নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

চন্দ্রবিন্দু-র এই গানটা খুব মনে পরছে। মনে পরছে কিছু মুখচ্ছবি :( জানিনা সেই দিনগুলোর ক্ষেপা-বাউন্ডুলে দলটার কে আজ কোথায় আছে। বাস্তবতার ব্যস্ত রুটিনে সেই প্রিয় মুখগুলো কোথায় যে চাপা পরে আছে তার খোঁজ রাখা হচ্ছেনা আজ আর। তবুও হঠাৎ বুকের বাম পাশে চিনচিন করে উঠলে স্ফটিক এসে চোখ দুটো কেমন জানি ঝাপসা করে দিয়ে যায়।



কেমন আসিস তোরা?







বন্ধু নিয়ে





ছেঁড়া ঘুড়ি, রঙিন বল, এইটুকুই সম্বল

আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা...

বাজে বকা রাত্রিদিন, এস্টারিক্স_টিনটিন

এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়...

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে

সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে?

হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়...

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়



গল্পের মতো ইশকুল বাড়ি

জমে ওঠা ক্ষত_ খেলব না, আড়ি

সে খেলা কানাগলি রোজ চুপিসারে

এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে

হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায়... ...দলে নাও খেলাই

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়



বইমেলা ধুলো, গার্গি শ্রেয়সি

চেনা মুখগুলো, পরিচিত হাসি

সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে

সাহসী চুম্বন আজও পারেনি সে

হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায়... ...দলে নাও খেলাই

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়



ছেঁড়া ছবি, স্ফটিক জল, এইটুকুই সম্বল

বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলায়

একঘেয়ে ক্লান্ত দিন, কম্পাস, এস্প্রিন

যানজটে দেরি হয়ে গেল এ কালবেলায়।

মরা মাছের চোখ যায় যদ্দুরে

শুকানো জলছবি আজও রোদ্দুরে

হাওয়ায় হাওয়ায়... হাওয়ায় হাওয়ায়

বন্ধু তোমায়... ...দলে নাও খেলাই

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

স্বপ্ন বাজীকর বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

বোকা ছেল বলেছেন: অসাধারণ গান ১টা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.