নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তো মানুষ। আর কি কোন পরিচয় থাকে নাকি?

নেফার সেটি

আকাশের অসীম প্রান্তরে তাকিয়ে থাকো। কখনো নিরাশ হয়ে যেও না। হয়তো একটা বাজপাখিও উড়ে আসতে পারে......

নেফার সেটি › বিস্তারিত পোস্টঃ

কান নিয়েছে চিলে, সবুজ চাঁদ উঠেছে বাড়ির ছাঁদে

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

গুজব পৃথিবীর সবখানেই ছড়ানো হয়। কিন্তু বাংলাদেশে সেটা একটু বেশিই ছড়ায় চেইন বিক্রিয়ার মত এবং বিশ্বাস করার লোকেরও অভাব হয় না। এজন্য গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য আমরা জাতিগতভাবে একটা নোবেল আশা করতেই পারি...

পোলাপান সব ফোন দিয়ে বলে, "আজ সবুজ চাঁদ উঠবে। তুই দেখবি না?"
ফেসবুকে ঢুকে দেখি এইটা গুজব এবং বাঙালি গুজবকে বিশ্বাস করে বেশ জোরে লাফাচ্ছে।

দুইদিন আগেই তো ফেসবুকে দেখলাম যে আটদিন চাঁদ উঠবে না। চাঁদমামা তার মামার বাড়িতে বেড়াতে যাবে :)

এজন্য বুঝি চিলে কান নেওয়ার কবিতা লেখা হয়েছিলো। ছোটবেলা থেকে এই আঠারো বছরের জীবনে বহু গুজব আর প্রোপাগান্ডা শুনেছি। আমাদের গর্বের জায়গা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এমনকি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়েও অনেক অপপ্রচার আর গুজব শুনেছি এবং শুনছি।

আমার শোনা গুজব আর অপপ্রচারের মধ্যে কিছু তুলে দিলাম।
.
সেই সময় চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে পড়ি। সেজো আন্টির বিয়ে হয়েছে। বিয়েতে কেউ একজন একটা "কোরআন শরীফ" দিয়েছিলো।

তো কিছুদিন পরে একটা গুজব উঠলো যে, "কোন হসপিটালে নাকি একটা বাচ্চা হয়েছে যে হওয়ার পরেই ডাক্তারদের সালাম দিয়েছে। তার ভ্রু আর মাথায় কোন চুল নাই। ডাক্তারদের সে বলছে তার ভ্রু আর মাথার চুল কোরআন শরীফের ভিতরে আছে। তারপরে একদিন হঠাৎ করে সে হসপিটাল থেকে অদৃশ্য হয়ে যায়।"

শুরু হয়ে গেল খোঁজ খোঁজ। যারা কুরআন শরীফ খোঁজে তারাই দেখি চুল পায় আর সেই চুল পানিতে ভিজিয়ে পানি খায়! তো এবার আম্মু আমাকে আন্টির বিয়েতে পাওয়া নতুন কোরআন শরীফটা দিলো চুল খুঁজতে আর আম্মু নিজের পুরাতনটা নিল। তো দেখা গেল আম্মুর পুরাতনটাতে সেই মহান ব্যক্তির কেশ পাওয়া গেল কিন্তু নতুনটাতে কোন চুল টুল পাওয়া গেল না।
রাত্রে আব্বু বাসায় এসে চুলের কাহিনী শুনে আমারে বললো,
→ নতুনটাতে পেয়েছিস?
না।
→ তোর আম্মুরটাতে?
হ্যা, আম্মু পেয়েছে।
→নতুনটাতে তো জীবনেও পাবি না। কারণ নতুনটা তো এখনো কেউ পড়ে নি। পড়লে হয়তো পড়ার সময় মাথার থেকে মাঝে মাঝে যে চুল পড়ে তার দুই একটা পেইজের ভিতরে ঢুকে থাকতো আর আমরা সেই চুলকে আজ মহান ব্যক্তির চুল হিসেবে শনাক্ত করতে পারতাম যে গুলো পুরাতন কোরআন শরীফের সাথে হয়েছে। :)
.

