![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ © রাহা যোগাযোগ: [email protected]
রাজাকার শব্দটি বাংলা নয় । সম্ভবত উর্দু । যার অর্থ সম্ভবতঃ দেশপ্রেমিক(?)(না, বোধহয় স্বেচ্ছাসেবক,মন্তব্যে পাদটীকা ) । অতীতের মতোন আজও অবধি এই শব্দটি এখন বাংলাভাষায় অপরিহার্য তবে অর্থের ব্যাপকতা এবং তাৎপর্য বদলেছে । দিন বদলের সাথে সাথে তার অর্ধ পাল্টিয়েছে এবং তা আরো ব্যাপকতা লাভ করেছে । রাজাকার শব্দার্থ কোনভাবেই শুধু ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ব্যবহার হয়না । এবং এই শব্দের বিপরীত শব্দ কোনভাবেই মুক্তিযোদ্ধা নয় । তবে ইতিহাসের আলোকে অনেকেই হয়তো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এর বিপরীত শব্দ মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করার চেষ্টা করছে । তা অবশ্যই হাস্যকর ।
ইতিহাস সবসময়ই বিজয়ীদের কথা বলে । আর তাই আজ রাজাকার শব্দটি শুনতে ১৯৭১ গর্বিত রাজাকারেরও ভালো লাগে না । অথচ ১৯৭১ এ , মহান মুক্তিযুদ্ধের সময় সেই আল-বদর, আল-শামস আর রাজাকাররা কত আপনভাবে, কত ভালোবাসা নিয়ে এই শব্দগুলোর পদ মর্যদায় নিজেদের ভাবত । অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস একটি পরাজয় এই শব্দ গুলো কোথায় নামিয়ে এনেছে । এখন নিশ্চয়ই কোন রাজাকারও নিজেকে আর রাজাকার কিংবা দেশ প্রেমিক ভাবতে চায়না । রাজাকার শব্দটির অর্থ কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমুল পাল্টে গেছে । রাজাকার শব্দটির অর্থ কিন্তু ছিল ১৯৭১ এরপর বিশ্বাসঘাতক কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী । আজ এই একুশ শতকে এসে রাজাকার দ্বারা কোনভাবেই শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধীদের বোঝায় না । এখন তার অর্থ অনেক ব্যাপক । হুমায়ুন আহমেদ তার নাটকে রাজাকার শব্দটির তাৎপর্যপূর্ণ ব্যবহার করেছিলেন স্রেফ গালি হিসেবে ।
শোনেন রাজাকার আর তাদের উত্তরসূরিরা , রাজাকার মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণে ব্যর্থ গোষ্ঠী যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর এখন মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী । রাজাকারদের উত্তরসূরি ( যারা রাজাকারদের চেতনার উত্তরসূরি রক্তের উত্তরসূরিরা নয়) যারা সেই চেতনায় , আদর্শে বিশ্বাসী এবং যেকোন মৌলবাদী মানসিকতার , বিশ্বাসঘাতক আর এখনও ইসলাম আর পাকিস্থানকে এক ভাবে এবং ধর্মব্যবসায়ীরা ।
ব্লগারদের কাছে রাজাকার শব্দটির আরো তাৎপর্যপূর্ণ শব্দার্থ ,বিশ্লেষন ও প্রয়োগ আশা করছি ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৩
রাহা বলেছেন: ধন্যবাদ সন্ধ্যা বাতি । শব্দার্থটা ঠিক করে দেবার জন্য।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:২১
নাজিম উদদীন বলেছেন: শব্দের আক্ষরিক অর্থ/ডিকশনারী মিনিংয়ের চাইতে প্রায়োগিক অর্থ বেশী গুরুত্বপূর্ণ।
রাজাকার,মীর জাফর, আল-বদর,গোলাম আযম ,জামায়াত,ইয়াহিয়া,কিসিন্জার,ব্রিটিশ,মালাউন,নাপিত ,দালাল এসব শব্দ তাদের সত্যিকার অর্থ হারিয়ে নতুন পরিচয়ে বাংলাদেশের সমাজে প্রচলিত। এ শব্দগুলো বাংলাদেশে ঘৃণার সমার্থক । অনেক সময় শব্দের দ্বিতীয় বা তৃতীয় মানে বা এক্সটেন্ডেড মিনিং বেশী ব্যবহৃত হয়।
ভাষা গতিশীল,শত চেষ্টা করেও এর সংশোধন করা যাবে না। নির্দিষ্ট সমাজের ইতিহাস ঐতিহ্যের সাথে শব্দের মানে বদলে যায়।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩০
রাহা বলেছেন: ধন্যবাদ নাজিম উদদীন ।
