![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......
কোন এক বৃষ্টির রাতে
পানির ফোঁটার ঝুপঝুপ শব্দে
হারিয়েছিলাম জ্বরের
তীব্র আক্রোশে।
গগণবিদারী বজ্রধ্বনি
জাগিয়েছিলো প্রেমিকসত্তাকে।
কোন এক আবছায়া রূপসীর
রূপরেখা এঁকেছিলাম একটু দূরে।
কোন এক ঘোটকী ঘোড়ার
দুলকি নাঁচ দেখেছিলাম কল্পনাতে,
শুনেছিলাম খুরের আওয়াজ মেশানো
পায়েল ধ্বনির তীব্রতাকে।
উন্মত্ত ঝড়ের সেই
শো শো ধ্বনি
ঠিক যেন শত মন্দিরে
ঢাকের উপর পড়ছে কাঠি।
বিদুৎ ঝলসানো সে আলো
ঠিক রূপসীর গায়ের জ্যোতি,
মোহগ্রস্ত প্রেমিক হৃদয়
অবাক হয়েছিলো রূপ দেখে।
রূপসীকে ঘিরে আরতি!
এ যে রূপ পূজা, রূপের স্তুতি।
আবারো এক বজ্রধ্বনি
আঘাত করেছিলো পর্দাতে
সে রূপসীর রূপে
বধির হয়েছিলাম অজান্তে।
০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬
নেফার সেটি বলেছেন: বসন্ত তো জানি। মুষলধারে বৃষ্টি কি থামাতে পারছেন?
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
এখন বসন্ত