নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত চাহিদাগুলো

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

চিনামাটির পেয়ালায় এক চুমুক ভালবাসা লাগবে। নিকোটিন গলাধঃকরণ করে পান করবো।
অভিমানের বৃষ্টি লাগবে ক্ষণিকের জন্য। ছাতাটা ফেলে দিয়ে ভিজবো।
এক ঝুঁড়ি কথা লাগবে। ইচ্ছামত সেখান থেকে কথা নিয়ে কানে ঢোকাবো।
মজার স্বপ্ন লাগবে। ঘুমের মধ্যে হঠাৎ হেসে উঠবো।
একটা রংধনু লাগবে। চোখের ক্লান্তি দূর করবো...
একটা পাখাযুক্ত ঘোড়া লাগবে। বিমানের পাশে আকাশ ভ্রমণ করবো।
পাখিদের ভাষা শেখা লাগবে। পৃথিবীর উপর বিতৃষ্ণা আসলে গাছে গিয়ে ওদের সাথে বাস করবো।
একটা অদ্ভুত ছুরি লাগবে। পাজর চিরে কষ্ট বের করবো।
চাঁদ ছাড়া রাত লাগবে। অন্ধকারে মিশে যাবো।
সূর্য ছাড়া দিন লাগবে। রোদটাকে বিদায় করবো।
শব্দ বিহীন একটা পৃথিবী লাগবে। কানটাকে বিশ্রাম দেব।
রাগের চার্জার লাগবে। ফুরিয়ে গেলে রিচার্জ করে নেবো।
হাজার রাতের ইনসমনিয়া লাগবে। পৃথিবীর সব বই পড়ে শেষ করবো।
ক্লান্ত এক রাত লাগবে। নাক ডাকিয়ে ঘুমিয়ে নেবো।

হঠাৎ করে একটা মৃত্যু লাগবে। অদ্ভুত চাহিদা থাকবে না।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম দিকে ভাল লাগছিল পড়তে, আকস্মাৎ ভাল লাগা উধাও নিচের দিকে

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

নেফার সেটি বলেছেন: :)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

সুমন কর বলেছেন: চমৎকার। ভালো লাগা রইলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

নেফার সেটি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: হঠাৎ মৃতু্্যও অদ্ভুদ চাহিদা....
চমৎকার হইসে ভাই
ভাল লাগা

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

নেফার সেটি বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: হঠাৎ করে একটা মৃত্যু লাগবে। অদ্ভুত চাহিদা থাকবে না।[/sb- ----
------------ অদ্ভুত চাহিদা দমন করতে একটা সুন্দর মনের জীবন চাই !!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

নেফার সেটি বলেছেন: হুম

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: শুরুটা ভালো ছিলো

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: শুরুটা ভালো ছিলো

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:

ভালো হয়েছে হয়তো, অনেকেই তো পড়ছে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

রিকি বলেছেন: অনেক অনেক ভালো লাগা জানবেন। পঞ্চম প্লাস :)

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


ছবিগুলো সব চমৎকার। :)

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

অপু দ্যা গ্রেট বলেছেন: এক দিন নিঃশেস্ব হয়ে যাব .....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.