নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

সকল ব্যঞ্জনবর্ন দিয়ে “তুই রাজাকার” কবিতার সম্প্রসারণ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

ভাষা আন্দোলনের মাসে বাংলা ভাষার সকল ব্যঞ্জনবর্ন দিয়ে হুমায়ূন আহমেদ এর “তুই রাজাকার” কবিতার সম্প্রসারণ। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লীজ।





ক তে কাদের মোল্লা/তুই রাজাকার, তুই রাজাকার

খ তে খ. মোশাররফ হোসেন, লেবার মিনিষ্টার তোর বাবা রাজাকার, রাজাকার

গ তে গোলাম আযম/তুই রাজাকার, তুই রাজাকার,

ঘ তে ঘরের শত্রু মুসা ওরফে নুলা মূসা/তুই রাজাকার, তুই রাজাকার।

ঙ তে গ্যাঙর গেং কামারুজ্জামান/তুই রাজাকার, তুই রাজাকার,

চ তে চামচা মাওলানা এ কে এম ইউসুফ/তুই রাজাকার, তুই রাজাকার,

ছ তে ছাবেদ আলী ফকির, গ্রাম কাতলা বাড়ি,ভালুকা/তুই রাজাকার, তুই রাজাকার,

জ তে জামালপুরের নুরু রাজাকার, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী তুই রাজাকার,

ঝ তে ঝিনাইদহ জেলা রাজাকার বাহিনীর কমান্ডার নওশের আলী রাজাকার/তুই রাজাকার,

ঞ তে আঞ্চলিক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জোয়ার্দ্দার/তুই রাজাকার, তুই রাজাকার,

ট তে টাঙ্গাইল জেলার মওলানা লুৎফর/তুই রাজাকার, তুই রাজাকার,

ড তে ড্রাইভার ঠান্ডু পিতা-মৃত কনে পিরন, সাং-দরিনগুয়া, পোঃ ধারাবাজার/তুই রাজাকার, তুই রাজাকার,

ঢ তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোতা মিয়া/তুই রাজাকার, তুই রাজাকার,

ণ তে -রণ হুঙ্কার -রণ হুঙ্কার/তুই রাজাকার, তুই রাজাকার,

ত তে তোয়াহা বিন হাবিব/তুই রাজাকার, তুই রাজাকার,

থ তে থ হয়ে যাই এতো রাজাকার! এতো রাজাকার।

দ তে দেওয়ান ওয়ারাসাত আলী/তুই রাজাকার, তুই রাজাকার,

ধ তে ধর্ম ব্যবসায়ী নেত্রকোনার প্রভাবশালী দালাল-মওলানা মঞ্জুরুল হক/তুই রাজাকার, তুই রাজাকার,

ন তে নিজামি/তুই রাজাকার, তুই রাজাকার,

প তে পীর মোহসেন উদ্দিন/তুই রাজাকার, তুই রাজাকার,

ফ তে ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর আবুল চেয়ারম্যান/তুই রাজাকার, তুই রাজাকার,

ব তে ব্যারিস্টার আফতাব উদ্দিন/তুই রাজাকার, তুই রাজাকার,

ভ তে ভালুকা থানার নজরুল ইসলাম মাস্টার (কানকাটা)/তুই রাজাকার, তুই রাজাকার,

ম তে মুজাহিদ/তুই রাজাকার, তুই রাজাকার,

য তে যুদ্ধাপরাধী সব রাজাকারের ফাঁসি চাই, তুই রাজাকার, তুই রাজাকার

র তে রংপুর-৫ আসনের এমপি এইচ এন আশিকুর রহমান /তুই রাজাকার, তুই রাজাকার,

ল তে লালা মিয়া- টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ/তুই রাজাকার, তুই রাজাকার,

শ তে শফিকুল ইসলাম/তুই রাজাকার, তুই রাজাকার,

ষ তে ষড়যন্ত্রের বিরুদ্ধে এক্তাই ডাক /তুই রাজাকার, তুই রাজাকার,

স তে সাইদি/তুই রাজাকার, তুই রাজাকার,

হ তে হাকিম ইরতেজাউর রহমান খান/তুই রাজাকার, তুই রাজাকার,

ড় তে জড়িত বিএনপির সাথে মওলানা আতাউর রহমান, কিশোরগঞ্জ /তুই রাজাকার, তুই রাজাকার,

