নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলাদেশ

মিঃ আতিক

ব্লগার

মিঃ আতিক › বিস্তারিত পোস্টঃ

দাদার কাছথেকে শোনা গল্প-১

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪

একলোকের ছিল তিন সন্তান B-) B-)) =p~ , এদের কি হবে এই নিয়ে বেচারা সবসময় চিন্তিত থাকতেন :(( কারন এদের একটা পাগল আরেকটা ছাগল আরও একটা যে ছিল ও ছিল ভালো। তো ভালো তো ভালোই তবে ভালো জনের একটা সমস্যা ছিল, ওনার হিসি দেয়ার চাপ আসলেই উঠনের কাঁঠাল গাছটায় চড়ে নিচের দিকে বিসর্জন দিতেন। উনি ছিলেন ভালো =p~

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৪

ওমেরা বলেছেন: ভালরই এই অবস্তা ,পাগল,ছাগল না জানি কি করে!!

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


পোস্ট মোটামুটি দুর্বল; সংক্ষেপে ছোট একটা তথ্য মাত্র।

এ ধরণের ঘটনা থেকে গল্প তৈরি করা ছাড়া শুধু ঘটনা জানার আগ্রহ মানুষের থাকবে না; এটাকে গ্রহনযোগ্য কাহিনীতে পারিণত করা সম্ভব।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৫৫

মিঃ আতিক বলেছেন: গল্পটা একটু বড় ও হাস্য রসাত্মক, সত্যি কথা হচ্ছে কাজের ব্যাস্ততায় লেখার সময় পাচ্ছিনা। কাজের ফাঁকে সুযোগ পেলেই আপনাদের অনেকের লেখা পড়ি ভালো লাগে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আমার মন্তব্যের জবাব দেন নাই কেন ?

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

মিঃ আতিক বলেছেন: আপনি অনেক বাক পটুতো,আমি তেমন টা না;
আসলে ভেবে পাচ্ছিলাম না কি উত্তর দেয়া যায়।

আমার উত্তর আপনি প্রত্যাশা করেছেন এটা আমার অনেক বড় পাওয়া।
অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

ওমেরা বলেছেন: কেন ভাইয়া কিছু খুঁজে না পেলে এই ধন্যবাদটাই দিয়ে দিলেই হত ।আর কমেন্ট করি অবশ্যই জবাব পাওয়ার প্রত্যাশা নিয়েই করি । একটা লিখায় কমেন্ট যেমন লেখকে উৎসাহিত করে আরেকটা লিখা লিখার জন্য তেমনি কমেন্টের জবাব না পেলেও কমেন্টার নিরুৎসাহিত হয় । ধন্যবাদ ভাইয়া ২য় বারে সারা দেওয়ার জন্য ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

মিঃ আতিক বলেছেন: আপনি অনেক সুন্দর কমেন্ট করতে জানেন।
মন্তব্যে অনুপ্রাণিত।
অসংখ্য ধন্যবাদ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

সিনবাদ জাহাজি বলেছেন: :-B :P
এই প্রবাদ ছোটবেলায় অনেক শুনেছি।
আজ মনে পড়ল

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ লাগেনি।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:১৩

মিঃ আতিক বলেছেন: মন্দ না লাগার জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: হালকা মজা পেলাম।

০৩ রা মে, ২০১৭ রাত ১১:০২

মিঃ আতিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৮| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৪৮

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি নতুন কোন পোষ্ট লিখেন না কেন ?

০৩ রা মে, ২০১৭ রাত ১১:১১

মিঃ আতিক বলেছেন: কি লিখব বিষয় খুঁজি
সবি হয় যে ভুল
যা লিখব লিখে গেছেন
রবিন্দ্র নজরুল।
পল্লী গাঁও নিয়ে লিখব ভেবে
হই যখন উদাসিন
তাই নিয়ে লিখে গেছেন
কবি জসিম উদ্দিন।
তবুও ভাবি লিখব কিছু
দেশ গ্রাম নিয়ে
তাই নিয়েও লিখে গেছেন
বন্দে আলি মিয়ে।
এরপরেও লিখব ভেবে
ধরছি আজ বাজী
লিখার আগে মনের কথা
লিখে ফেলেন ব্লগার চাঁদগাজী।

৯| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দাদার সাথে নিজের সৃজনশীলতার মিশ্রন ঘটালে লিখাটি সুখপাঠ্য হত।

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৯

মিঃ আতিক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত।
অবশ্যই চেষ্টা করব ভালো কিছু লিখার।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.