আমি সেটাই বলতে চেয়েছি ।
তবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধর্মান্ধ গোষ্ঠি রাজাকার শব্দটির অর্থ সংকুচিত করে নিজেদের কাজকর্ম রাজাকারী নয় বলার চেষ্টারত । তাই একুশ শতকে এসে যে রাজাকার শব্দটি ব্যাপকতা আর অর্থের বিস্তৃতি লাভ করেছে তাই বলতে চেয়েছি ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৩
আশরাফ রহমান বলেছেন: রাজাকার শব্দটি এসেছে ফার্সি রেজ'কর থেকে। রেজ=স্বেচ্ছা, কর=কাজ অর্থাৎ যিনি কোন কাজ স্বেচ্ছায় করেন, কোন বেতন ভোগ করেন না তাকে রেজকর বা রাজাকার বলা হয়। কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী রাজাকাররা স্বেচ্ছাসেবক ছিল না। তারা ছিল পাকিস্তানী আর্মির অধিনে একটি বেতনভূক্ত আধাসামরিক বাহিনী।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩২
এস্কিমো বলেছেন: রাজাকার-স্বেচ্ছাসেবক বাহিনী এরা গঠিত হওয়ার সময় নিজেদের মুক্তিযুদ্ধ বিরোধী দাবী করে নি, দাবী করতো সাধারন মানুষের জন্য ওরা 'স্বেচ্ছা সেবক', দুই পক্ষের মধ্যে 'শান্তি প্রতিষ্ঠা' করছে।
- কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে রাজাকারদের জন্ম হয়েছিল?@ সন্ধ্যাবাতি
কথার মারপ্যাঁচে আর কত সত্যকে আড়াল করবেন?
রাজাকার বাহিনীর জন্ম লগ্ন থেকেই মুক্তিযুদ্ধাদের ভারতীয় দালাল আর দুষ্কৃতকারী বলে সন্মোধন করতো।
আরেকটা কথা - রাজাকাররা কি আজও "মুক্তিযুদ্ধ" শব্দটা মেনে নিয়েছে?
কথা ঠিক, রাজাকাররা বেতন নিয়ে তাদের নাম করনের স্বার্থকতা নষ্ট করেছে - সেই জন্যে এখন দেখছি অনেকে স্বেচ্ছায় পাকিস্থানের সেবা দিয়ে সেই ভুলের মাশুল দিচ্ছে। @আশরাফ রহমান
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৩
সন্ধ্যাবাতি বলেছেন: সুপারিওরিটি কমপ্লেক্সে অন্ধত্ব সমস্যায় দুষ্ট।
"বলাই বাহুল্য, বেতন যখন পাকি বাহিনী থেকে দেয়া হতো, আসল উদ্দেশ্যটা খুব সহজেই অর্থহীন আর অন্ত:সার শূণ্য হয়ে গিয়েছিল।"
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫২
এস্কিমো বলেছেন: উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কি ইসলাম এলাউ করে?
"'শান্তি কমিটি', রাজাকার-স্বেচ্ছাসেবক বাহিনী এরা গঠিত হওয়ার সময় নিজেদের মুক্তিযুদ্ধ বিরোধী দাবী করে নি"
দয়া করে এখানে আমাকে দেখান ওরা কি দাবী করেছিল? ওদের ঘোষনা পত্রটা কি ছিল?
দয়া করে মিথ্যাচার বন্ধ করুন। যদি সাহস থাকে বলুন - রাজাকাররা যা করেছে - ঠিক করেছে।
@সন্ধ্যবাতি
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
এস্কিমো বলেছেন: “কোন ভাল মুসলমানই তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না।। পূর্ব পাকিস্থানে 'বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল' করার জন্যে একমন এবং দেশপ্রেমিক লোকেরা একত্রে কাজ করে যাচ্ছেন। .....দেশের ওপর হামলার যে কোন অপচেষ্টা নস্যাত করে দেবার জন্যে সেনাবাহিনী ও রাজাকারদের পেছনে আমাদের দেশ প্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ থাকবেন।"
- ১ সেপ্টেম্বর ১৯৭১ এ করাচীতে এক সংবাদ সন্মেলনে পাকিস্থান রক্ষা ও মানুষের জীবনের নিরাপত্তার জন্যে সেনা বাহিনীকে গভীর শ্রদ্ধা জানান। সেই সন্মেলনে গোলাম আজম এই কথা বলেন।
এখন বলুন - আপনি কিভাবে এই সত্যটাকে অস্বীকার করবেন? @সন্ধ্যাবাতি
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৭
রাহা বলেছেন: এস্কিমো যুদ্ধে জিতলে তো তাই কইতো । এখনও মনে মনে তাই বিশ্বাস করে আর মুখে বলে না...........
