নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধ বাংলা ভাষায় বাংলা সাহিত্য হোক উদ্ভাসিত!

মোল্লা রিফাত রায়হান

মোল্লা রিফাত রায়হান › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃমোগলাই

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

দূর্জয় মোড় গেলাম, মোগলাই আনতে,বাসায় আনব। ভিড় কম। হাতে গোনা ২-১ জন ক্রেতা। মোগলাইয়ের অর্ডার দিয়ে বিরক্ত মুখে রাস্তার কোলাহল দেখছি।

তখনই চোঁখে পড়ল এক পঞ্চাশোর্ধ বৃদ্ধ---সফেদ দাড়ি,ঘোলা চোখ,কাপড়-চোপড়ে দারিদ্রের স্পষ্ট ছাপ। চেহারায় বয়সের চেয়ে দারিদ্রের কষাঘাতের পিষ্টতার ছবিই বেশি স্পষ্ট।

তার পাশে আপাদমস্তক কালো বোরকায় ঢাকা এক কিশোরী [আমার মনে হইছে কিশোরী।যুবতী বা মধ্যবয়সীও হইতে পারে] , চোখে কৌতূহল সাধারণের চেয়ে একটি বেশিই,কৌতুহলী চোঁখে সবকিছু দেখছে।
কিছুক্ষণ পর বৃদ্ধ যেন প্রবল আরষ্টতা ভেঙে দোকানিকে বলল,
" ভাই মোগলাইর দাম কত?"
"তিরিশ টাকা।"
"ভাই,২৫ ট্যাকা দিবেন?"
"আরে যান তো এয়ানতে!", দোকানির মুখে বিরক্তির ছাপ।

বৃদ্ধ বুকপকেট থেকে টিস্যু পেপারের প্যাকেটে রাখা টাকার উপর একনজর চোখ বুলিয়ে পাশে থাকা কিশোরীকে বলল," এইডা মোগলাই, বুজছ? ঘেরান ভালা হইলেও কিন্তু খাইতে ততটা মজা না! আইয়, বাস যাইব গা!"

ক্লিষ্ট গতিতে বৃদ্ধ-কিশোরীর চলে যাওয়া দেখলাম। ততক্ষনে আমার মোগলাইয়ের প্যাকেট হাতে চলে এসেছে। প্যাকেট হাতে স্থবির হয়ে দাড়িয়ে রইলাম, মোগলাই হয়তো আসলেই ততটা 'মজা' না!

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

আরাফআহনাফ বলেছেন: "মোগলাই হয়তো আসলেই ততটা 'মজা' না!"
+++।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মোগলাইর প‌্যাকেট টা বৃদ্ধের হাতে দিয়ে ডায়ালগটা দিলে মনে হয় যুৎসই হতো! নয় কি?

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


৫ টা টাকা যোগ করে, একটা মোগলাই ক্রয় করে দিতে পারতেন।

সেদিন বনশ্ত্রী'তে ১ বয়স্ক মহিলার কাছে ৫০ টাকা ভাড়া চাইলো রিকসা, উনার কাছে ছিল ৩০ টাকা; আমি ২০ টাকা যোগ করে, উনাকে রিকসা নিয়ে দিলাম। আপনাদের উপস্হিত বুদ্ধি কম; গল্ল লেখার বুদ্ধি অনেক বড়

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৯

ফয়সাল রকি বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো :(
তবে ক্যামেরা ম্যানরা যেমন দুর্ঘটনায় সাহায্য করার আগে একটা ছবি তুলবেই তেমনি গল্পকার হিসেবে সাহায্য করার আগে ঘটনার বর্ণনা করায় আপনি সার্থক।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

আহলান বলেছেন: হৃদয়ে শুভ্র চিন্তা কতো,
উঠে বুদবুদের মতো
মিশে যায় চিরতরে
পাছে লোকে কিছু বলে ......

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

মোল্লা রিফাত রায়হান বলেছেন: চাঁদগাজী ভাইয়া হয়তো এটাককে সত্য ঘটনা মনে করছেন! এটা নিছকই একটা গল্প!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.