![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাল নীল স্বপ্নের দেশে স্বপ্ন নিয়ে হাতড়ে বেড়ানো একটা মানুষ...
প্রেম যেখানে আবেগের শিকলেবন্দি, ভালোবাসা সেখানে একলা পথে দাঁড়িয়ে থাকে শুন্য হাতে, যাযাবর হয়ে। যেমনকরে শুন্যের ভিতর শুন্যতা লুকিয়ে থাকে, আমার ও লোভ হয় তেমন করে তোমায় আড়ষ্ট করি কবিতার বাহুডোরে। তবুও কবি নিরব থাকবে তার কবিতায়। এখানে রাত্রি গভীর হলে নিষ্প্রাণ প্রেম চুমু খেয়ে মুখ থুবড়ে পরে ভোরের শূন্যতায়। কবিতারা ঘুমিয়ে গেলে আমি জেগে থাকি, তোমার মায়ার অবুঝ রাজ্যে।
তবুও কবি প্রেম বুঝেনা, প্রেম আর ভালোবাসার কঠিন মায়ার হিসেব বুঝেনা। শুধু বুঝে কেমন করে সূর্যের তেজ চাঁদের বরফগলা হাসির কাছে ম্লান হয়ে যায়, কয়েকটুকরো মেঘ কি করে ভুলিয়েছে নীল আকাশ, অতঃপর বৃষ্টি কেড়েছে জোনাকির মোহ।
স্বপ্ন বাজিকর।
২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৫
রিফাত হোসেন বলেছেন: এনরিক এর গানটা নাকি...
৩| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১
নাইম রাজ বলেছেন: সুন্দর ভাবনা।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪১
অতঃপর হৃদয় বলেছেন: পোস্ট টা দুবার আসছে।