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০০
সন্ধ্যাবাতি বলেছেন: উদ্ভট লোক।
ওরা দাবী করছিলো ওরা 'স্বেচ্ছাসেবক', 'শান্তি প্রতিষ্ঠা' করতে চায়। মৌখিক দাবী ছিল না 'আমরা মুক্তিযোদ্ধা বিরোধী', ছিল 'আমরা আপনাদের পাশে আছি, সমস্যা হলে আমাদের জানান'। এটা ছিল মৌখিক দাবী। তার মানেই যে মৌখিক দাবীকে শ্রদ্ধা করতে পেরেছে তা না। আমি সেটা দাবী করিও নাই। পোস্টটা মূল আলোচনা থেকে সরে আসছে। আমি একটা তথ্যগত ভুল ধরিয়ে দিয়েছি। সমস্যা হচ্ছে, আমার একটা মন্তব্য পড়লেই কিছু মানুষ লাফায় উঠে তিন হাত। প্রচন্ড ডিফেন্সিভ, এতটাই যে স্পষ্ট হয়ে কিছুই ধরা পরে না চোখে--এতটুকুই সততার অভাব প্রমান করার জন্য যথেষ্ট, আমাকে উপদেশ না দিলেও চলবে।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০২
সন্ধ্যাবাতি বলেছেন: আপনাদের বলতে 'মুক্তিযোদ্ধা' বুঝাই নাই, বাংলাদেশের সাধারন জনগণ বুঝিয়েছি, যারা নির্যাতিত হওয়ার আগে যুদ্ধে যোগ দেয়ার কথা ভাবেন ও নি, সাধারন, নিরাপদ জীবনেই সুখী থাকতেন।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০৫
এস্কিমো বলেছেন: সন্ধ্যাবাতি,
প্রতিটা কমেন্টের আগে একটা করে ব্যক্তিগত আক্রমন করছেন - এটা কি ইচ্ছা কৃত?
আমি আপনার অবস্থান জানি। একজন রাজাকারের বাচ্চার সাথে বিতর্ক করতে যাওয়াটাই বোকামী।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:০৮
এস্কিমো বলেছেন: রাহা, দয়া করে মন্তব্যগুলো রেখে দেবেন। এগুলো রেফারেন্স হিসাবে লাগবে।
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ২:১২
রাহা বলেছেন: হুমমম
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১২
কেনবলি বলেছেন: রাজাকাররা সাধারনত সত হইয়া থাকে। তাহারা বাংলাদেশের বিরুদ্বে থাকিয়া আবার বাংলাদেশের নাগরিকত্ব লইয়া থাকে। আর কি বলিব? আস্তমেয়ে / সন্ধ্যাবাতি যকন রাজাকারের সার্পোটে কথা বলে তকন আস্তমেয়ে হয় কেন?
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১২
সন্ধ্যাবাতি বলেছেন: আমারে রাজাকার গালি দেন ঠিক আসে, আমার বাপ মারে নিয়ে আইসেন না, কারণ আপনি ওদের সম্পর্কে কিসুই জানেন না। ওই হাদীসটা জানেন তো, নিজের বাপ মারে গালি দিও না, আর নিজের বাপ মারে গালি দেয়ার পথ হইলো অন্যের বাপ মারে গালি দেয়া, সে রাগের মাথায় উল্টা গালি দিবে বাপ মারে। অন্য কাউরে বলতাম না, আপনি দেখি নসীহত দেয়ার সময় ইসলামের কথা কন, তাই আপনারে বললাম। আপনার অভিধানের সবচেয়ে বাজে গালিটা আমার বাবা মারে দিলেন। আমি খালি দোআ কইরা দিলাম, আপনারে যেন আল্লাহ মাফ করে। 'দয়া করে মিথ্যাচার বন্ধ করেন' আমি যা দাবী করি নাই সেটা আমার উপর চাপায় দিলেন এইভাবে--'যদি সাহস থাকে বলুন - রাজাকাররা যা করেছে - ঠিক করেছে।' সাহস অসাহসের প্রশ্ন আসবে ক্যান, রাজাকারদের সম্পর্কে যেই অভিযোগ, সেগুলা ভয়ংকর অভিযোগ, এই গুলা আমি ঠিক বলবো কেন, কখনও মনেও করি না যেখানে সেইগুলা ঠিক? এই সব কথা বলবেন, সেইগুলা ব্যক্তি আক্রমন হবে না, আমি প্রতিত্তর দিলেই ব্যক্তি আক্রমন?
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১৯
এস্কিমো বলেছেন: আমি দু:খিত! আপনার বাবা যদি রাজাকার না হয়ে থাকে আমি সত্যই ক্ষমা চাই।
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ঠ গালি হলো রাজাকার। আপনিও সেটা যখন জানেন -তখন কেন রাজাকারদের ডিফেন্ড করতে চান?
