নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

আটকে পরা পর্যটকদের জন্য কক্সবাজার হইতে চট্টগ্রাম পর্যন্ত নৌ জাহাজ চালু হচ্ছে আজ রাত থেকেই

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আপডেটঃ ৪ঠা মার্চ, ২০১৩

তিন হাজার পর্যটক কক্সবাজার ছেড়েছেন। চলমান হরতালে আটকে পড়া তিন হাজার পর্যটক কক্সবাজারে ছেড়েছেন। সড়কে যান চলাচল বন্ধ থাকায় আকাশ পথ ও নৌপথে তারা রওনা হয়েছেন।



পর্যটকদের ০১৫৫০৬০০৪০২, ০১১৯১১৯৩৯২৮ নম্বরে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



বিমানমন্ত্রী ফারুক খানের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান জানান, পর্যটনমন্ত্রীর অনুরোধে পর্যটন করপোরেশনের মোটেলসহ বেসরকারি মোটেলগুলো বিশেষ ছাড় করা মূল্যে আটকে পড়া পর্যটকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। জেলা প্রশাসন সেখানে পর্যটকদের সার্বিক দেখভাল ও নিরাপত্তার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে একটি কন্ট্রোল রুম চালু করেছে।



বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার, রিজেন্ট এয়ার হরতালের শনিবার রাত থেকে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। সরকারের তত্ত্বাবধানে বেসরকারি উদ্যোগে এরই মধ্যে শতাধিক বাস ও মাইক্রোবাস কক্সবাজার ছেড়ে এসেছে। ২৭০ জন পর্যটক নিয়ে বে ক্রুজ নামক জাহাজ রোববার সন্ধ্যায় চট্রগ্রামে পৌঁছে। জাহাজটি কক্সবাজারে ফিরে গিয়ে পুনরায় ছাড়ার জন্য অপেক্ষা করছে। পর্যাপ্ত পর্যটক পেলে সেটি চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। সব মিলে শনিবার রাতে প্রায় আড়াই হাজার পর্যটক কক্সবাজার ছেড়ে এসেছেন। রোববার রাতে ৬০০ পর্যটক গন্তব্যের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছেন।







এই মুহূর্তের খবরঃ (০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৫)

জামায়েত-শিবিরের চলমান বর্তমান অরাজকতায় পরিস্থিতিতে আটকে পরা পর্যটকদের জন্য কক্সবাজার হইতে চট্টগ্রাম পর্যন্ত নৌ জাহাজ চালু হচ্ছে আজ রাত থেকেই।



এমন কি কক্সবাজার হইতে ঢাকা পর্যন্ত বিমানের তিনটি অতিরিক্ত ফ্লাইট আজ রাত থেকেই চালু হচ্ছে।



কক্সবাজারে আটকে পরা ১৮০ জন পর্যটককে আজ রাতেই বিমানে ঢাকায় আনা হবে।



এর আগে বৃহস্পতিবার জামায়াতের শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাতকানিয়া ও লোহাগড়ার ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিনের সংঘর্ষে লোহাগড়া এলাকায় পুলিশসহ দুইজন নিহত হন।





ওইদিন বৃহস্পতিবার বিকেল থেকে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ এবং সড়ক অবরোধসহ ব্যাপক তান্ডবের কারণে চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।



এছাড়া কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকরা শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলী বিচ পয়েণ্টে কয়েক দফা বিক্ষোভও করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.