নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

ঐশীর জন্য আক্ষেপ করতে আসি নি, কয়েকটা কথা বলতে এসেছি

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

না কোন সুশীলামি বা কোন মানবাধিকার দেখাচ্ছি না।
ঐশীর পিছনের অবস্থাটা দেখলেই বোঝা যায় আজকের এই ঐশী তৈরির পিছনে তার বাবার কতটা ভূমিকা রয়েছে? একজন পুলিশ কর্মকর্তা হয়ে কাড়ি কাড়ি টাকা দিয়েছেন হাত খরচের জন্য। বাবা ঠিক কেমন ছিল? মেয়ের অধঃপতনের সিড়িগুলো কে তৈরি করেছিলেন?
কিছুদিন আগের ফারিজের কথাটাই ধরি। একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলের হাতে গাড়ি তুলে দিয়েছেন তার বাবা। এরপরে গাড়িটা নিয়ে কি করেছে সেটা সবারই জানা। এর পুরো দোষটুকুই ঐ অভিভাবকের উপরে দিতে পারি। সে যদি ঐ ছেলের হাতে গাড়ি তুলে না দিতো, শাসন করতো দুর্ঘটনাটা নাও হতে পারতো।
সন্তানকে নরকের সিড়ি দেখিয়ে ওখানে যাওয়ার পথ বাৎলে দেন তারপর যখন আর সন্তানকে সিড়ি থেকে ফেরত আনতে পারেন না তখন সেই দোষটা সন্তানের হয় কিভাবে? তাকে কোনদিন বলেছিলেন ওখানে গেলে পুঁড়ে মরতে হয়!

এরপরে আসি পরিবেশ নিয়ে। এমন একটা অবস্থাই এসে গেছি যখন ইয়াবা হোম ডেলিভারি দেওয়া হয়! যে দলই ক্ষমতায় আসুক সে দলের কিছু স্থানীয় নেতাদের মাধ্যমে মাদকের ব্যবসা দেদারছে চলে। আর বর্তমানে তো সমুদ্রসৈকতের এক মহান এমপি আছেন যার মাধ্যমে বড় বড় চালান চলে আসছে ভিতরে।

অন্য কোন মাদকদ্রব্যের কথা না বললেও আমি ইয়াবার কথাটাই বেশি বলবো। এর প্রতি এমনই আসক্তি তৈরি হচ্ছে যে এর নাম "আফসোস বড়ি"ও দেওয়া হয়েছে। যে টা খেলেও আফসোস করতে হয়, না খেলেও আফসোস করতে হয়। এরপর সবচেয়ে ভয়ংকর দিকটা হলো এটা সেবনের পরে একজন নিরীহ ছেলেও ভয়ংকর হয়ে ওঠে। আশেপাশের কোন কিছুকে সে এক ফোঁটাও কেয়ার করে না।
হলফ করে বলতে পারি, এই যে ধর্ষণের পরিমান এতোবেশি বেড়ে গেছে শুধুমাত্র ইয়াবা বন্ধ করতে পারলে এই ধর্ষণের পরিমাণ অর্ধেকেরও নিচে চলে আসবে।

ঐশীর ফাঁসি দিয়ে কি হবে? সে যখন তার বাবা-মাকে হত্যা করেছিলো সে ছিলো স্রেফ একজন উন্মাদ।
অনেকে বলছেন, "এটা তরুন অপরাধী, মাদকসেবীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা অপরাধ করতে ভয় পাবে।"
দুঃখিত, আপনারা সম্পূর্ণ ভুল ধারণার উপরে আছেন। মাদকসেবীরা বিশেষ করে ইয়াবাসেবীরা কোন কিছুকেই ভয় পায় না। ভিতরে ভিতরে তার মহাউন্মাদ হয়ে যায়। যে উন্মাদের মৃত্যুভয় থাকে না বরং একটা পর্যায়ে এসে তারা মৃত্যুকে ভালোবাসতে শুরু করে।


শেষে শুধু এটাই বলবো যে, "একটা নতুন হাঁটতে শেখা সন্তানের চলার পথে যদি অনেকগুলো কলার খোসা ফেলে রাখা হয়, আর তার উপর দিয়ে হাঁটতে গিয়ে যদি সন্তান যদি পড়ে যায় এবং পড়ে যাওয়ার দোষে যদি তাকে কলার খোসা ফেলে রাখা নির্বোধ অভিভাবক, রাস্তার পাশের লোক বকুনি দেয়, শাস্তি দিতে চায় তবে কিছু বলার থাকে না।"

মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

রাজা মশাই বলেছেন: একমত। আদালতের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি ঐশিকে ফাসি দেওয়া ঠিক হবে না। তাকে শিশু সংশোধনাগারে রেখে ভাল করা হয়েছে। তার প্রতিফলনটা দেখা উচিত ছিল। এভাবে ফাসি দেওয়াটার সমর্থন করলাম না। যদিও তার কাজ অত্যন্ত নিকৃষ্টমানের। তথাপি কোন আইনজীবি যদি পারেন তাকে বাচাতে চেষ্টা করুন।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: ঐশির ফাঁসিটা আমিও মেনে নিতে পারছি না।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

