![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...
মায়ার শহরে বাড়ছে মায়া,
আর পরে থাকা ছায়ারা সারি সারি,
অদ্ভুত জালে জড়িয়ে থাকে
কিছু সম্পর্ক আর বাড়াবাড়ি।
চাঁদেরহাটে জোছনাকুমারী করে
আঁধারে বসবাস,
রাজকুমার রাক্ষসতালে ফেলে,
ঘাড়েচাপা নিঃশ্বাস।
তবুও
কাগজের ফুলে সুরভী মেখে
তুমি সাজাও ফুলদানী,
আর
আপন বলে ভাবো যারে
সে যদি করে বেঈমানি...
তবে
লাভটা হলো কার?
মায়ার শহরে বাড়ছে মায়া,
মিশে থাকে হাহাকার।
________________________ স্বপ্ন বাজীকর
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৯
বটবৃক্ষ~ বলেছেন:
অদ্ভুত জালে জড়িয়ে থাকে
কিছু সম্পর্ক আর বাড়াবাড়ি
হুম! খুব সত্যি কথা!!
মায়ারা বড্ড কষ্ট দেয় !
মায়ার জাল কাটানো যে খুব দুঃসাধ্য!
ভাললাগ্ল ।