তবে হেড গ্যাসকেট পাল্টালে ঠিক হয়ে যেতে পারে।

এর পর বাইকে বসুন, ক্লাস, ব্রেক চেক করুন। সাসপেনশন গুলাও চেক করুন। পুরান বাইকের সাসপেনশগুলা ঠিক মত কাজ করে না। একটু চালিয়ে দেখুন, প্রথমে একটু আস্তে, তারপর একটু জোরে চালান। ব্রেক ঠিক আছে কিনা দেখুন, ক্লাস ঠিক আছে কিনা দেখুন। একটু উচুনিচুতে চালান, সাসপেনশন কাজ করে কিনা দেখুন। কাজ করলে হাতে খুব একটা ঝকুনি লাগবে না।


আর কিছু বলতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। এগুলা দেখলেই অন্তত বাইকটা কেমন সেটা জানতে পারবেন। এর পর কাগজ-পত্র ঠিক আছে কিনে খেয়াল করুন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.