নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

- আমার হারিয়ে যাওয়া -

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মৃন্ময় আহমেদ

।। মা ও মাটি ।।—­­ অবাক ভ্রমণ —­­

মৃন্ময় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

[রং=#][গাঢ়]দুঃখের প্রতি নিন্দাজ্ঞাপন,[/গাঢ়][/রং] অতঃপর...

০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২১

তুমি পরশ পাথর?

তোমার স্পর্শে ধন্য হয় মানুষ?

তোমায় ব্যতীত বড়ো হওয়া ভার?

তোমাতেই সকল সুখ নিহিত?



লোকে বলেঃ দুঃখের মতো পরশ পাথর আর নাই



আমি বলিঃ দুঃখ, সে তো নিছক পাথর!



পাথরের নিষ্ঠুরতা তোমার সমগ্র সত্তা জুড়ে

পাথর যেমন অটল অবিচল ঠিক তেমনি তো তুমি।

কিছুমাত্র নও ভিন্ন..

তোমার ছোঁয়া আমার চাই না

চাই না বড়ো হতে- ধন্য হতে

বরং অভিশাপ দিয়ে বলিঃ নেমে যা, নেমে যা।

দেবতা ভেবে তোমায় আমি জড়াতে চাই না

আবারো প্রথমের মতো দাঁড়াবার চাই...



পরশ পাথর তো দেয় অমৃতের ছোঁয়া

আর তুমি? তুমি অন্তরে জ্বালো লৌহশিখা- দাউ দাউ



প্রেয়সীর প্রেমে মত্ত প্রেমিককে দাও অনন্ত বিরহ

বিচ্ছেদের যাঁতাকলে পিষ্ট করো তাকে- করো পথভ্রষ্ট

(কেউ তো বিরহ চায় না, চায় ভালোবাসা)

নিষ্ঠুর আঘাতে ভাঙো কতো মন-হৃদয়, ভাঙছো অবিরত

(মন তো কাঁচেরই আয়না, ভাঙলে জোড়া লাগে না)



বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি কী আনন্দেই না হাঁটছিল

হঠাৎ কোথা হতে ছুটে এলে তুমি-

স্পি্লন্টাররূপি তোমায় কেউ না চিনতে পারুক, আমি পারি।

পারি বুঝতে বহুরূপী তোমায়। শুধু পারি না রুখতে-

যদি পারতাম তাহলে সেদিন সেই হাস্যোজ্জ্বল নিষ্পাপ মুখখানা মলিন হতে দিতাম না। বাবার রক্তাক্ত দেহটার বদলে তোমার কালো দেহ থাকতো পরে রাস্তার মোড়ে। তোমার চূর্ণ বিচূর্ণ দেহ দেখে হাসি মুখে বাড়ি ফিরতাম। কিন্তু পারি না...



কোনো খেলায়ই তোমার নেই পরাজয়

জয় করে যাচ্ছো সব কিছু

তাইতো তোমার পথ অনুসরণ করি

জানি তোমার শীতল হৃদয়ে ভালোবাসা, প্রেম, স্নেহ ও মমতা নেই

আমার ভেতরেও তো কোন গোলোযোগ নেই,

কেউ নেই ভেতরে- নেই ভালোবাসা,

কোন আবেগের জন্ম হয় না

এ-ই আমার আবিষ্কার-

আমিও পাথর হয়ে যাচ্ছি- দুঃখ যার অপর নাম।



আজ বলি না, ভুল তুই! নেমে যা নেমে যা...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:০১

শুভ বলেছেন: ...তোমায় কেউ না চিনতে না পারুক, আমি পারি...

রুখতে পারি না যাকে, চিনতে চাই না তাকে।

চারদিকে নিকষ অন্ধকার- হাতের মুঠোয় একফালি জ্যোৎস্না, তাকাতে চাই না, চোখ ঝলসে যাবে ভয়ে।

২| ০১ লা মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:২২

নজমুল আলবাব বলেছেন: বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি...

ভাল লেগেছে

৩| ০১ লা মার্চ, ২০০৭ রাত ৮:৪৯

পথিক!!!!!!! বলেছেন: হুঁ

৪| ০২ রা মার্চ, ২০০৭ রাত ১:২৫

মুশফিক বলেছেন: পড়লাম।দুইবার।কিছু কিছু বুঝলাম

৫| ০২ রা মার্চ, ২০০৭ ভোর ৫:১৪

অতিথি বলেছেন: দুঃখের লগে টডিনডি কর......আচ্ছা ঠিক আছে .....যা দুঃখ ভাগ এখান থেকে

৬| ০২ রা মার্চ, ২০০৭ সকাল ৭:০৮

অতিথি বলেছেন: পড়লাম মৃন্ময়ের কবিতা।..বেশ ভালো লাগলো।

৭| ০২ রা মার্চ, ২০০৭ সকাল ৭:১০

অতিথি বলেছেন: শুভ,
তাই বলে তো এড়িয়ে যেতে পারি না। হয় রুখবো নতুবা তাতেই মিশে যাবো।

৮| ০২ রা মার্চ, ২০০৭ সকাল ৭:১৩

অতিথি বলেছেন: শেখ জলিল,
ভালো লাগা আমারো। ধন্যবাদ।

সাবি্বর,
যথার্থ... যদি ভেগে যেতো। কিন্তু আরো জেঁকে বসবে।

পথিক,
ঠিক।

নজমুল আলবাব,
আরো কিছু পরিস্থিতি তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু দৈঘর্্য বেশী হয়ে যাবে যে..

..ধন্যবাদ।

৯| ০২ রা মার্চ, ২০০৭ দুপুর ১:১৬

অতিথি বলেছেন: দুঃখকে করি বরণ
হোক না সে মরণ

১০| ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৯:১৯

অতিথি বলেছেন: 'সে তো নিছক পাথর'! - ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.