নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমার হারিয়ে যাওয়া -

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মৃন্ময় আহমেদ

।। মা ও মাটি ।।—­­ অবাক ভ্রমণ —­­

মৃন্ময় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বেলী ফুল

৩০ শে জুলাই, ২০০৬ সকাল ৯:০৮

বৈজ্ঞানিক নামঃ Jasminum duplex



সন্ধ্যায় যখন ছাদে যাই তখন আমার সঙ্গী, বেলী ফুল নিয়েঃ



বেলী গুল্মজাতীয় ছোট-খাটো ঝোপ বিশিষ্ট ফুলগাছ। কান্ড সরু দুর্বল দুপাশে হেলে পড়ে। কোনো কোনো জাতের বেলী লতা জাতীয় গাছ। গাছের পাতা উজ্জ্বল সবুজ। পাতার মাঝে ছোট ছোট অসংখ্য ফুল থোকায় থোকায় ফুটে বেরোয়। ফুলের পাঁপড়ি সুবিন্যস্ত। ফাল্গুন থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ফুল ফোটে। বষর্াকালেও ফুল থাকে। বেলী ফুল ফোটে সন্ধ্যায় এবং পরদিন দুপুরে ঝরে যায়।



সাধারণত 4 শ্রেণীর বেলীর সঙ্গে আমরা পরিচিতঃ



1. রাই বেলীঃ এ জাতের বেলী দেড় থেকে দু'হাত লম্বা হয়। পাঁপড়ি সুসজ্জিত, ফুল খুব ছোট কিন্তু গন্ধ খুব উগ্র।



2. খয়ে বেলীঃ ছোট গাছ। ফুল ফোটে অজস্র। তীব্র সুগন্ধিযুক্ত। মালা তৈরিতে এর ব্যবহার ব্যাপক।



3. মতিয়া বেলীঃ এ জাতের বেলী ফুলের আকার বড়ো হয়। অসংখ্য পাঁপড়ি এবং থোকায় থোকায় ফুল ধরে। ফুল মনোরম গন্ধযুক্ত।



4. ভরিয়া বেলীঃ এ জাতের বেলীকে বলা হয় রাজা বেলী। ফুলের ওজন 1 ভরি। গড়ন ও গন্ধ মনোমুগ্ধকর।



সাদা রঙের তীব্র সুগন্ধযুক্ত মালা গাঁথার বিশেষ উপযোগী এই বেলী ফুল বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত। বাংলা নববর্ষে, সংগীত ও নৃত্যানুষ্ঠানে এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলা শিল্পী ও মেয়েদের খোঁপায় বেলীফুল শোভা বৃদ্ধি করে।

# # #

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১৮

পথিক!!!!!!! বলেছেন: ভাল তথ্য

২| ৩১ শে জুলাই, ২০০৬ সকাল ৭:১৮

রাগ ইমন বলেছেন: বেলী অনেক কবিতারও খাদ্য। একটা ছাড়েন..........:)

৩| ৩১ শে জুলাই, ২০০৬ দুপুর ২:১৮

অতিথি বলেছেন: ইমন, বেলী ফুল কবিতাও খাদ্য। আপনার কথায় [গাঢ়]সেই ফুল[/গাঢ়] লিখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.