নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই

আমি সেই › বিস্তারিত পোস্টঃ

আম্পায়ারিং

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

আমি ছোট খাট খেলায় আম্পায়ারিং করে থাকি। গতকাল খেলায় একটি সিদ্ধান্ত নিয়ে সমস্যায় আছি।

ঘটনা- ব্যাটসম্যান বল খেলতে পারে নি। কিপার মোটামুটি লং কিপিং করছিল। ব্যাটসম্যান ক্রিজের বাইরে কিপার একটু সামনে এগিয়ে এসে স্ট্যাম্পিং করে, ততক্ষণে অবশ্য অনেকটা সময়ও ব্যয় হয়। আমি আউট দেইনি। কারণ, কিপার সামনে হেটে এসে লাগিয়েছিল। অনেকে বলছে ওটা আউট। সঠিকটি কি? জানাবেন কেউ?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: বল ব্যাটে বা প্যাঁটে যদি না লাগে তাহলে পিচ পার হওয়ার আগে কিপার বল ধরে স্ট্যাম্পিং করলে তায় আউট হবেনা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আমি সেই বলেছেন: ব্যাটসম্যান মিস করে যায়গায় দাড়িয়েই ছিল(ক্রিজের সামান্য বাইরে)। কিপার লং কিপিং এ বল গ্লাবস বন্দি করে সামান্য হেটে এসে স্ট্যাম্পিং করে। এক্ষেত্রে এটা কি নট আউট হবে না?

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

পাগলামৃদুল বলেছেন: Click This Link

Click This Link

লিন্ক দুটি আপনাকে হেল্প করতে পারে। ২য় লিন্ক এর একটি পার্ট এ ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হচ্ছে।

2. Ball finally settled
Whether the ball is finally settled or not is a matter for the umpire alone to decide.

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

-এভারগ্রীন নাহিদ- বলেছেন: অবশ্যই আউট।
ব্যাটস্ম্যান যদি দাগের বাইরে থাকে সে ক্ষেত্রে আউট।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: বল সেটেল্ড বা বল মারা যাওয়া একটা কথা আছে বোধহয়। আপনার কি মনে হয় বলটি তখনও জীবিত ছিল? ব্যাটসম্যান কি ক্রিজের মাঝে দাড়িয়ে আছে মনে করে দাড়িয়ে ছিল? নাকি কিপার স্তয়াম্পিং করবে না মনে করে ইচ্ছে করেই দাড়িয়ে ছিল? ব্যাটসম্যান হয়তো মনে করেছে কিপার স্ট্যাম্পিংয়ে আসবে না, কারণ অনেক সময় লেগে যাবে আর আমি চাইলে তো ক্রিজে ফিরতেই পারতাম।

ব্যটসম্যানের ধারণা কি এমন ছিল যে, এক্ষেত্রে আম্পায়ার তো দেখতেই পাচ্ছেন আমি ইচ্ছে করলে ক্রিজে ফিরতে পারতাম কারণ তার অনেক সময় ছিল ফিরে যাওয়ার। --- এমন হলে আমার মনে হয় আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

দেশপ্রেমিক পোলা বলেছেন: নিয়ম অনুযায়ী আউটই হওয়ার কথা, কারণ কিপার স্ত্যাম্পিং করতে আসছে দেখেও ব্যাটসম্যান যদি অবহেলা করে ক্রিজে ফিরে না যায় তাহেল তার শাস্তি পাওয়া উচিত।

একটি আউট দেখেছিলাম ইনজামামের। ইনজামাম ক্রিজে ফেরার সময় ফিল্ডার স্ট্যাম্পের দিকে বল ছুড়েছে। কিন্তু ইনজির গায়ে বল লাগছে দেখে ইনজি ব্যাটদিয়ে বল ঠেকিয়ে দিয়েছে। এমন নয় যে বলটি স্ট্যাম্পের সোজাই যাচ্ছিলো। ইনজামাম তখনও সম্ভবত দাগের সামান্য বাইরেই ছিল, এবং হাতে সময় ছিল ফিরে যাওয়ার, কিন্তু ইচ্ছে করেই বল ঠেকিয়েছে যেহেতু বলটি তার গায়ে লাগছিল। তখন সবাই আবেদন করলে আউট দিয়েছে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: হ্যা আউট হবে , কিপারের হাত থেকে বোলারের হাতে যাওয়ার আগ পর্যন্ত যেহেতু রান করা যাবে তো সেই হিসাবে আউট

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

ভোলার ডাইরী বলেছেন: আই সি সির সাথে যোগাযোগ করেন B-) দেখেন ওরা কি বলে

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

ভোলার ডাইরী বলেছেন: বল খেলার সময় যদি সময় যদি দাগের ভিতরে থাকে এবং পরে বের হয়ে আসে ( কিছুক্ষন পর) তাহলে কলটা ব্যাটসম্যানের ফেভারে যাওয়ার কথা, আর আগে থেকেই যদি বাইরে থাকে তাহলে আউটা হওয়ার কথা :-/ :-/
আপনি বি সি সি তে ফোন করে জেনে নিন, আশা করি ওরা সাহাজ্য করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.