রাজাকারদের জন্মই হয়েছিল মুক্তিবাহিনীর বিরুদ্ধের পাকি-আর্মীদের সহায়তা করার জন্যে। সেটা রাজাকারদের ঘোষনাপত্রে পরিষ্কার উল্লেখ আছে। এ ছাড়াও রাজাকারাদের নেতাদের শুরু থেকেই কথার মধ্যে একই সুর বাজতো।
আর একটা নিম্চয় জানেন - রাজাকার/দালালরা মুক্তিযুদ্ধের নয় মাসে একবারও এই কথা উচ্চারন করেনি যে - এই দেশে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে। সুতরাং কথার মারপ্যাচে হয়তো জিতে যাওয়া যাবে - কিন্তু বাস্তবতা ভিন্ন।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৩
কেনবলি বলেছেন: এস্কিমো আপনি কাকে কি বলছেন? জ্ঞানপাপী কে আপনি কি বলছেন? আস্তমেয়ে সকল সময়ে ঠিক। রাজাকার তোষন করলে সে রাজাকার হয়। ফজলে এলাহী বলিয়াছেন আস্তমেয়ের বাবা ফান্ড কালেকসনে সৌদি আরব যান আর তিনি (ফজলে এলাহী) আস্তমেয়ের বাবাকে সার্পোট করেন। আস্তমেয়ে দাবী করেছেন গো আ একজন সত লোক আর মওদুদী ইসলাম বিরোধী নয়। এ শিক্ষা তিনি পিতা এবং মাতা থেকে পেয়েছেন, দয়া করে সাপের বাচ্চা কে সাপ বলুন
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৪
ক্ষ্যাপা বলেছেন: গোলাম আযম মহান নেতা- এই বানী ব্লগে কেডা জানি ছাড়ছিলো গেলোবছর?
রাজাকারের সর্দাররে মহান নেতা কওয়ার পরে ও রাজাকার সাপোর্ট করা হয়না-- বড়ই চমৎকার ।
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৪
মাহমুদ রহমান বলেছেন: যারা সেই চেতনায় , আদর্শে বিশ্বাসী এবং যেকোন মৌলবাদী মানসিকতার , বিশ্বাসঘাতক আর এখনও ইসলাম আর পাকিস্থানকে এক ভাবে এবং ধর্মব্যবসায়ীরা ।
.... "মৌলবাদী মানসিকতা" -লেখকের কাছে ব্যাখ্যা চাচ্ছিলাম, অন্য কারো কাছে না।
আপনাকে ধন্যবাদ। আপনি একটা ভাল বিষয়ের অবতারণা করেছেন। রাজাকার শব্দের অর্থ এখন ব্যাপক। লেখকের কাছে প্রশ্ন, নিচের কোন চেতনাধারী লোকদেরকে রাজাকার বলা যাবে?
১. যারা ইসলাম ভালবাসেন, যারা মনে করেন ইসলামের আলোকে দেশ চলুক।
২. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। যারা কথায় কথায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, সেনাবাহিনী ও এদেশের জনগণকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত, এদেরকে কি?
৩. যারা দেশের বাইরে থেকে দেশে রেমিটেন্স পাঠাতে নিষেধ করে?
৪. যারা প্রচার করে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র।
৫. যারা ভিনদেশি রাষ্ট্রপ্রধানের কাছে এই জন্য সাহায্য চেয়ে ধর্ণা দেয় যে, এদেশে জঙ্গীতে ভরে গেছে, অর্থাৎ নিজে সমস্যা মিটাতে না পেরে পরাশক্তির সাহায্য চাওয়া।
৬. যারা প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভক্তি, বিদ্বেষ ছড়িয়ে দিতে চাই।
অবশ্যই যারা রাজাকার ছিল তারা তো রাজাকারই। এর সাথে উপরের কোন কোয়ালিটির লোককে আপনি রাজাকারের মধ্যে ফেলবেন।
দয়া করে, এস্কিমো কোন জবাব দিতে আসবেন না। আমি প্রশ্ন করেছি লেখকের কাছে।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৭
কেনবলি বলেছেন: মাহমুদুর রহমান এটা ওপেন ফোরাম আপনে কোন আবালের নেতা বলার জন্য কে কোন কথা বলবে আর না বলবে?
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
ক্ষ্যাপা বলেছেন: লাউয়া মাহমুদ -অফ যাও । রাজাকার ইজ রাজাকার । গোলাম আযম,নিজামী,কামারুজ্জামান-জামাত মুসলীম লীগ এরা রাজাকার । রাজাকার একটা নিয়মতান্ত্রিক বাহিনী ছিলো । সেই বাহিনী কারা গঠন করছিলো,কারা সেই বাহিনীতে ছিলো,কি অপকর্ম করছে এই সব ঐতিহাসিক সত্য ।
এইটার সাথে অন্য কিছু মিশাইয়া পাপ হালকা করন যাইবোনা ।
আজকে যে যতো বড় চোরই হউক-হাসিনা,খালেদা,তারেক,জয়- এরা ৭১ এর রাজাকার গো তুলনায় ফেরেশতা । গোলাম আজম নিজামী রাজকার গো সাথে আর কারো তুলনা হইতে পারেন
২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
এস্কিমো বলেছেন: মাহমুদ রহমান, আপনি বোধ হয় এখানে অনধিকার চর্চা করছেন। এটা আপনার ব্লগ না। এখানে কে আসবে না বা না আসবে সেটা রাহা নির্ধারন করবে।
রাজাকার শব্দটা দেখেই মাথা খারাপ হয়ে গেল? আপনি বলুন এবার রাজাকার বলতে আপনি কি বুঝেন?