খুব সম্ভবত ছয় বা সাত বছর আগে সকালে একদিন ঘুম থেকে উঠে দেখি আমাদের চারটা বাঁশঝাড়ের প্রত্যেকটাতে অনেকগুলো কঞ্চির মাথা কাঁটা! কাহিনী কি? আমাদের বাসার কেউ জানে না।
পরে শুনি গ্রামের সবাই কঞ্চির মাথা কেঁটে "কোন পীর কর্তৃক ওহী দ্বারা" কঞ্চির মধ্যে নাযিলকৃত কুদরতি পানি পেট ভরে গলা পর্যন্ত পান করেছে। পরেদিন থেকে অবশ্য অনেকে অসুস্থ হয়ে পড়েছিল ঐ নোংরা কুদরতি পানি খেয়ে!
.
একদিন স্কুল থেকে এসে বসে আছি। হঠাৎ দেখি এক মহিলা আরো কিছু মহিলা আর একটা অর্ধেক আলু নিয়ে আম্মুর কাছে আসছে।
আমিও দেখতে গেছি।
তো মহিলা আম্মুকে বলতেছে, "দেখেন ভাবি, আলু রান্না করার জন্য কাটতেছিলাম হঠাৎ দেখি আরবী লেখা!"

আমি আলুটা হাতে নিয়েই ফিক করে হেঁসে ফেলছি।
আম্মু বলতেছে সেই মহিলাকে, "এই আলু যদি না খাও তাহলে ফেলে দিচ্ছি। কোন আরবী টারবী নাই। আলুতে দাগ ধরে এমন ডিজাইন হয়েছে।"
.
একসময় লিফলেট আর এসএমএস পেতাম। মহানবী (স.) কে কেউ স্বপ্নে দেখেছে অথবা তাকে কোন কবর থেকে উঠে আসতে দেখেছে। এই খবর কয়েকজনের কাছে না পাঠালে দুঃসংবাদ শুনতে হবে আর পাঠালে সুসংবাদ আসবে। যদিও কাউকে কোনদিন পাঠালাম না তবুও কিছুই হলো না!

ছোটবেলায় ২০০১-২০০৫ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন শুনতাম আওয়ামীলীগের লোকেরা বিভিন্ন জায়গায় কুকুরের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। আওয়ামীলীগের লোকেরা মালাউন কেউ সহীহ মুসলিম নয়। যদিও আজ পর্যন্ত সেই টুপি পরানো একটা ছবিরও প্রমাণ পেলাম না।

আমার এই উনিশ বছর বয়সের মধ্যে চৌদ্দ বছর ধরে শুনছি শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে দিয়েছে বা দেবে। সবকিছু ঠিক করা আছে। বাংলাদেশ দখল করবে ভারত। যদিও আজও পর্যন্ত আমরা ভারতবাসী হতে পারলাম না।
.
সাঈদীকে চাঁদে দেখা নিয়ে আম্মু এক পরহেজগার মহিলারে বলেছিলো, "আমরা তো কেউ দেখতে পেলাম না। আপনারা দেখলেন কেমনে?"
সেই মহিলা উত্তর দিয়েছিলো "যাদের ইমান ঠিক নেই তারা ওসব দেখতে পায় না।"(বত্রিশটি দাঁত বের করা হাসির ইমো গপে)
যদিও মহিলা বলে নি সে সাঈদীরে নিজে চাঁদে দেখছে না দেখে নি।

.
বাঙালীর পিছনে বাঁশ না ঢুকলে এরা একই গুজব ছড়িয়েই যায়। যেমন সাঈদীরে চাঁদে দেখে লাফালাফি করে সহিংসতা করার পরে যখন পুলিশের সাথে সংঘর্ষে ওদের খানিকটা লাশ পড়লো তখন থেকে ওরাও সাঈদীরেও চাঁদে দেখা বন্ধ করে দিছিলো :)
.
আর কতকাল চিলের পিছনে দৌড়াবে বাঙালি! কবে কানে হাত দিয়ে দেখতে শিখবে যে কান, কানের জায়গাতেই বহাল তবিয়তে আছে।

