![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......
এই পিচঢালা পথটাতে আমি দিয়ে দেবো
ভালবাসার প্রলেপ,
মুছে দেবো সকল যান্ত্রিকতা।
পিচের ফাঁকে ফাঁকে থাকবে অসংখ্য গর্ত,
রাস্তার মধ্য থেকে উঁকি দেবে ভূঁইফোড় গাছগুলো!
গাছে গাছে বসবে পাখির মেলা, যেন যাত্রাদলের গান,
থেকে থেকে পাখিগুলো করবে প্রকৃতির ডাকে সাড়া দান।
সূর্যের আগে ওঠা বাধ্যতামূলক হয়ে যাবে,
তারপরেও নিদ্রাগেলে নাগরিকত্ব ব্যান!
চায়ের কাপগুলো সব ছুটিতে যাবে,
পিরিচে ঢেলে লম্বা চুমুক, তারপর....
প্রশান্তিতে নগর দেখা!!!
প্রেয়সীর সাথে উদ্দাম প্রেমে ঝরে পড়বে গাছের পাতা,
না, কেউ দেখবে না!
সবাই তো ব্যস্ত থাকবে তার প্রেয়সীকে নিয়ে।
দীর্ঘ চুম্বনে এখন আর ঝাউ গাছের ঝোপ
খুজতে হবে না,
দুটি মাটিদেহ মিশে যাবে দুই দেহেতে
চুম্বন চুম্বনে রক্তলাল অধর।
চোখে চোখে কথা হবে,
পড়বে না নজর।
সবই হবে এই নগরে!!!
১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
নেফার সেটি বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
উর্বি বলেছেন: সূর্যের আগে ওঠা বাধ্যতামূলক হয়ে যাবে,
তারপরেও নিদ্রাগেলে নাগরিকত্ব ব্যান!