ঢ় তে রাজাকার কমান্ডার আজিজুল ইসলাম, ময়মনসিংহ /তুই রাজাকার, তুই রাজাকার,

য় তে হয় ময়জ উদ্দিন, গ্রাম- কয়ারপাড়া, থানা-নালিতাবাড়ি, শেরপুর/তুই রাজাকার, তুই রাজাকার,

ৎ তে হঠাৎ করে বদলে যাওয়া হল শুরু? চারদিকে এক সুর রাজাকার তুই বাংলা ছার।

ং তে হুংকার তোল চারিধার, রুখতে হবে রাজাকার

ঃ তে আঃ সাত্তার সুনামগঞ্জ জেলা/তুই রাজাকার, তুই রাজাকার,

ঁ তে নওগাঁ জেলার রাজাকার লাহা প্রামানিক/তুই রাজাকার, তুই রাজাকার,





রাজাকারদের তালিকা সূত্র: একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা, ডা. এম এ হাসান, আহ্বায়ক, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, ট্রুথ কমিশন ফর জেনোসাইড ইন বাংলাদেশ

মূল কবিতাঃ হুমায়ূন আহমেদ

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

সরোজ রিক্ত বলেছেন: সব বর্ণে তো রাজাকার নাই?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

স্বপ্ন বাজীকর বলেছেন: খুজে পাইনাই ভাই :(
এডিট করে দেন। খুশি হব। :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

۞ বলেছেন: হা হা হা .... কুল....:)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর গুলান কই??????

মতে মুসা ওরফে নুলা মূসারে বাদ দিলেন! মাইন্ড খাইবতো ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

স্বপ্ন বাজীকর বলেছেন: ভাইরে ম তে মুজাহিদ - - - ওরে বাদ দেই কিভাবে? ম দিয়ে অসংখ্য রাজাকার এর নাম পেয়েছি। তাদের মধ্যে মুজাহিদ সব থেকে বড় দালাল মনে হয়েছে।

মুসা ওরফে নুলা মূসারে এডিট-এ ঘ তে দিলাম। :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

সংকেত মাহমুদ বলেছেন: "খ তে খন্দকার মোশাররফ হোসেন, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, " এইটা ভুল ।এইটা জামাতিদের মিথ্যা প্রচারনা ।
রাজাকার তো মোশাররফ ছিল না, রাজাকার ছিল মোশাররফের বাপ নুরু মিয়া যে কিনা ৭১ এ শান্তিকমিটি মানে গোলাম আজম কমিটির লোক আছিল ।
মোশাররফের বাপ নুরু মিয়ার গোলাম আজম কমিটির (শান্তিকমিটি) সদস্য হওয়ার জন্য ওটারও বিচার হওন দরকার ।

ও আর একটা কথা নুরু মিয়া কি বাইচা আছে নাকি মরছে ?? মরলে ঐ ব্যাটার মরনোত্তর বিচার চাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

স্বপ্ন বাজীকর বলেছেন: এডিট করে দিয়েছি। আমি জানতাম না সত্যি তা কি? ভুল ঠিক করে দেয়ার জন্য :) :) :D :D B-) B-) =p~ =p~

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

ইমদাদুল হোসেন বলেছেন: খ তে খন্দকার মোশাররফ হোসেন, লেবার মিনিষ্টার, তুই রাজাকার,
(এটা কি লিখলেন ভাই, আমাদের বেয়াই বলে কথা)
ব তে বিয়ায়ই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার, লেবার মিনিষ্টার, তুই রাজাকার,

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

স্বপ্ন বাজীকর বলেছেন: ধন্যবাদ .।.।.।.।.।.।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