আহলান বলেছেন: সুস্থ্য মস্তিষ্কে নিজের মা বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে ছুরি দিয়ে নৃশংস হত্যা .... অতঃপর শাস্তির বদলে সংশোধনাগারে সংশোধনের জন্য প্রেরণ ....এটি সমাজে কেমন প্রভাব পড়তো সেটা বিবেচনায় আনতে হবে। আসলেই কি এরা সংশোধনযোগ্য? আর এই ঐশি যদি সত্যি সংশোধন হয়, তবে সেকি স্বাভাবিক জীবন যাপন করতে পারতো? সমাজের প্রত্যেকটি মানুষ তাকে তার পিতা মাতার হত্যাকারী হিসাবে দেখতো ...নিজের উপর এই গ্লানী বয়ে বেড়ানোর মতো ক্ষমতা কি কোন সুস্থ্য মানুষের থাকতে পারে? মৃত্যুদন্ড তো তাকে অনেকের কাছে আদরনীয় করে তুলেছে .... তার প্রতি মানুষের সিম্পেথী গ্রো করে দিয়েছে .... সে কি আসলেই সিম্প্যাথি পাওয়ার মতো? সে মাদক গ্রহণ করুক আর নাই করুক, খুনের প্ল্যানটা এবং খুনটা সে সুস্থ্য মাথাতেই করেছে, মাতলামি করে সে খুন করেনি ....! সুতরাং পিতা মাতার সাথে বেয়দবী করার কোন ক্ষমা নাই .... সে কোন ভাবেই সহানুভুতি পাওয়ার যোগ্য নয় .... বরং মৃত্যুদন্ডই তাকে অনেকের কাছে আদরনীয় করে তুলেছে ..... যদিও সে আদরের যোগ্য নয় .. .. ..

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

নেফার সেটি বলেছেন: আপনি খুব সম্ভব শেষ প্যারাটা মিস করেছেন। এটাই সেই বাবা যে হাতখরচের লক্ষ টাকা সরবরাহ করতো। ঐশী বানানোর জন্য ওটুকুই এনাফ ছিল। আর বেশিরভাগ মাদকসেবীকেই বাইরে থেকে স্বাভাবিকই দেখায় ভিতরে তারা পশুর মত উন্মাদ হয়ে যায়।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

রাসেল বলেছেন: Thanks for equal valuation to all political party.

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: একমত। তবে এদের ফাসি বা শাস্তি না দিলে পরবর্তী প্রজন্ম শিক্ষা কি নিবে?

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

আহলান বলেছেন: হুম তাই তো ..পশু বা উম্মাদের সাথে মানবিক আচরনের কোন জায়গা নাই .... তাকে এসব পাগলামি করতে নিষেধ করার ফলাফল হচ্ছে এই দূর্ঘটনা .... তার বাবা মা কি তাকে সংশোধনের চেষ্টা করেনি বলতে চান ? করেছেন অবশ্যই ....তবে উনি সে পথে না হেটে উল্টো কাজ করেছেন ....

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

নেফার সেটি বলেছেন: বার বারই তো একই কথা বলছেন। সে কি শুরু থেকেই পশু ছিল! তার বাবা-মা তাকে সংশোধনের চেষ্টা করেছে। কিভাবে? লাখ টাকা হাত খরচ দিয়ে। এবার হাসি পাচ্ছে...

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

আহলান বলেছেন: ওক্কে ভাই , আমার ভুল হইছে , ঐশির কোন দোষ নাই, যত দোষ তার বাবা মায়ের। তাদেরকে কবর থেকে তুলে ফাসি দেয়া হোক ...আর নিষ্পাপ মাসুম ঐশিকে নোবেল প্রাইজ দেয়া হোক ...খুশি হইছেন ...এইবার !!!

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

নেফার সেটি বলেছেন: ত্যানা প্যাচানোর ইচ্ছা ছিল বললেই হইতো। ধন্যবাদ। কি বললাম আর কি বুঝলো। ঠিক আছে আপনার কথাই ঠিক। মুদি দোকানে, ফেরি করে মাদক বিক্রি করেন, সন্তানকে তা কেনার জন্য ঝুড়িতে করে টাকা দেন, এরপরে নেশাগ্রস্ত উন্মাদ হয়ে যখন আপনারে খুন করবো তখন দোষ সন্তানের। বুঝছি। বোঝানোর জন্য ধন্যবাদ :)

৮| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

আহলান বলেছেন: ভাই যদি তাই আপনার মনে হয়, আমার মন্তব্যগুলো দয়া করে ডিলিট করে দেন ....একটি কোচিং সেন্টার খুলেন কোর্টের বেঞ্চে বসে যারা রায় দেয় তাদেরকে ডেকে কোচিং করান .... তারা তো গো মূর্খ আপনার কাছে

ডিলিট মারেন ভাই ...আপনের মতের অমিলে কথা বলছি না ....!! ডিলিট মারেন .... আমি মারতে পারলে মেরে দিতাম ....

৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

আব্দুল্লাহ রিফাত বলেছেন: দোষ কাওকে একা দিলে ভুল হবে।আজকের মেয়েটি কি এভাবেই জন্মেছিল???কখনই না।পরিবেশ তাকে এমন বানিয়েছে।তো,আগে পরিবেশ এবং সমাজকে ধুয়ে মুছে সাফ করতে হবে।নতুন দেশের ঘরে ঘরে এমন মেয়ের জন্ম হবে।তখন কত জনের ফাসি দিবেন???

আজ সমাজ ব্যবস্থা ঠিক করতে হলে প্রয়োজন ইসলামের শাসন।কুরআনের শাসন দেশে কায়েম হলে সব মেয়েরা আয়েশা,ফাতেমার মত হয়ে যাবে।

১০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আবু শাকিল বলেছেন: উন্মাদ কে ফাঁসি রায় ঠিক হয়নি ।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

সুলতানা রহমান বলেছেন: আমি ও একমত আপনার সা‌থে

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: আপ্নার সাথে সহমত,,,,, একজন অপরাধি কে দৃষ্টান্ত মুলক শাস্তি দিলেই কি সমাজে ইয়াবা সেবী কমে যাবে????? আর ঐশি তখন ছিল অপ্রাপ্ত বয়স্ক,,,,, সে কোন সিরিয়াল কিলার না যে জেল থেকে বের হয়ে আবার খুন করবে? সো ভাল হওয়ার জন্য তাকে একটা সুযোগ দেয়া উচিত ছিল,,,,,

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: এমেন্যেষ্টি ইন্টারন্যাশনাল এখন মুড়ি খাইতেছে।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

EKRAMUL বলেছেন: আমাদের আইন ব্যবস্থাকে আগে পরির্বতন করতে হবে যেমন ব্দরেন রাজন হত্যার জন্যে ৪ জনকে ফাঁসি আর রাজিব হত্যার জন্যে ২ জনকে ফাঁসি কিন্তু আওয়ামীলীগের নেতা যখন একঅঅটা বাচ্চার ওপর গুলি করল তাকে আদালত ফুলের মালা দিয়ে মুক্তি দিল এই লজ্জা কি আমাদের না,,,,,,,,,,,,,

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

আব্দুল্যাহ বলেছেন: ফাঁসিটা ঠিক মানব হত্যার জন্য নয়, এটা পুলিশ হত্যার জন্য। আপনি কি মনে করেন, মেয়েটি যদি তার কোন বন্ধুকেই ঘুন করত তবে হত্যাকারি কে তা আমরা জানতে পারতাম?

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

নূরউন নবী সোনার বলেছেন: “ঐশীর ফাঁসি দিয়ে কি হবে? সে যখন তার বাবা-মাকে হত্যা করেছিলো সে ছিলো স্রেফ একজন উন্মাদ।”

সত্যিই ঐশীর জন্য দুঃখ হয়। ঘটনাটি গোটা সমাজকেই একটি ধাক্কা দিয়েছে। সমাজপতি, সুশিলবাবু, শিক্ষক ও পিতা-মাতাদের বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে ভাবা দরকার।

কিন্তু দুঃখিত উপরোক্ত মন্তব্যের সাথে একমত হতে পারলামনা। আমার মনে হয় ঘটনা ঘটানোর সময় সে মোটেই উম্মাদ বা মাদকাশক্ত ছিল না। যদি মাদকাশক্ত থাকত তাহলে তার শরীর দুর্বল থাকতো এবং এত কায়িক পরিশ্রমের কাজ করা সম্ভব হতো না। সে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এবং মানসিক ও শারিরীক শক্তি সঞ্চয় করে এই হত্যা কান্ড ঘটিয়েছে।
ঐশীরা মোটেই মৃত্যুকে ভালবাসে না বরং অভিভাবকদের ভালবাসাকে প্রতারণা করে তাদেরকে ফাঁদে ফেলে মারতেও দ্বিধা করে না। ওদের কাছে বাবা-মা রা সত্যিই অসহায়।

হাঁ একটা কথা ১০০% সত্য। এশীর বাবা মা যদি তাকে টাকা না দিয়ে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে দূরে সরে দিতে পারতো তাহলে এধরণের ঘটনা ঘটতো না। তবে এরুপ কাজ করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব। কারণ সন্তানের মায়া আর সামাজিক দায় এরুপ করতে দেয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.