নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

আজ যারা রাজন হত্যার বিচার চাচ্ছেন তারা নিজেরাই পরবর্তীতে ঠিক থাকবেন তো..???

১৩ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৪



ভিডিওটা অনেক আগেই দেখছি।প্রথমে খোলামেলা জায়গায় পিটাইছে, তারপরে গ্যারেজের চিপায়। সাউন্ডে যেটা বুঝলাম সেটা হইলো আশপাশ দিয়ে মানুষ হেটে যাচ্ছিল। কারণ গাড়ির শব্দ ছাড়াও আরো অনেক সাউন্ড আসছিলো।

তো কথা হইলো এখন নাকি ঐ এলাকায় অনেক মানুষ খুনের বিচারের দাবিতে বিক্ষোভ করছে। তো কথা হইলো ঐভাবে প্রায় প্রকাশ্যে মারার সময় বিক্ষোভকারীদের কেউ কি ছিলো না!

আসল কথাটা হইলো মারা গেছে বলে এলাকাবাসী লাফাইতেছে। কিন্তু এর থেকেও ভয়ংকর মারার পরেও যদি ছেলেটা যদি বেঁচে থাকতো তখন ঐ এলাকাবাসীই আবার ওরে চোর বলতো, গ্যারান্টেড ( জানি না, এরথেকেও ভয়ংকর নির্যাতন আছে কিনা)।

ছোটবেলা থেকেই দেখি গ্রামে একটা চোর ধরা পড়লে মানুষের বীরত্ব কেমন বেড়ে যেত। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত চোরকে চিমটি কেটে গর্ব করতো, "আমি আজ চোর মারছি।" আর গ্রামে এতোদিন যত চুরি হয়েছে তার সব দোষ পড়তো চোরের উপর। প্রচন্ড মারতো। নাক, মুখ দিয়ে রক্ত বের করে আধমরা অবস্থায় ছেড়ে দিয়ে বলতো চলে যা। দৌড় মারতে পারলে তোরে আর কিছু বলবো না। কিন্তু পিছনে আবার বাচ্চাদের লেলিয়ে দিতো।

তো আজকে যারা এতো প্রতিবাদ করছে তারা কি নিশ্চয়তা দিতে পারবে যে তারা নিজেরাও রাস্তায় রুটি চুরি করা বাচ্চাটাকে মারার সময় দলে দলে যোগদান করিয়া নেকী হাসিলের পথে অগ্রসর হইবে না।

একবার সিক্সে থাকতে দেখছিলাম যে, আব্বুদের মেরেছিলো তিনভাই। তো আব্বুরা জিডি করে থানা থেকে আসার সময় ঐ তিন ভাই সামনে পড়ে যায়। তখন আব্বুরা ওদের তাড়া করে। কিন্তু অনেক দূরে থাকায় ধরতে পারছিলো না। তখন আব্বুরা চোর বলে চেঁচিয়ে ওঠে। এতক্ষণ রাস্তায় যে লোকেরা দৌড়ানো দেখছিলো তারাই ওদের ধরে দেয় এবং আব্বুদের সাথে এমন মার দেয় যে তিনটারই অবস্থা প্রায় মরার মত হয়ে যায় এবং ইমারজেন্সীভাবে হসপিটালে নিয়ে যেতে হয়।

এজন্যই বলছি আজ যারা প্রতিবাদ করছে তারাই আবার কাল রুটি চুরির জন্য রাস্তার বাচ্চাটার গায়ে কি হাত দেবে না? চোরের প্রতি আপনার মানবতা কতটুকু?

বাচ্চাটার কথা ভীষণ কানে ভাসছে। চিৎকার করছিলো, " ও মাই গো, ও মাই গো" বলে। পানির বদলে ঘাম খেতে হয়। একসময় বলে ওঠে আচ্ছা মারেন। আমারে পুলিশে দেন।

ভিডিওটা দেখার পর থেকেই মানসিকভাবে কেমন একটা লাগছে। প্রায় বিশবার দেখলাম ভিডিওটা। মুখে শুধু গালি আসছে।

আচ্ছা ধরলাম সে চোর। তাই বলে চোরকে এভাবে মারতে হবে কেন? হাজার হাজার কোটি টাকা যেখানে চুরি হলে অর্থমন্ত্রী হেসে বলে ইটস নাথিং!

কিছু বলতে পারছি না। মারার দৃশ্যগুলো বার বার চোখের সামনে ভাসছে। ভাবতেো পারছি না বাচ্চাটা বেঁচে নেই।

ভদ্রসমাজ আজ প্রতিবাদ করলেও কাল পেটের দ্বায়ে চুরি করা একজনকে সামনে পেলে ঠিকই মারার জন্য ঝাপিয়ে পড়বে। বীরত্ব শুধু বউয়ের যোনীতে আর পেটের দ্বায়ে হওয়া চোরের উপর দেখাইতে থাকো। Shame...

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বড় বেশী খারাপ লাগছে ভাই... আমরা মানুষ হিসেবে জন্ম নিলেও মানুষ হতে পারি নি ! :(

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৭

গাওগ্যারামের পোলা বলেছেন: “Saat Koti Sontaner Hey Mugdho Janani,
Rekhecho Bangali Kore Manush Koro ni.”

৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৭

গরু গুরু বলেছেন: ভাই সম্পুর্ন ভিডিও লিংকটা দেন। আমি আর্ধেক টা দেখছি। কুত্তার বাচ্ছাদের ঠিক মত চিনতে পারি নাই

৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৭

গাওগ্যারামের পোলা বলেছেন: Please please please upload the full video.

৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪১

নেফার সেটি বলেছেন: ভিডিও এর লিংক

৬| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:

সিলেটের মানুষও খারাপ।

১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৩৪

নেফার সেটি বলেছেন: শুধু সিলেটের দোষ দিয়ে লাভ নেই। সারাবাংলাদেশে প্রতিদিন প্রতিদিন অনেক পথশিশু খাবার চুরি করে খাওয়ার জন্য বেধড়ক মার খায়। আর মারে আপনার আমার মত ভদ্রলোকেরা। সামান্য চুরির জন্য বেধড়ক মার আমরা সবাই মারি কিছু চিন্তা না করেই। বাচ্চাটা মারা গেছে বলে আমাদের টনক নড়েছে।

৭| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৪

জাহিদ হাসান মিঠু বলেছেন: সহমত।

৮| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৯

কোলড বলেছেন: Dont try to act so civil and humanist. This kind of things dont happen in vacuum. When you silently watch burning people in bus, beat people to death by political parties and you all take side due to your political affiliation then this Rajan death is just a natural extension. The killers like you too are part of the society. Remember, it was not the Nazis only who killed Jews, Hitler had 30 million German as silent supporter

১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৬

নেফার সেটি বলেছেন: আপনার যুক্তি যদি মানতে হয় তবে বলতে হবে পৃথিবীর সবকিছুই ন্যাচারাল এক্সটেনশন হিসেবে মানতে হবে। দুনিয়াতে কোন আইনকানুন না থাকলেই চলবে। যেটাই হবে সেটাই ন্যাচারাল এক্সটেনশন। কাউকে রেইপ করবো ন্যাচারাল এক্সটেনশন। কেউ কিছু বললে আপনার যুক্তি দেখিয়ে বলবো এটা ন্যাচারাল এক্সটেনশন। এজন্য ওরে রেপ করছি :ভ ভালোই লজিক শিখছেন।

৯| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮

মাঘের নীল আকাশ বলেছেন: বীরত্ব শুধু বউয়ের যোনীতে আর পেটের দ্বায়ে হওয়া চোরের উপর দেখাইতে থাকো...সহমত!
আজ বাঙ্গালী জাতির বীরত্ব এইটুকুতেই সীমাবদ্ধ।

১০| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯

বিষাদ সময় বলেছেন: এজন্যই বলছি আজ যারা প্রতিবাদ করছে তারাই আবার কাল রুটি চুরির জন্য রাস্তার বাচ্চাটার গায়ে কি হাত দেবে না? চোরের প্রতি আপনার মানবতা কতটুকু?
এই বাক্যটির জন্য আপনাকে সশ্রদ্ধ সালাম।
একটি চোর ধরা পড়লে বাঙালী উৎসব করে নির্যাতনের যে বীরত্ব দেখায় তা দেখলে বোধহয় চেঙিস খাঁ ও লজ্জা পেতেন। কেউ গায়ে হাত তোলার আগে খোঁজও নেয় না যে মানুষটি আসলে চোর, না চোর না। শুধুমাত্র এক বিকৃত আনন্দ আনুভব করার জন্য নির্যতনে অংশ নেয়।রাজন আর অন্য চোর পেটানো ঘটনার মধ্য পর্থক্য এতোটুকু যে সে সব ঘটনার ভিডিও থাকেনা বা নির্যাতিত ব্যাক্তি মারা যায় না। কিন্ত নির্যাতনের মাত্রা যে খুব কম থাকে তা কিন্ত নয়।

পরিশেষে রাজন নির্যাতন কারি পশুগুলোর ফাঁসি চাই সেই সাথে থুথু দেই সে সব ব্যক্তিদের মুখে, যারা মানুষ নির্যাতনের মাধ্যমে বিকৃত আনন্দ অনুভব করে।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬

নেফার সেটি বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

১২| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৪

রাতুলবিডি৪ বলেছেন: হাজার হাজার কোটি টাকা যেখানে চুরি হলে অর্থমন্ত্রী হেসে বলে ইটস নাথিং!

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

জনম দাসী বলেছেন: এই সমাজ যদি রাজনদের মত ক্ষুদায় কাতর রুটি চোরদের না পিটিয়ে সুদখোর ঘুষখোর বড় চোর গুলোকে পিটাতো, পিটাতো ওই সকল ধনীদের জারা প্রয়োজনের অতিরিক্ত ধন বাংকে ঘরে বিদেশে জমা রেখে, এ দেশের হাজার রাজন তৈরি করে আর সামান্য একটি রুটির জন্য হত্যা করে; ওই গুলারে আগে পেটানো দরকার। একেবারে কারন ছাড়াই তুই চোর কথাটা বলেই গণধোলাই
দিলে, তা হলে যদি শিক্ষা হয় ওই নরপশু জানোয়ারদের।

লেখা চালিয়ে যান ... সঙ্গে আছি, অন্যায়ের প্রতিবাদ শুধু কলমে নয়, মুখে এবং হেতালের লাঠিতেও আসুক।

হেতালের লাঠি... জার একটা পিটান খেলে সারা গা আস্তে আস্তে পচতে পচতে মরবে, কোন ওষুধে কাজ হবেনা।

আমার ঘরে আছে একখান, কোন একজনার জন্য বরাদ্দ রেখে দিয়েছি, সময়ে এক পিটান ।

ভাল থাকুন লেখক সব সময়।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

নেফার সেটি বলেছেন: আপনিও ভাল থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.