সংকেত মাহমুদ বলেছেন: এতো সুন্দর একটা পোষ্টে অযথা বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরীর নাম ঢুকাইলেন ।তাড়াতাড়ি ভূল সংশোধন করুন । আমি লীগ বিম্পি জামাত সবদলেরই রাজাকারের বিচার চাই ।বেগম সাজেদা চৌধুরী চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম-নোয়াখালী-চাঁদপুর অঞ্চল থেকে নির্বাচিত হন, তার আসন এন,ই ১৬৫, মহিলা আসন-৩। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারে তার পেশাভিত্তিক ক্রমিক নং ছিলো ১৮২২, পদবী ছিলো ভারপ্রাপ্ত কর্মকর্তা্ এবং দায়িত্বস্থল ছিলো আগরতলা মহিলা শরণার্থী শিবির, পরে তাকে আগরতলা নার্সিং প্রশিক্ষণ শিবিরের দায়িত্ব দেওয়া হয়। মুজিবনগর সরকারের দলিলপত্রে মহিলা মুক্তিযোদ্ধাদের তালিকায় সাজেদা চৌধুরীর নাম তিন নম্বরে আছে।(সূত্র: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান: এএসএম সামছুল আরেফিন, পৃষ্টা-১৩৩ ও ৩২৩)
৩)এমনকি সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর ছিলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের কমার্স সেক্রেটারী। যার স্বামী মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের সদস্য তার ঘরের বউ রাজাকার দাবিটা হাস্যকর হয়ে যায় না !!!!!!!!!
৭১ এ মুক্তিযুদ্ধের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাজেদার অবস্হান ডকুমেন্ট সহকারে এই পোষ্টে দেয়া আছে Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

স্বপ্ন বাজীকর বলেছেন: :(


৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

সংকেত মাহমুদ বলেছেন: ৩)এমনকি সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর ছিলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের কমার্স সেক্রেটারী। যার স্বামী মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের সদস্য তার ঘরের বউ রাজাকার দাবিটা হাস্যকর হয়ে যায় না !!!!!!!!!৭১ এ মুক্তিযুদ্ধের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাজেদার অবস্হান ডকুমেন্ট সহকারে এই পোষ্টে দেয়া আছে Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

স্বপ্ন বাজীকর বলেছেন: ধন্যবাদ

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

সংকেত মাহমুদ বলেছেন: মহিউদ্দিন খান আলমগীর এবং আশিকুর রহমান ১৯৭১ সালে ছিলেন পাকিস্থান সরকারের জেলার অতিরিক্ত ডিসি ।
আর বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ারের পদবী তো ছিল এদের থেকে আরও একধাপ উপরে !! তাহলে এমকে আনোয়ার এদের থেকেও বড় রাজকার ছিলেন !!!!!!!
বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এমকে আনোয়ার মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্থানীদের পক্ষে ঢাকা জেলার ডিসি হিসেবে কাজ করেছেন ।এমন কি তার পাকিস্থান প্রীতি ও কওমের সেবাতে মুগ্ধ হয়ে পাকিস্থান সরকার তাকে তঘমায়ে পাকিস্তানের উপাধিতে ভূষিত করে। তবে এরা ১৯৭১ সালে হত্যা, নির্যাতন, ধর্ষন, ধর্মান্তরিতকরনের এসব অভিযোগে অভিযুক্ত নয় ।


তবে আওয়ামী লীগ নেতার আত্মীয় মুসা ওরফে নুলা মূসা অরিজিনাল পাক্কা রাজাকার , আওয়ামী লীগ নেতার আত্মীয় মুসা ওরফে নুলা মূসার ফাসি চাই ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

সংকেত মাহমুদ বলেছেন: পোস্ট সুন্দর হইছে ।

ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

স্বপ্ন বাজীকর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
সবার দাবি একটাই

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

সংকেত মাহমুদ বলেছেন: আওয়ামী লীগ নেতার আত্মীয় মুসা ওরফে নুলা মূসারে পোষ্টে যোগ করেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

স্বপ্ন বাজীকর বলেছেন: ঘ তে দিয়েছি।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

অন্যরকম একজন বলেছেন: ্বাহ।অনেক খেটেছেন :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

স্বপ্ন বাজীকর বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--

• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র‍্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্ন বাজীকর বলেছেন: বেশি জানো? লাগবা বাজি ?
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

স্বপ্ন বাজীকর বলেছেন: এক লাকি অসুস্থ্য হইলে আরও হাজার লাকি নামবে রাজপথে... বোন তোমার জন্য দোয়া রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.