সেটাইতো জানতে চেয়েছে লেখক এখানে।
২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
কেনবলি বলেছেন: লাউয়া গিয়া লাক্স সুন্দরি প্রতিযোগীতা দেক গিয়া।
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৯
সন্ধ্যাবাতি বলেছেন: ধন্যবাদ দু:খ প্রকাশ করার জন্য। কারণ, আগেও বলসি, যদি সবার ব্লগিং দেখে তার বাবা মায়ের আদর্শ আর পেশা সম্পর্কে ধারণা করা শুরু হইতো, তাইলে এ টিমের সবার বাপ মা সম্পর্কে ভয়াবহ সব চিন্তা আসতো।
ক্লীশেইড, ডেস্পারেইট এবং ফানি শোনায় অমি রহমান পিয়ালের পোস্টের পরে, কিন্তু আমার চোদ্দ গোষ্ঠীর কেউ রাজাকার/আল বদর/শান্তি কমিটির সাথে ছিল না, সমর্থকও ছিল না।
"আপনার অভিধানের সবচেয়ে বাজে গালিটা আমার বাবা মারে দিলেন।" এইটা বলেছি, বলি নি 'পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ঠ গালি হলো রাজাকার।' এভাবে বলেছি ভেবে চিন্তেই।
আমার প্রথম মন্তব্যটা টেনে এত লম্বা করার কারণ নাই, আমি শুধু শব্দার্থের ব্যাপারে পেডেন্টিক হচ্ছিলাম।
২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩১
এস্কিমো বলেছেন: বিষয়টা হলো, যদি উনি বলেন উনার বাবা রাজাকার না। তাহলে আমি সত্যই ক্ষমা চাইছি। কারন - এখন মানুষকে পৃথিবীর সবচেয়ে কথাটা বলতে চাই না - যিনি সেটা না। @কেনবলি
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৩
কেনবলি বলেছেন: আস্তমেয়ের গুরু গোলাম আজম, তারে ডিফেন্ড কইরা গত সপ্তাহে পোস্ট দিসে আর গো আ সত মানুষ বলছে, আজকা অন্য গান। কি কয় নিজেরও ঠিক হয়না
২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৪
কেনবলি বলেছেন: লাউয়া মাহমুদের লাউ নাই তাই মেয়ে দেকলে ও রাগ করে
২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৫
মাহমুদ রহমান বলেছেন: আমি মন্তব্য করতে নিষেধ করিনি। প্রশ্ন করেছি লেখকের কাছে। @এস্কিমো, মনে হয়েছে, যেসব ব্যাপারে প্রশ্ন করেছি তার মধ্যে আমি যেমন পড়ি, আপনিও পড়ে যান কিনা... আর সেটাকেই লেখক রাজাকারী চেতনা বলে দাবী করতে পারে। অভিযক্তের কাছে জবাব জানতে চাওয়া অনুচিত, কি বলেন? যেমন রাজাকারদের কাছে অবশ্যই কোন জবাব জানতে চাওয়া উচিত না।
৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৫
কেনবলি বলেছেন: হালার ডাহুকে গিয়া গোলাম আজম নামক আবালের পোলার ইমেইল আইনা পোস্ট করে আর দাবী করে গো আ সত মানুষ আর হে একন গো আর সমর্থক না
৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৭
কেনবলি বলেছেন: লাউয়া তুমি একটা রাজাকার সোজা হিসাব এনি কমপ্লেইন গিয়া গো আ 'র ধন চোষো গিয়া, যা এমনিও করো
৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৩৯
কেনবলি বলেছেন: হা হা মাহমুদের কথা বার্তা
৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
এস্কিমো বলেছেন: মাহমুদ -
এটা বোধ হয় কিন্ডার গার্টেনের ক্লাশ বসেনি। কথা হচ্ছে রাজাকার নিয়ে। যারা ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যণ্ত নিজের ভাইকে হত্যায় সহায়তা করেছে, নিজের বোনকে ধর্ষনে সহায়তা করেছে এবং ৩৭ বছর পরও এরা এই জন্যে লজ্জিত না।
এখন আপনি ভেবে দেখেন ঐ লোকগুলোকে আপনি মানুষ বলেন না পশু বলবেন।
যদি ওদের দোষত্রুটি আপনার এন্টেনায় না ধরে - তবে আপনিও রাজাকার। পিরিয়ড।
৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
মাহমুদ রহমান বলেছেন: রাজাকার বলতে বুঝি.....
