নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

ঝড় দেখার সহযাত্রী চাই

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১০

আজ রাতে কক্সবাজার যাচ্ছি। সমুদ্র দেখতে। ঝড়ো হাওয়ার মাতাল সমুদ্র দেখতে।



ঝড়ের সমুদ্র দেখতে সহমত কল্পনাবিলাসী বন্ধুদের স্বাগতম।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৩

মেহেদী হাসান '' বলেছেন: শুভ কামনা রইল। আমারও ইচ্ছে ছিল কিন্তু সামনে XM.. :(( :((

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপ্ন বাজীকর বলেছেন: Life is Beautiful.............................

২| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭

সাধারণ মুসলমান বলেছেন: ঠিক হচ্ছে না। সাবধানে থাকবেন।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

স্বপ্ন বাজীকর বলেছেন: আল্লাহ ভরসা। দোয়া করবেন

৩| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

আদনান সৈয়দ বলেছেন: বলিন কি? টিকেট পাব?

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

স্বপ্ন বাজীকর বলেছেন: টিকেট কোন সমস্যা না ভাই। আমি যখন টিকেট কিনতে গেলাম, কাউন্টারের লোকজন এমন ভাবে দেখতেছিল যেন তারা এলিয়েন দেখতেছে।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:২১

মেহেদী হাসান '' বলেছেন: লাইফটা ব্যাপক সুন্দর।
মাঝে মাঝে আফসোস লাগে মরে গেলে এই সুন্দর পৃথিবী দেখতে পারব না। :(( :(( :(( এই ঝড় বৃষ্টি কিছুই দেখতে পারব না। :(( :(( :((

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৬

স্বপ্ন বাজীকর বলেছেন: লাইফটা আপনার কল্পনার সমান সুন্দর

৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০

হেডস্যার বলেছেন:
গুড লাক....যাইতে পারলে সত্যিই ভালো লাগতো...

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪

স্বপ্ন বাজীকর বলেছেন: আছেন তো :-প

৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

কাজের কথা বলেছেন: আরে, হায়! হায়!

তিন চারদিন থেকে বউরে পটাইতেছি, কিন্তু সে কোনক্রমেই রাজি হচ্ছে না। আমার টাকা পয়সা আটকাইয়া দিছে।

কি করব বুঝতাছিনা।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪

স্বপ্ন বাজীকর বলেছেন: বুঝান ভাবীকে। উৎসাহিত করুন

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৬

কাজের কথা বলেছেন: এক শর্তে সে রাজি, আমার পোলাডারে লগে নিতে বলে। তার কথা হচ্ছে " তুমি মরে গেলে এই বান্দর সামলাবে কে?"

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১

স্বপ্ন বাজীকর বলেছেন: :!> :!> :!>

৮| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭

রাতুল রেজা বলেছেন: দেখেন, ঝড় আবার আপনাকে সাথে না নিয়ে যায় ;)

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:০২

স্বপ্ন বাজীকর বলেছেন: :(

৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮

গিরিনদী বলেছেন: লাইফটা আসলেই ব্যাপক সুন্দর।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:০৩

স্বপ্ন বাজীকর বলেছেন: অনেক

১০| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:০৬

বেলাল আহমেদ রাসেল বলেছেন: আমার লগে টেহা নাই, নাইলে আফনের লগে যাইতাম

১১| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮

রাজীব বলেছেন: মাত্র ৩ দিন আগে কক্সবাজার থেকে ফিরলাম এখন আর যাওয়া সম্ভব না।
তবে মনে কি না চায়!

১২| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:১৬

মহিসন খান বলেছেন: আপনি কি অলরেডি রওয়ানা দিয়েছেন?? কোথা থেকে বাসে উঠবেন? বাস ভাড়া কত ? হোটেল ভাড়া কত?

১৩| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২২

রাজীব বলেছেন: আপডেট দেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.