![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...
হঠাৎ বুকের বাম পাশে চিনচিন করে উঠলে স্ফটিক এসে চোখ দুটো কেমন জানি ঝাপসা করে দিয়ে যায়।
কেমন আসিস তোরা?
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
কিছু লিখতে ইচ্ছে হলো। বন্ধুদের জন্য। ভীষণ ভাবে সেই দস্যুদের মিস করছি। কিন্তু বাস্তবতার বেড়াজালে বন্দী এ শহরের সময় কোথায় বলো।
অনেক আগে একটা গানের আসর করেছিলাম। বন্ধু নিয়ে বাংলায় কিছু ভালোলাগার গান নিয়ে। সেই গানগুলোই আজ এখানে একটা গানের আসরের সংকলন। ভালো হবে? জানিনা
শুধু জানি ও বন্ধু তোদের মিস করছি ভীষণ
“বন্ধু”- নিয়ে একটা গানের আসর
©somewhere in net ltd.