![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অধিকাংশ পত্রিকায় খবর বিজিবি প্রধানের ঘোষণা " বৈধ ভাবে গরু আসতে পারবে ভারত থেকে"। ভেবেছিলাম পত্রিকায় খবর
হিসেবে এসেছে প্রতিবাদ নিশ্চয় হবে, খামারিদের একটা সংগঠন ছাড়া কেও কিছু বলল না। এদেশর মিডিয়া বেমালুম চেপেগেল। সারা বছরের আজস্র কষ্ট সাধনায় কৃষকের লালিত সপ্নের কোন মূল্য এদেশের দায়িত্বশীল কেউ দিলো না।দু একটা গরু কে লালন পালন করে দেশের সাধারন একটা কৃষক স্বপ্ন দেখে অল্প কিছু টাকা রোজগারের, সেই সপ্নের মূল্য আমরা কই দিতে পারলাম। ভারতীও গরু আসলে গরুর দাম কিছু কমবে, বড়লোক, সাহেব দের এই সুবিধাবাদি মনোভাব প্রতিবাদের ভাষা কে স্তব্দ করে দিলো। দেশে বিজিবি প্রধান যিনি হয়েছেন তিনিও ভারতীয়দের সুবিধাটাই দেখলেন, এদেশের খেটে খাওয়া সাধারন কৃষক খামারিদের কথাটা ভাবলেন না একবারও। উন্নয়নের মহাসড়ক থেকে নানামুখি আওয়াজ প্রতিদিন আসে দেশীয় শিল্প বিকাশের, কত কথা শুনি; যে খামার গুলি আমাদের দেশীয় শিল্প বিকাশের শক্ত খুঁটি হতে পারত্,দেশের কৃষক খামারিরা দু পয়সা আয় করতে পারতো ভারত থেকে গরু আমদানির সুযোগ দিয়ে তাকে ধংস করা হচ্ছে অবলিলায়। যারা নিয়মিত পত্রিকা পড়ে থাকেন তারা নিশ্চয় জেনে থাকবেন গত বছর ভারত থেকে আসা গরু যেগুলো অবিক্রিত ছিল এর অধিকাংশই এক থেকে দের মাসের মাথায় অজ্ঞাত কারনে মারা গিয়েছিল।এই আমদানি করা গরুগুলিতে মারাত্মক বিসাক্ত কোন পদার্থ পুশ করা হয়নি এটা বুঝার কি উপায় আছে।ভারত তাদের পরম পূজনীয় গরু কেন হটাত বাংলাদেশে কোরবানির জন্য পাঠানোর অনুমুতি দিচ্ছে এটাও ভেবে দেখা দরকার।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:১১
মিঃ আতিক বলেছেন: ব্যাপার টা তেমনি মনে হচ্ছে।
২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
ভারতীয় মৃত গরুর মাংস খেয়ে ভারত থেকে শকুন নিশ্চিহ্ন হয়ে গেছে; পড়তিটি গরুকে কিছু ইনজেকশন দেয়া হয়; সবগুলো বিষাক্ত
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৮
মিঃ আতিক বলেছেন: বিষয়টা সবার লক্ষ করা উচিৎ, ভারত থেকে গরু আমদানি উচিৎ হবেনা। আপনার কাছে সচেতনতা মুলক পোস্ট আশা করছি। সবাই জানার সুযোগ পাবে।
৩| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮
ধ্রুবক আলো বলেছেন: এই তো ঈদ আসছে, এরপর দেখা শাহবাগীদের ঢং।
যারা নিয়মিত পত্রিকা পড়ে থাকেন তারা নিশ্চয় জেনে থাকবেন গত বছর ভারত থেকে আসা গরু যেগুলো অবিক্রিত ছিল এর অধিকাংশই এক থেকে দের মাসের মাথায় অজ্ঞাত কারনে মারা গিয়েছিল।এই আমদানি করা গরুগুলিতে মারাত্মক বিসাক্ত কোন পদার্থ পুশ করা হয়নি এটা বুঝার কি উপায় আছে।ভারত তাদের পরম পূজনীয় গরু কেন হটাত বাংলাদেশে কোরবানির জন্য পাঠানোর অনুমুতি দিচ্ছে এটাও ভেবে দেখা দরকার।
ভাই বিষয়টা বুঝতে হবে। ভারত যখন দরদ দেখায় তখন একটা ঘাপলা তো আছেই!!!
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯
মিঃ আতিক বলেছেন: ফেইসবুক এ পেলাম তথ্যটা সঠিক কিনা জানিনা, একজন ভারতীও লোক বলছে ' আমাদের রাজনাথ বাবু গরু বাংলাদেশে এমনিতে পাঠাচ্ছে না, অই গরু গুলো খেয়ে বাংলাদেশের মানুষ অসুস্থ হবে। অসুস্থ হয়ে মানুষ গুলো আবার ভারতে আসবে চিকিৎসা করাতে। এগুলতে এমন ক্রনিক ভাইরাস পুষ করা হয়েছে যে, ভারত ছাড়া অন্য কোন জায়গায় বা অন্য কোন ঔষধে এর চিকিৎসা হবেনা'।
৪| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: যারা নিয়মিত পত্রিকা পড়ে থাকেন তারা নিশ্চয় জেনে থাকবেন গত বছর ভারত থেকে আসা গরু যেগুলো অবিক্রিত ছিল এর অধিকাংশই এক থেকে দের মাসের মাথায় অজ্ঞাত কারনে মারা গিয়েছিল - তাই নাকি? আমি পত্রিকা পড়িনা, টিভিও দেখিনা। তাই হয়তো এতদিন ব্যাপারটা আমার অজানা ছিল।
২ নং মন্তব্য এবং ৩ নং প্রতিমন্তব্য পড়ে রীতিমত শঙ্কিত বোধ করছি।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
মিঃ আতিক বলেছেন: সবার নিজ নিজ অবস্থান থেকে সাবধানতা অবলম্বনই কাম্য।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
৫| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪
সচেতনহ্যাপী বলেছেন: যে গরুর মাংস নিয়েই কয়েকজন নিহত সেখানে রফতানি!!
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
মিঃ আতিক বলেছেন: ভারতীয়রা সত্যিকারের হিন্দু কিনা এ ব্যাপারেই প্রশ্ন সৃষ্টি হচ্ছে, প্রকাশ্যে বাংলাদেশে গরু রফতানি হচ্ছে কোরবানির জন্য কিন্তু গোরক্ষক কোন সংগঠন প্রতিবাদ করেছে বলে শুনছি না।
৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১
কালো আগন্তুক বলেছেন: কারো পৌষ মাস কারো সর্বনাস।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
মিঃ আতিক বলেছেন: ব্যাপারটা তেমনই!
৭| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৩
ওমেরা বলেছেন: খারাপ প্রতিবেশী ভাল কিছু করলেও আগে সেটার নিগেটিভ দিক চিন্তা করে ডিসিশন নিতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া ।
৮| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৭
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ক্রেতার লাভ তো খামারির লোকসান
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯
সনেট কবি বলেছেন: তারা দেবতা বেচে খায়?