নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

আপনি কি জানেন, আপনি নিজেই একজন রাজন হত্যাকারী, রাকিব হত্যার সাহায্যকারী!

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

রাজন মারা গেল, কয়দিন লাফালাম, "রাজন রাজন" করে চিৎকার করলাম, তারপরে রাজন ইস্যু শেষ। এবার রাকিব মরলো, কয়দিন একটু "রাকিব রাকিব" করে লিখে লাইক কামাবো, মানবতা জাগাবো, তারপরে রাকিব ইস্যু শেষ! আবার কিছুদিন অপেক্ষা করবো কেউ যাতে মরে....

আসলে এতে লাভটা হচ্ছে কি? কোন শিশুহত্যা কি কমছে? আমি নিশ্চিত করে বলতে পারি রাজনকে মারার ভিডিও দেখে রাকিবের গ্যারেজের মালিকেরও মন খারাপ হয়েছিলো, মালিকও রাজন হত্যার আসামীদের গালি দিছিলো।
কিন্তু কি হলো এতে? সে নিজেই কিছুদিন পরে তার গ্যারেজের শিশুশ্রমিককে হত্যা করলো!

আসলে আমরা সেই সুই আর চালনের মত। নিজেদের ফুঁটো না দেখে অন্যের ফুঁটো দেখে বেড়ায়।

এখনকার বেশিরভাগ মধ্যবিত্ত আর উচ্চবিত্তের বাড়িতে কাজের ছেলে আর কাজের মেয়ে আছে। এরা বেশিরভাগই শিশু। আচ্ছা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে তার বাড়িতে কাজের ছেলেটি বা মেয়েটি নির্যাতনেরর স্বীকার হয় না?

রাজনকে হত্যার ভিডিও দেখে অনেকেই তো অনলাইনে কেঁদে বন্যার সৃষ্টি করেছিলেন। বলুন তো কয়জন নিজের বাসায় কাজের মেয়েটা বা ছেলেটা যখন আপনার মায়ের কাছে মার খাচ্ছিল তখন মায়ের হাত টেনে ধরেছিলেন?

আচ্ছা বলুন তো রাজন হত্যার পরে কয়জন চোরকে মারার সুযোগ পেয়েও না মেরে ছেড়ে দিয়েছেন?

আসলে আমাদের সমস্যাটা হলো ফোকাস হওয়া জিনিসটাকে নিয়েই কয়দিন লাফায়। কিন্তু আসলে যে জিনিসটা ফোকাস হচ্ছে তার পিছনে যে কাজগুলো হয়েছে সেই একই কাজ আমি নিজেও করছি কিনা সেটা কখনও ভেবে দেখি না।

রাজনের হত্যার খবর মিডিয়াতে বেশ জোরালোভাবে এসেছে বলে তার প্রতি মানবতাটা একটু বেশি দেখিয়েছিলাম। কিন্তু হাজারটা থেকে যায় অগোচরে। হাজারটা!

হাজারটা রাজন হত্যার বিচার হলেও পরবর্তী হাজারটা রাজন হত্যা আটকানো যাবে না! এর জন্য দায়ী আমরা নিজেরাই, আমাদের ভিতরের মূল্যবোধ।

পারবেন ক্ষুধার জ্বালায় চুরি করা বাচ্চাটাকে না মেরে আদর করতে?
পারবেন কাজের মেয়ের উপর অত্যাচার করা নিজের অত্যাচারী মায়ের হাত ধরে রাখতে? দরকার হলে মুচড়ে দিতে?
পারবেন শিশু শ্রমিকের উপর অত্যাচার করা নিজের বাবাকে আইনের হাতে তুলে দিতে?


পারবেন না তো এগুলো করতে। তবে কিভাবে আপনি রাজন, রাকিব হত্যার বিচার চান?

আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী!

নিজের ভিতরের পশুটাকে ছুড়ে ফেলুন। রাজন, রাকিবদের নিজের আপন ভাইয়ের স্থানে বসান, দেখবেন রাজনরা আর মারা যাচ্ছে না। ট্রাস্ট মি....

