![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পৃথীবিতে অনেকেই অটিজম আছে, অটিজম হচ্ছে স্বাভাবিক শারীরিক কার্যক্রমে যারা স্বাভাবিক ভাবে লিপ্ত হতে পারেন না। স্বাভাবিক কি আসলেই স্বাভাবিক? কুকুর হাত দিয়ে খাবার খায় না কেন? গরু মাথা খাটিয়ে কাজ করতে পারে না কেন? খরগোশ চাইনিজ, থাই সুপ খেয়ে মজা পায় না কেন? হাতি কথা বলতে পারে না কেন? ওরা কি স্বাভাবিক না অস্বাভাবিক?
আচ্ছা এগুলো কে শিখিয়েছে আপনি যেটা করতে পারেন, আপনাদের বেশীর ভাগ যেই কাজ করতে পারে অন্যরা সেই কাজ না করতে পারলে সে অস্বাভাবিক? আপনি কি কখনো শুনে দেখেছেন তার কাছে যার জন্ম থেকেই হাতটা বাকা সে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খায় অথবা শুয়ে ছাগল বা অন্যান্য প্রানীর মত খাবার খায় সে কষ্ট পায়? আপনি কি জিজ্ঞেস করেছেন একটা পাগলের কাছে যার তথাকথিত বুদ্ধি নেই বলে সে অস্বস্তি বোধ করে? আচ্ছা বাদ দিলাম মানুষের কথা কখনো একটা গরু কি ভাবে আহা মানুষের মত আমার যদি হাত থাকত আমি মানুষ মারতে পারতাম বা চুরি করতে পারতাম? কোন হাতি কি এটা ভাবে আমার যদি মানুষের মত স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হইতাম আমার শরীর, শক্তি আর কু-বুদ্ধি দিয়ে সারা পৃথিবী লুটে খেতে পারতাম, আমি বিশ্বের একমাত্র ক্ষমতাধর পলিটিকাল প্রানী হইতাম! নাকি ওরা এটা ভাবে আপনি হাত দিয়ে খান, কু-বুদ্ধি দিয়ে মানুষ মারেন, হারাম খান, আপনার প্রজাতীকে পরতে পরতে অপমান করেন এই জন্য ওদের সমাজে আপনি ওদের থেকে নিকৃষ্ট প্রানী। হয়ত ওরা এটাই বলে আপনি মূর্খ তাই ওদের ভাষা বোঝেন না। আপনি মানুষ নামক প্রানী তাই বলে আপনার মানুষের মানুষে ভাগাভাগী করার অধিকার কে দিয়েছে? আপনাকে কে সহমর্মিতা দেখাতে বলেছে আহারে ওর বুদ্ধি নেই, সালা পাগল। কে বলতে বলেছে ইশ! লোকটার একটা পা স্বাভাবিক না। আপনি আমি সিম্প্যাথি দেখাই বলেই ওরা আজ দুংখি নইলে ওরা বুঝতই না ওরা কষ্টে আছে, বোঝার কথাই না। আপনিই ফারাক তৈরী করে দেন, আপনিই আপনার প্রজাতীকে দুংখে কষ্টে ভোগান। এগুলো করেই আজ পৃথিবীতে এতগুলো দেশ, এত ধর্ম, এত পতাকা, এত সীমানা, এত যুদ্ধ, এত ইনভেনশান! দরকার নাই, হয়তো অটিজমদের প্রতি এই অসুস্থ মানষিকতাই কয়েকশবছর পরে ওদের আলাদা কোন প্রানী নামে চিনবে, নতুন নাম হবে ওদের তখন ওরা স্বাভাবিক থাকবে, কেউ ওর বুদ্ধির জন্য, কেউ ওর শারীরিক অসুস্থতার জন্য সিমপেথি দেখাইতে যাবে না। হয়তো ওদের মত আপনিও কোন সমাজের অবহেলিত, অস্বাভাবিক ছিলেন যেই গোত্রের ছিলেন ওরা আপনাকে নিয়ে হাস তামাশা করত, আপনাকে অস্বাভাবিক মনে করত। আস্তে আস্তে ঠেলে দিয়েছে এক অসামাজিক গোত্রে। আপনি আজ পৃথিবীতে শাসন করছেন নিজেকে শ্রেষ্ট মনে করছেন, আসলেই কি তাই কাল তো কুকুর, গরু, মাছ, বাঘ, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পৃথিবী শাসন করবে না তার কি গ্যারান্টি আছে?
©somewhere in net ltd.