যারা বলতে বুঝি.....
১. স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকার ছিল।
২. সেনাবাহিনী ও এদেশের জনগণকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত
৩. যারা দেশের বাইরে থেকে দেশে রেমিটেন্স পাঠাতে নিষেধ করে।
৪. যারা প্রচার করে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র।
৫. যারা ভিনদেশি রাষ্ট্রপ্রধানের কাছে এই জন্য সাহায্য চেয়ে ধর্ণা দেয় যে, এদেশে জঙ্গীতে ভরে গেছে, অর্থাৎ নিজে সমস্যা মিটাতে না পেরে পরাশক্তির সাহায্য চাওয়া।
৬. যারা প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভক্তি, বিদ্বেষ ছড়িয়ে দিতে চাই।
৭. যারা বাংলাদেশ ও পাকিস্থানকে বা বাংলাদেশ ও ভারতকে এক করার স্বপ্ন দেখে।
৮. যারা দেশ বিরোধী কাজের সাথে লিপ্ত থাকবে।
৯. যারা এদেশের জনগণকে প্রতিপক্ষ মনে করে।
৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৫
এস্কিমো বলেছেন: ভাল - তবে প্রশ্ন হলো - ১ নং এ যারা আছে তাদের বিচারের বিষয়ে আপনার মত কি?
৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৮
মাহমুদ রহমান বলেছেন: এস্কিমো, আপনি যে অন্যায়ের কথা বলেছেন সেসব অন্যায় সর্ববস্থায় নিন্দিত। কোন সন্দেহ নাই। আমি অবশ্যই নিন্দা করি, ঘৃণা করি.... সে যেই করুক।
যেসব অন্যায়ের উল্লেখ করলেন আপনি, তাদের লজ্জাবোধ থাকলে তো লজ্জিত হবে? এইসব অন্যায়কারী ব্যক্তিদের আমি পশুর থেকেও নিকৃষ্ট মনে করি।
৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৯
জোনাকি বলেছেন: আমাকে যদি বলা হই রাজাকার এর নতুন অর্থ বলতে বলা হই..তাহলে আমি বলব"রাজাকার এর অর্থ গুখোর!!!"...
৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৫২
ক্ষ্যাপা বলেছেন: মাহমুদ রহমানঃ
স্বাধীনতা যুদ্ধে কারা রাজাকার ছিলো? কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাজাকার বাহিনীর সদস্য হয়েছিল?
৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৫৪
মাহমুদ রহমান বলেছেন: বিচারের বিষয়ে আমার মত হচ্ছে। আপনার যারা রাজাকারদের ব্যপারে এভিডেন্স জানেন, যেমন কে কোথায় কাকে হত্যা করেছে, কাকে ধর্ষণ করেছে..... আমার মনে হয় সাধারণ বিচার ব্যবস্থায়ই এইসব গুরুতর অপরাধের বিচার করা সম্ভব। সে সময়ের মানুষ এখনও বেঁচে আছে। সেসময়ে, নিরপরাধ যেই ব্যক্তিই মরেছে.. তাদেরকে যেই হত্যা করেছে তার বিচার করতে হবে।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই কাজটিই কেন হচ্ছে না?
৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৫৫
ক্ষ্যাপা বলেছেন: আমার একটা প্রশ্ন ছিলো জনাবে মাহমুদ রহমান
৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
ক্ষ্যাপা বলেছেন: গেলোগা
৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২২
রাহা বলেছেন: চান্দু মাহমুদ প্রশ্ন কইরা আবার উত্তরও লেখেন , কাহিনাটা কি ??
নাকি উত্তর গুলো যাতে আপনার মন মত হয় তারই চেষ্টা ।
মৌলবাদ সম্পতর্ক আপনার ধারণা কি ??শুধু আপনার মতন কাঠ মোল্লারা ??
আমি সুস্পষ্ট ভাষায় রাজাকর কার হতে পারে তার বর্ণনা দিয়েছি ।
সেনাবাহিনীতে কি সব ফেরেস্তা ?? তাদের ভুল ধরা যাবে না ? নাকি পূর্বপুরুষের মতন আপনিও চোষন করতেছেন ?
যেকোন সনাতনী, যারা আদি মতবাদকে আকঁড়ে ধরে থাকে তারাই তো মৌলবাদ । মৌল আর মোল্লা এক নয় ।
৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
ধ্রূপদী বলেছেন: বিনোদনের জন্য সন্ধ্যাবাতির অবদান এই ব্লগে অনষীকার্য।
৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
রাহা বলেছেন: মাহমুদ মৌলবাদ সম্পর্কে আপনার ব্যাখাটা কিন্তু পেলাম না ।
৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৪
রাহা বলেছেন: আর কোন মন্তব্য দেখতে পারছিনা । যদিও সাম্প্রতিক মন্তব্যের জায়গায় মাহমুদ রহমানের নাম দেখছি কিন্তু মন্তব্য কোথায় ??
৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৯
রামারাও সিদ্ধা বলেছেন: বিনোদনের জন্য সন্ধ্যাবাতির অবদান এই ব্লগে অস্বীকার্য।
৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:১৬
সাদিক তাল বলেছেন: মাহমুদ মিয়া মৌলবাদ মানে শুধু মোল্লাবাদ মনে করছিল বোধহয় । তাই ...........
৪৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৬
মাহমুদ রহমান বলেছেন: @রাহা, আমি একটা বড় কমেন্ট লিখার পর নেটের কানেকশন চলে যায়। ফলে আর লিখতে পারিনি।
চান্দু মাহমুদ! আমি অবশ্য আপনাকে খুব একটা চিনতাম না। লেখার মধ্যে চিন্তার খোরাক ছিল দেখে কমেন্ট করেছিলাম।
আমি 'মৌলবাদ বলতে কি বুঝায়', সেটা জানতে চাইনি আমি শুধু জানতে চেয়েছিলাম মৌলবাদী মানসিকতা বলতে আপনি কি বুঝিয়েছেন?
"যেকোন সনাতনী, যারা আদি মতবাদকে আকঁড়ে ধরে থাকে তারাই তো মৌলবাদ "...... মানুষ সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক তার জন্য গাইড লাইন পাঠিয়েছেন, যার লাস্ট এবং ফাইনাল রেভলিশন হল আল কুরআন। আমি এর মাধ্যমে সকল সমস্যার সমাধানে বিশ্বাসী। আপনার দৃষ্টিতে এটা মৌলবাদ হতে পারে, কিন্তু এতে কি আমি রাজাকার হয়ে গেলাম!
"মৌলবাদ সম্পতর্ক আপনার ধারণা কি ??শুধু আপনার মতন কাঠ মোল্লারা ?? "........ কাঠমোল্লা কাকে বলে? আর আমি যে কাঠমোল্লা সেই ধারণা কোথায় পেলেন?
সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষকে সাথে নিয়ে প্রাণপণ যুদ্ধ করেছে। আমি তাদের ভুল ধরা নিয়ে বলিনি, বলেছি যারা সেনাবাহিনী এবং দেশের মানুষকে প্রতিপক্ষ করতে মারিয়া তাদের কথা।
যাই হোক, আপনি ডিরেক্টলি জবাব না দিলেও আমি আসলে বুঝেছি আপনি রাজাকার শব্দের পরিধি বাড়াতে চান তাদের মধ্যেও যারা এখন এদেশে ইসলামকে আদর্শিকভাবে প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমি তাদেরও একজন। কিন্তু কোন অবস্থাতেই আমি রাজাকার নয়, সে আপনি যতই চিতকার চেঁচামেচি করুন না কেন।
৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৮
ক্ষ্যাপা বলেছেন: মাহমুদ ভাই,আমি কিছু জিগাইছিলাম
৫০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৯
কেনবলি বলেছেন: মাহমুদ রহমান একটি প্রথম শ্রেনীর আবাল। জাতীয় আবাল বিদ্যালয়ের প্রক্টর সে
৫১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২২
মাহমুদ রহমান বলেছেন: স্বাধীনতা যুদ্ধে কারা রাজাকার ছিল....... আমি এটা খুঁজতে যায়নি। দেশ যথেষ্ট পরিমাণ স্থিতিশীল, এসব নিয়ে আরও বিতর্ক করা পছন্দ করি না। কারণ, সেই সময়ে বেশ কিছু রাজাকারদের শেষ করে দেয়া হয়েছে আর বাকীদের ক্ষমা করে দেয়া হয়েছে। যারা দেশের জন্য ক্ষতিকর তাদের ব্যাপারে খোঁজখবর রাখি।
তবে আপনাদের অভিযোগ এবং আরও কিছু জানার মাধ্যমে যেটা জানতে পারি সেটা হল, বিএনপি, আওয়ামী লীগ, জামাতসহ অন্যান্য দলেও রাজাকার আছে। তদুপরি, বেশ কিছু মুক্তিযোদ্ধাও আছে এসব দলের মধ্যে। আমার কাছে শক্ত এভিডেন্স নাই। আমি জানতেও চাই না, আমি শুধু দেখতে চাই কারা দেশের ক্ষিতর সম্ভাবনা রাখে তাদের।
৫২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২৪
মাহমুদ রহমান বলেছেন: ধন্যবাদ সকলকে। আমি উঠে যাচ্ছি, বাইরে যেতে হবে।
৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২৫
কেনবলি বলেছেন: আচ্চা মাহমুদ তুমি কি তোমার চাচীরে চুদচো কখনো। গোলাম আজমের এক পোলা তার চাচীরে চুদতে চুদতে তারপর চাচী নিয়া দেশান্তরি হইসিল। তুমি যেহেতু গোলাম আজমের ভাবশিষ্য তোমার কি একই খাচ্চত। তোমার চাচীরে কি তুমি চুদো গোলাম আজমের পোলার মত
৫৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩১
সাদিক তাল বলেছেন: মাহমুদ এভিডেন্স ছাড়া কথা বলেন কেন ??
