নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

আজ আমাকে তুমি পশু বলো তাই না ? - স্বপ্ন বাজীকর

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

আমার নিজের ভিতরের পশুটা ক্ষেপে গেলে

আমাকে তুমি পশু উপাধি দিয়েছ।

কিন্তু তুমি ভুলে যাও আমি ক্ষেপে যায় সেদিন,

যেদিন থেকে তুমি ফ্যাশনশো এর মঞ্চ বানিয়ে

স্কুল কলেজ বা ভার্সিটির কড়া নেড়েছ।

প্রকাশ্য রাজপথকে দিয়েছ মঞ্চের সম্মান

আর আমাকে দিয়েছ প্রশ্রয়।



আমি পশু হয়ে যাই সেদিন

যেদিন তুমি থ্রি পিস থেকে টু পিসে নেমেছ।

স্বচ্ছ ওড়নাকে লাথি মেরে বানিয়েছ মাফলার

আর নিজেকে স্মার্ট বানানোর মহান নেশায়

পাশের টেবিলে বা অন্ধকারে ধোঁয়ায় দিয়েছ ডুব।

আমি হয়তো সেদিন ও চুপ

থাকি নিজের চিৎকারকে অগ্রাহ্য করে।

নিজেকেই কেটেখুটে খাই

আর পশু হয়ে যাই।



ধোঁয়ার টেবিল ছেড়ে অন্ধকারের মানুষ হয়ে পশু হয়ে যাই

হুড তোলা রিক্সায়। ছিড়ে খাই নিজের আজন্মের পাপ

তোমার সীমানায়। আধুনিক লাউঞ্জের অন্ধকার দেয়াল ঘেঁষে

আমি পশু হয়ে যাই লিটনের ফ্লাটের আবদ্ধে বা খোলা পার্কে।



আজ আমাকে তুমি পশু বলো তাই না?

খুধার্ত মানুষের সামনে খোলা আহার রেখে

তুমিই আমাকে পশু বানিয়েছ।



------------------ স্বপ্ন বাজীকর (০৫.১০.২০১৩)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০

তানিয়া হাসান খান বলেছেন: খাইছে..
চরম সত্য বলে ফেলা হলো । প্রেমিকার তো কপালে দুঃখ লেখা মনে হইতেছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭

স্বপ্ন বাজীকর বলেছেন: নিজের কপালটাকেই তো সেই কবে মুক্তি দিয়েছি :) - ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.