নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্ধরা কি তবে সৃষ্টিকর্তার থেকে নাস্তিকদের বেশি ভয় পায়!

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আচ্ছা ওরা কিসের ভয় পায়? আমরা তো ওদের ধর্মভীরু বলে ডাকি। কিন্তু ওরা তো ধর্মের থেকে বিজ্ঞানকে বেশি ভয় পায়।

ধর্মকে যদি ভয় পেত তবে ওরা ধরে নিতো ধর্ম ওদের থেকে শক্তিশালী। শক্তিশালী ধর্ম নিজেই নিজেকে রক্ষা করতে পারতো তার জন্য ওদের রক্ত মাখতে হতো না। তবে কি ধর্ম সত্যিই দুর্বল!

আচ্ছা ওরা কিসের ভয় পায়? কলমকে, কিবোর্ডের বাটনকে, বইয়ের পাতাগুলোকে? আমরা বলি ওরা সৃষ্টিকর্তাকে ভয় পায়। ওরা বলে সৃষ্টিকর্তা অনেক শক্তিশালী। তবে শক্তিশালী সৃষ্টিকর্তা নিজের অস্তিত্ব রক্ষা করতে ওদের চাপাতির সাহায্য নেবে কেন!

আচ্ছা ওরা সত্যি কিসের ভয় পায়! থকথকে মগজগুলোকে? ওদের যত রাগ সবই তো ঐ মগজের উপরে। চাপাতি দিয়ে খুবলে আনে তাজা মগজ। মস্তক করে দেয় বিভৎস।

তবে কি ওরা সৃষ্টিকর্তার থেকে ঐ মাথাগুলোকে বেশি ভয় পায়!
না কি আসলে ওরা সৃষ্টিকর্তার থেকে নিজের কপট ওস্তাদকে বেশি ভয় পায় বাল্যজীবনে যাকে গেলমান হিসেবে সুখ দিতো।

ওরা সৃষ্টিকর্তার স্বার্থে রক্ত মাখে নাকি নিজের কপট ওস্তাদের আদেশে ওস্তাদের স্বার্থে রক্ত মাখে?

আমি জানতে চায় আসলে ওরা কার স্বার্থে চাপাতি তুলে নেয়? শক্তিশালী সৃষ্টিকর্তা, দুর্বল সৃষ্টিকর্তা নাকি কপট ওস্তাদের স্বার্থে!

আমি জানতে চায় মানুষ বেঁচে না থাকলে ধর্ম পালন করবে কারা? বনের পশুরা!

আমি জানতে চায় ধর্মে কি এমন ছিদ্র আছে যে ঐ মানুষগুলো বেঁচে থাকলে ধর্মের ছিদ্র খুঁজে বের করবে!

চাপাতি খেলা চালিয়ে যাও, পৃথিবীকে মানুষ শূণ্য করে দাও, ধর্ম পালনে জঙ্গল থেকে পশু ভাড়া করে আনো....

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: হুম, চিন্তার বিষয়। কিন্তু তারা কি এসব বুঝবে !!

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

নেফার সেটি বলেছেন: ওরা চাপাতির নেশায় আসক্ত। ওরা বুঝবে না কোনদিন..

২| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ তুষার বলেছেন: সৃষ্টি কর্তার শক্তি অসীম। এই কপট লোকদের সাহায্যের কোন দরকার হয়না। আমার মনে হয় এদের কোন ধর্ম নেই কারন কোন ধর্মেই উল্লেখ নেই মানুষ হত্যার। মানুষ হত্যা মহাপাপ সে যতো বড় খারাপ মানুষ ই হউক।।।

০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নেফার সেটি বলেছেন: ওরা যে ধর্মটাকেই ঢাল হিসেবে ব্যবহার করছে। আর কয়টা লাশ ফেলবে!

৩| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

সুবিধাবঞ্চিত মানুষেরা বলেছেন: কারা খুন করেছে তা কি আপনি নিশ্চিত হয়েছেন? যদি জেনে থাকেন তা হলে ধর্মকে দোষারোপ না করে নাম গুলো পুলিশ কে বলে দিন।

আর যদি নিশ্চিত না হয়েই ধর্মকে দোষারোপ করে থাকেন তাহলে আপনি একজন মূর্খ!

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২

নেফার সেটি বলেছেন: মূর্খ আপনি। আনসার আল ইসলাম হত্যার দায় স্বীকার করেছে। আর তাকে দুইজন ফলো করতোো। সে জিডি করতে গেলে পুুলিশ জিডি নেয় নি। ফাল না পেড়ে দূরে যান।

৪| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

সেলিম আনোয়ার বলেছেন: নাস্তিকরাই নাস্তিক শব্দটি সবচেয়ে বেশি ভয় পাই ।

৫| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

সোহাইল বিন জয়নুল বলেছেন: তারা নিজেরাও আল্লাহর শক্তি,হাসর এগুলোর উপর বিশ্বাস করে না।তাদের আস্থা চাপাতির উপর,,,,,,তাদের অবচেতন মন হয়তো এটা জানে,,,,,তাদের আল্লাহর কিছু করার ক্ষমতা নাই,,তাই নিজেরাই চাপাতি নিয়ে দুর্বলতা ঢাকতে চায়।তারা হয়তো বুঝতে শিখেছে এই একবিংশ শতাব্দিতে স্রষ্টা ধারনার মৃত্যু ঘটেছে।।তাই চাপাতির জোরে টিকে থাকার চেষ্টা করছে।।।।

৬| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

রামন বলেছেন: ধর্মান্ধ ও মৌলবাদীরা সংঘবদ্ধ তাই তারা কাপুরুষ হয়েও শক্তিশালী। অন্যদিকে ব্লগাররা একতাবদ্ধ নয়। আমাদেরকে বুঝতে হবে সব স্থানে কলমের জোর চলে না, অন্তত জংলি ধর্মান্ধদের বেলায় নয়।

৭| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

বাংলার জামিনদার বলেছেন: মুড়ি খান, আর লাশ গোনেন। রক্তের বদলা রক্ত দিয়েই হয়। বিচার না হলে, শয়তান দুই চারটা না ঝুলাইলে থামবেনা।

৮| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

গ্রীনলাভার বলেছেন: আসলে ওরা কোরআন থেকেই পথ পায়।

স্মরন করো। তোমার প্রভু ফেরেশতাদের বললেন-- "আমি নিশ্চয়ই তোমাদের সাথে আছি, কাজেই যারা ইমান এনেছে তাদের সুপ্রতিষ্ঠিত করো। আমি অচিরেই তাদের অন্তরে ভীতি জাগাবো যারা অবিশ্বাস পোষন করে। অতএব ঘাড়ের উপর আঘাত করো আর তাদের থেকে সমস্ত প্রত্যঙ্গ কেটে ফেলো।" [সুরা ৮ - আল্‌-আন্‌ফাল, আয়াত ১২]

৯| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

আরাফাত নিলয় বলেছেন: প্রতি কোপে পূণ্যের অফারও থাকতে পারে। তাছাড়া ধর্মের নামে নৃশংসতা, হত্যা, ধর্ষণ- সবই জায়েজ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.