৫৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
অচেনা বাঙালি বলেছেন: লাউয়া মাহমুদ কেনবলির কথার জাবাব দেও
৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
তানভীর মোর্শেদ বলেছেন: আসুন এই পোস্টটাকে আমরা ৫ দাগাই এবং সকলের কাছে রাজাকার শব্দের বস্তিৃতি জানাই । ভবিষত্যে এটি রেফারেন্স হিসেবে কাজে লাগবে ।
৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৯
সোমেশ্বর অলি বলেছেন: লেখা ভালো। তার চে ভালো লেগেছে মন্তব্যগুলো। কেননা এখানে এসে কেউ কেউ নিজেদের সুপ্ত ভাবনার প্রকাম ঘটিয়েছে। মজা পাওয়া এবং দু:খিত হওয়ার এইতো সময়... ৫
৫৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
রাহা বলেছেন: রাজাকারদের ব্যাপারে সবাইকে সাবধান থাকার অনুরোধ করছি । ধন্যবাদ সবাইকে ।
৫৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯
সংস্থাপক বলেছেন: আস্তমেয়ের প্রথম মন্তব্যকে ভুল বুঝা হচ্ছে। রাজাকারদের চরিত্র বুঝতে এই মন্তব্যটি খুব গুরুত্বপুর্ন। ৭১এ তারা শান্তির কথা ইসলামের কথা বলে মানুষ খুন করেছে। তাদের শান্তির কথা বলা যে একটি অন্তসারশূন্য বক্তব্য আস্তমেয়ে তা-ই বলতে চেয়েছেন। ২০০৭ এ এসেও তারা শান্তির কথাই বলে ইসলামের কথা বলে কথার পরে কথার প্যাচ খেলে। মানবতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। তাদের প্রকৃত চরিত্র কি আস্তমেয়েই তা বলে দিয়েছেন।
৬০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৯
রাহা বলেছেন: সংস্থাপক , আস্তমেয়ে যেভাবে যুক্তি দেখানোর চেষ্টা করছেন তাতে কিন্তু রাজাকারদের চরিত্র উন্মোচিত হয়নি বরং তার মন্তব্য গুলো কেমন যেন শাক দিয়ে মাছ ঢাকা ।
৬১| ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৫
ক্যালিব্রা বলেছেন: বিনোদনের জন্য সন্ধ্যাবাতির অবদান এই ব্লগে অস্বীকার্য।
৬২| ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৫
তানভীর মোর্শেদ বলেছেন: রাজাকার তাহাদের আকার ফেলিয়া দিতে চায় ,
হেহে.....
০৯ ই মার্চ, ২০১০ রাত ১:২০
রাহা বলেছেন: রাজাকার তাহাদের আকার ফেলিয়া দিতে চায়......ফেলিয়া দিয়া শুধুই রাজা হতে চায়... আহারে!!!
৬৩| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১:৫৯
রাহা বলেছেন: .... কেন জানি বারে বারে , সেই দিনগুলি মনে পড়ে...
৬৪| ০৯ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৩
জ্যামিতি বলেছেন: রাজাকারদের বিচার চাই
১৬ ই মার্চ, ২০১০ রাত ১:৫৮
রাহা বলেছেন: অবশ্যই
৬৫| ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
রাহা বলেছেন: ২০১০ এ এসেও কি সেই রাজাকার শব্দের আরো নুতুন শব্দার্থ এবং প্রয়োগের ব্যাপ্তি বাড়ছে না ??
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫১
সন্ধ্যাবাতি বলেছেন: রাজাকার শব্দের অর্থ কি দেশপ্রেমিক ছিল? 'স্বেচ্ছাসেবক' ছিল না? 'শান্তি কমিটি', রাজাকার-স্বেচ্ছাসেবক বাহিনী এরা গঠিত হওয়ার সময় নিজেদের মুক্তিযুদ্ধ বিরোধী দাবী করে নি, দাবী করতো সাধারন মানুষের জন্য ওরা 'স্বেচ্ছা সেবক', দুই পক্ষের মধ্যে 'শান্তি প্রতিষ্ঠা' করছে। বলাই বাহুল্য, বেতন যখন পাকি বাহিনী থেকে দেয়া হতো, আসল উদ্দেশ্যটা খুব সহজেই অর্থহীন আর অন্ত:সার শূণ্য হয়ে গিয়েছিল। তথ্যগত ভুল থাকলে পুরা পোস্টের ওজন কমে যায়, ওটা ঠিক করে নিন।