নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“নো থাইসেল্ ফ”

০১মৃনাল

অনামী, বেনামী, বিষাক্ত।

০১মৃনাল › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের চিঠি

২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১০

বছর পাচেক আগের কথা বলছি, ১৯ বছর বয়সের কথা, তখন আমাদের আড্ডা হত সায়েন্স ফিকশান, স্টার্টআপ আর মানব দর্শন নিয়ে। প্রেমের উত্তাল বয়সে আমরা একটু বেশীই পাকামী করতাম বলে মনে হত মাঝে মধ্যে আমাদের আড্ডায় এটাও প্রসংগ হত আমাদের বয়সের চেয়ে ম্যাচুরিটি বেশী। ফিরে যেতে চাইতাম বয়সের চাহিদার কাছে হত প্রেমের গল্প, এক উষ্ণ অনুভূতি ভাগাভাগির গল্প। দূর্ভাগ্য যে তখন আড্ডায় অংশ নেবার মত কোন গল্প আমার ছিল না। কিন্তু আড্ডাকে প্রানবন্ত করতে প্রেমের ভবিষ্যত অনুভুতিকেই বাস্তবে রূপ দিতাম তার মধ্যে একটা আইডিয়া ছিল উত্তম কুমারের আমলের চিঠি লেখার গল্প। আধুনিক যুগে বেমানান হলেও একটা রোমান্টিক অনুভুতির জন্মদিয়েছিল সেদিন আসরে।
চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এক স্নিগ্ধ তরুনী, দৃষ্টিতে কবিতার মত মোহময় অপেক্ষা নিয়ে দিন গুনছে আমার চিঠির জন্য। তিনি অপেক্ষা করছেন ঘুম জড়ানো সকালে, গ্রীষ্মের তপ্ত দুপুরে, মন খারাপের বিকেলে, রক্তিম আভায় ছেয়ে থাকা গোধুলীতে। তিনি আরো অপেক্ষা করছেন রবীন্দ্রের প্রেম মাখা সুরে, দ্বাদশীর জ্যোৎস্নায়, অষ্টাদশীর আধারে।
অপেক্ষাগুলো জোনাকির মত আলো জ্বেলে আমাকে ঘিরলো, অভিভূতের মত অপেক্ষাগুলোকে দেখতে লাগলাম। মোহম্মদ রাফি আর লতা মঙ্গেশকের নিখুত প্রেমের সুর যেন অপেক্ষাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছিলো।
দেখতে দেখতে কখন যে ছোট্ট বালকের মত গুটিসুটি ঘুমিয়ে পড়লাম, তারপর স্বপ্নের ভিতর স্বপ্ন হয়ে লিখতে শুরু করলাম চিঠি। এক স্নিগ্ধ তরুনীর জন্য চিঠি।
অপেক্ষারত তরুনীকে বলতে চাই, চিঠি পাঠিয়েছি যাদুকর ডাকপিয়নের হাতে। ব্যস্ত শহরের অনুপম দিনে আধুনিক স্ক্রিনে ভেসে উঠবে সে চিঠি। আমার স্বপ্নের ভেতর স্বপ্ন হয়ে লেখা সে চিঠি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.