সহজ সরল মানুষগুলোর ধর্ম ভীরুতা আর বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে অপপ্রচার আর গুজব বেশ ভালোভাবেই ছড়ানো হয়।

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৭

মহা সমন্বয় বলেছেন: সহজ সরল মানুষগুলোর ধর্ম ভীরুতা আর বিজ্ঞান সম্পর্কে অজ্ঞতার সুযোগ নিয়ে অপপ্রচার আর গুজব বেশ ভালোভাবেই ছড়ানো হয়। +++
ধার্মীকদের কাজই হচ্ছে এইসব আজগুবি আর গুজব রটানো।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১২

আচার্য বাঙালি বলেছেন: মূর্খগুলো সবসময় গুজবে বিশ্বাসী। এরা সমাজের ব্যাধিস্বরূপ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

আহলান বলেছেন: ধর্মকে পুজি করে অনেক আজগুবি গপ্প মানুষ ফাদে, কারণ সেখানে মানুষের দূর্বলতা আছে। কিন্তু চাদ সবুজ দেখা যাবে.... অমুক তারিখ থেকে টানা ষোল দিন সূর্য্য উঠবে না, চাঁদ দ্বিগুনেরও বড় হয়ে বাড়ির ছাদে ল্যান্ড করবে ...এই সব আজগুবে সাইন্সফিকশন যে কারা বানায় ...আল্লাহই জানেন ... ভালো লিখেছেন ....ধন্যবাদ .....

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ...........
তাহলে দেখেন আমাদের জনগণ কত সরল আর বোকা।
আর সুযোগ সন্ধানীরা তা কত জঘণ্যভাবে কাজে লাগায়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

রাবার বলেছেন: আমাগো লগে ৪২০ মার্কা চাপাবাজি /:)

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: ক্রিয়েটিভ সব গুজব! এইগুলা বানায় কারা? তাদের মস্তিষ্ক নিয়ে ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন।

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

উল্টা দূরবীন বলেছেন: সবুজ চাঁদের সাথে আরো একটা গুজবও খুব চলছে। সেটা হচ্ছে জুনের দশ তারিখ থেকে টানা আটদিন সূর্য উঠবেনা।

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

হোসেন মালিক বলেছেন: আপনার বেশিরভাগ কথা বার্তাই সঠিক। তবে -

///আমার এই উনিশ বছর বয়সের মধ্যে চৌদ্দ বছর ধরে শুনছি শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বেঁচে দিয়েছে বা দেবে। সবকিছু ঠিক করা আছে। বাংলাদেশ দখল করবে ভারত। যদিও আজও পর্যন্ত আমরা ভারতবাসী হতে পারলাম না//// ----
কেনরে ভাই? ভারতবাসি হওয়ার খুব ইচ্ছা নাকি?

///ছোটবেলায় ২০০১-২০০৫ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন শুনতাম আওয়ামীলীগের লোকেরা বিভিন্ন জায়গায় কুকুরের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। আওয়ামীলীগের লোকেরা মালাউন কেউ সহীহ মুসলিম নয়। যদিও আজ পর্যন্ত সেই টুপি পরানো একটা ছবিরও প্রমাণ পেলাম না।////-----
হ্যাঁ টুপি পরানোর কাহিনী ভুয়া হতে পারে। তবে আওয়ামি লিগের ইসলাম বিদ্বেষ জানার জন্য খুব বেশি দিনকানা হতে হয় না। অন্ধ ভক্তরাই কিছু খুঁজে পায় না। তবুও উদ্ধৃতি তুলে দিচ্ছি প্রমান সহ।
১. মাদ্রাসা কমানোর আন্দোলন শুরু করে দিয়েছি - হাসিনার পুত্র জয়
ভিডও লিংক Click This Link =vb.190729974407787&type=2&theater

