![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্তনের এই সময়ে আমি পরিবর্তনের সাক্ষী
বুলেটের কাছে নোয়ায়েছে মাথা স্বৈরাচারের রক্ষী।
বুলেট বুলেট বুলেট আজ
যেথা হেথা বুলেটের পাই ঘ্রাণ
বুলেট বুঝি আসছে তেড়ে
ওষ্ঠাগত প্রান।
যেথায় সেথায় ভয় ভয় লাগে রক্ষি না আসে তেড়ে
আকুল প্রান প্রশ্ন ছুড়ে যাবি কি
ভালবাসার এই বাংলাদেশটা ছেড়ে?
না না এ হয়না বাংলাদেশ ভালবাসি তোমায়।
আমি তোমার নাড়ী ছেড়া ধন
বিভুঁয়ে বিমাতা কি ছলে পাবো তার মন।
দুষ্ট গ্রহ পৃষ্ঠে ছুঁড়তে কোমলমতিদের ঝাঁক
দুঃসাশনের পতন হোক নব তারুন্যের ডাক।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ, দাদা।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯
ইব্রাহীম আই কে বলেছেন: তারুণ্যের সমাগম হলেই কেবল দুঃশাসনের পতন ঘটবে।
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১১
মিঃ আতিক বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আতিক ভাই ভালো কবিতা লিখেছেন।
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
অকাল মুকুলে আম ফলে না
০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১
মিঃ আতিক বলেছেন: বাতাসে বসন্তের ঘ্রান পাচ্ছি।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
মিঃ আতিক বলেছেন: ধন্যবাদ।
৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরো পোষ্ট চাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: বিদ্রোহী কবিতা!
রক্ষী হবে।