![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...
এই ছেলেটা আপনার পরিচিত না?
নাজিম সাহেবের কথায় ছেলেটিকে দেখা মাত্রই চিনতে পারলাম। কি যেন নাম ছেলেটার? ও হা! মনে পরেছে। অনিমেশ।
ছেলেটাও মনে হয় আমাকে চিনতে পেরেছে। ছেলেটার চেহারাটা ভাবলেশ বিহীন, যদিও এটা কোন ফ্যাক্টর না এখানে। এমন একটা পরিস্থিতিতে ভাবলেশ বিহীন থাকতে পারাটাই যে সমুচিত। অনিমেশ হয়তো বুঝতে পেরেছে আমি ওকে এখানে দেখতে চাইনি। ছেলেটার যে সেই বোধশক্তি আছে সেটাই ভাললাগার মতো একটা ব্যাপার। কিন্তু সমস্যাটা হলো এই ছেলেটাকে আমার পাশের মানুষটি অন্য পরিচয়ে জানে।
ছেলেটা আজ একজন ফটোগ্রাফার। ওয়েডিং ফটোগ্রাফার।
কিন্তু অনু এই ছেলেটার সাথে আমার পরিচয় করিয়েছিল তার অন্য পরিচয়ে। আমি জানি ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করেছে ৩ বছর আগেই, এখন চাকরি করছে। কিন্তু এভাবে বিয়ে বাড়িতে এসে ছবি তোলে সেটা জানতাম না।
এই ছেলেটার সাথেই না অনুর বিয়ের কথা চলছে? নাজিম সাহেবের কথায় কল্পনার দেশ থেকে বাস্তবে ফিরলাম। নাজিম সাহেবের কথার মাঝে একটা তাচ্ছিল্যের সুর বুঝা যাচ্ছিল। ভাবটা এমন যেন আমার বোনকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছি যার একমাত্র কাজ বিয়েতে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ছবি তোলা।
উপরের ঘটনাটা কাল্পনিক না। কিন্তু চরিত্রগুলোর নাম কাল্পনিক। আমার এক ছোট ভাই ( ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার) এর বাস্তব জীবনের ঘটনা এটা।
এরকম না হউক কিন্তু মজার ঘটনা বা কোন অভিজ্ঞতার শেয়ার চাচ্ছি বন্ধুদের কাছ থেকে। ওয়েডিং ফটোগ্রাফারের কথা জানতে চাই
©somewhere in net ltd.