নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Life is Beautiful.............................

স্বপ্ন বাজীকর

আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...

স্বপ্ন বাজীকর › বিস্তারিত পোস্টঃ

হ য ব র ল ৭৮

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৬

কিছু কথা বলা, না বলাতেই সুখ...
কিছু মানুষের আজ মন খারাপের অসুখ।
কিছু স্মৃতি আজ ও, কাঁদায় অকারণ...
কিছু মুখের হাঁসি, কারো রাত্রি জাগরণ।

রাতের শব্দে মিশে আছে শত অভিমান,
নিশাচর মন ভুলে যায় প্রিয় ঘুম পাড়ানি গান।

বিষণ্ণ বাতাস থমকে দাড়ায় আমার চার দেয়ালে এসে,
স্মৃতিগুলো আজ মন খারাপের গল্প শোনায় ছদ্মবেশে।
মায়ার বাঁধন আজও অকারণ চুপিসারে এসে,
ঘুমগুলোকে উড়িয়ে দেয় সেই দূর দেশে।

রাতের আকাশে মিশে আছে শত অভিমান,
নিশাচর মন ভুলে যায় প্রিয় ঘুম পাড়ানি গান।

আকাশে আজ জোছনার হাঁসি নাকি মেঘের আনাগোনা,
কোন সুরে চোখ উঠছে ভিজে কেউ তা জানছে না।

(স্বপ্ন বাজীকর)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: রাতের শব্দে মিশে আছে শত অভিমান,রাত এলেই বুঝি মানুষের যত অভিমান গুলি আরও বাড়ে?

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, লেখা ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.