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

আর জে নিশা বলেছেন: আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী! - লেখক নিজে হত্যাকারী ।

যারা হত্যা করেছে তারা হত্যাকারী, এবং তাদের বিচার হবে সবাই বিচোরের আওতায় চলে এসেছে, বিভ্রান্তি ছড়ানো ও এক ধরনের ক্রাইম - আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী! কেনো বলছেন লেখক নিজে হত্যাকারী - আপনি শব্দ ব্যাবহারের অর্থ কি । তিািই বিভ্রানিত না ছড়িয়ে আইনের উপর শ্রদ্ধা রাখুন ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

নেফার সেটি বলেছেন: আচ্ছা, আপু চোখে কি কোন সমস্যা? এখানে আইনের প্রতি আস্থা রাখার কোন কথা বলা হয়েছে? রাজন হত্যার বিচার হলেই কি আর কোন শিশু হত্যা হবে না? ধর্ষণের জন্য তোো বহু লোকের ফাঁসি হয়েছে, ধর্ষণ কি বন্ধ হয়েছে না বেড়েছে? আর এই বাড়ার জন্য কারা দায়ী? মানুষেরা নিজেরা না কি অন্য কেউ? এক লাইনন বেশি বোঝেন কেন, আপু?

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০২

আর জে নিশা বলেছেন: আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী! - লেখক নিজেই হত্যাকারী ।

যারা হত্যা করেছে তারা হত্যাকারী, এবং তাদের বিচার হবে সবাই বিচোরের আওতায় চলে এসেছে, বিভ্রান্তি ছড়ানো ও এক ধরনের ক্রাইম - আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী! - কেনো বলছেন না লেখক নিজে হত্যাকারী, এই পোষ্টের লেখক নিজেই হত্যার সাথে জড়িত ছিলো ! - আপনি শব্দ ব্যাবহারের অর্থ কি । তাই বিভ্রানিত না ছড়িয়ে আইনের উপর শ্রদ্ধা রাখুন ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

আর জে নিশা বলেছেন: আপনি নিজেই তো একজন রাজন হত্যার সাহায্যকারি। আপনি নিজেই তো একজন রাকিব হত্যাকারী! - কে হত্যাকারী দেশের ১৭ কোটি মানুষ ! আপনি বেশী বোঝেন তো, দুই অক্ষর লিখতে শিখেছেন তাই ধরা কে স্বরা জ্ঞান করছেন, কেনো বলছেন না আপনি নিজে নেফার সেটি হত্যাকারী এবং নিজে সেই হত্যায় জড়িত ছিলেন, গাধার মাথা মোটা হয় আজ আপনার লেখায় প্রমান হলো যে । মনে রাখবেন অল্প বিদ্যা ভয়ন্কর । আপনার মতো মানষিক রোগি আছে বলেই দেশে হত্যা ধর্ষণ হচ্ছে, আপনি নিজেকে পরিবর্তন করুন ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

নেফার সেটি বলেছেন: কিচ্ছু বলার নাই। আস্ত একটা গাধী। হাসতেই আছি। একটা কমেন্ট যার দুইবার না লিখলে শুদ্ধ হয় না সে আসছে জ্ঞান দিতে! অবশ্যই এইট পাশ ব্যক্তির সাপোর্টারের দৌড় তো এইট পাশ পর্যন্ত।

আপু আপনি কোন রেডিওর আর জে? নাকি ভাব মাইরা আর জে দিছেন?

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

মো কবির বলেছেন: এই দেশে আইন বলে কিছু নেই, যদি গায়ে জোর থাকে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

আর জে নিশা বলেছেন: নেফার সেটি আপনি কোন বস্তির অধিবাসী ? এই ভাষা কোথায় শিখেছেন - আপনার বস্তির সামনের মুদির দোকানদার আপনার আম্মার সাথে এভাবে কথা বলে, আপনি নিজে স্বাক্ষী আপনার মা কারো কাছে সম্মান পায় না ( কি জানি কি ইতিহাস) তাহলে অন্যকে কিভাবে সম্মান দেবেন, অসম্মান যে আপনার গলার মালা । আপনার মতো লোকের সাথে কথা শেষ ।।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

নেফার সেটি বলেছেন: ব্যবহার এখনো ভালো করছি মেয়ে বলে। নাহলে কুকুরকে এতক্ষণ মুগুরই দিতাম। বস্তি মেেয়ে আবার বস্তি চেনাচ্ছে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

মোহাম্মদ জামিল বলেছেন: সহমত, নিজের ভিতরের পশু কে আগে মারতে হবে , তবে সমাজ থেকে এহেন জঘন্য কাজ বন্ধ হবে, অনথ্যায় নিশা আপুর মত আজাইরা ভুল ধইরা দেশটার ১২ টা বাজবো।

৭| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আইন কানুন কিছুই নাই এখন দেশে । কিছুরই সঠিক বিচার হয় না । একটা ভাল মানুষরে ফাসাইয়া দেখেন আইন কেমনে জাগ্রত হয়। একেবারে তারে শেষ ঠিকানায় পৌছায়া দেয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.