২. মা দূর্গা গজে চড়ে এসেছিলেন বলে ফলন ভালো হয়েছে । হাসিনা ।
ভিডিও লিংক https://www.facebook.com/photo.php…

৩. আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও মুছে ফেলা হবে - সাজেদা চৌ । প্রমান লিংক: Click This Link set=a.533626103346292.1073741829.529186437123592&type=3&theater

৪. ধর্ম হল নেশার মত - আব্দুল লতিফ ।
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…

৫. রাসুল সাঃ হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন -ধর্মপ্রতিমন্ত্রী
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…

৬. কুতসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে - ডেপুটি স্পীকার -
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…
ভিডও লিংক https://www.facebook.com/photo.php…

৭. বোরকার ব্যবহার ৫০০%বেড়েগেছে, বন্ধ করতে হবে,- সজিব ওয়াজেদ জয় ।
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…
ভিডও লিংক https://www.facebook.com/photo.php…

৮. মুসলমান নয় আগে বাঙালী- - স্বাস্থ প্রতিমন্ত্রী
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…

৯. রাষ্ট্রধর্ম ইসলাম মু্ক্তিযুদ্ধের চেতনার পরিন্থী -খাদ্য মন্ত্রী
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…

১০. সস্তা জনপ্রিয়তা পেতেই সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করা হয়েছিল -আইন প্রতি মন্ত্রী
প্রমান লিংক https://www.facebook.com/ /photo.php?fbid=533626913346211&set=a.533626103346292.1073741829.529186437123592&type=3&theater
১১. ইসলামের ইতিহাস বৃক্রিত
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…
১২. আমি মুসলিমও নই হিন্দুও নই – সৈয়দ আশরাফ ।
প্রমান লিংক https://www.facebook.com/photo.php…
১৩. আলেম হত্যা
প্রমান লিংক https://www.facebook.com/photo.php… source=pages_video_set
১৪. তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা- সৈয়দ আশরাফ ।
১৫. আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও তুলে দেব - সুরঞ্জিত সেন ।
১৬. কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ -ইফা ডিজি ।
১৭. রাসুল(সাঃ)কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে হৈচৈ করা ঠিক নয় -তথ্যমন্ত্রী ইনু
১৮. রাসুল সাঃ ধর্মনিরপেক্ষ ছিলেন -এমপি বাদল ।
১৯. গ্রামগঞ্জে ইসলামিক জলসা বন্ধকরতে হবে - পঙ্কজ ভট্টাচার্য ।
২০. মেয়েদেরকে বোরকার হাত থেকে রক্ষা করতে হলে, তাদের নাচগান শিক্ষা দিতে হবে -হাসান মাহমুদ '
২১. সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়েগেছে'(কওমিসনদের সরকারী স্বীকৃতি নেই) -সজিব ওয়াজেদ জয়
২২. ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু প্রধানমন্ত্রী চাই' - সজিব ওয়াজেদ জয় ।
২৩. সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে - সজিব ওয়াজেদ জয় ।
২৪. বঙ্গবন্ধু মদজুয়া হারাম করেছেন -নৌমন্ত্র শাহজাহান ।
২৫. কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা, উজবুক, এরা শুধু মুখস্থ করে -অর্থমন্ত্রী মুহিত ।
২৬. কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজননকেন্দ্র -আইনমন্ত্রী শফিক ।
২৭. ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, সে ওলামাগনের সম্মেলনে নাচ-গানের জলসা আয়োজন করে এবং বলে যে "ইসলামেই এত সন্ত্রাসী আছে, অন্যধর্মে এত সন্ত্রাসী নেই"
২৮. সাভারের ঘটনা কিছুই না -আবুল মাল মুহিত ।
২৯. সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না -কবির চৌধুরী ।
৩০. মাদ্রাসাগুলো জঙ্গি বানায় – শাহবাগ চত্বর ।
৩১. হেফাজতের ১৩টা দাবি সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় মানা যাবে না –দিপু মনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.