নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষে আমার তৃষ্ণা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ]

পপকর্ণ

স্বার্থপর মানুষ

পপকর্ণ › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকিং ল ক্লাশে

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

২৮ নভেম্বর ২০১৪ শুক্রবার সকাল ১০:২৩ ওসগুড ক্যাম্পাস ইটন সেন্টার টরন্টো



প্রিয় মৃন্ময়ী,

ব্লগটি লিখছি ব্যাংকিং ক্লাশে বসে। সত্তরোর্ধ্ব প্রফেসর বেঞ্জামিন গেভা হলেন ইন্সট্রাক্টর। এই ইহুদি প্রফেসরের প্রচুর বই লেখা আছে ব্যাংকিং ল'র উপর। পণ্ডিত মানুষ। সমস্যা হলো তার বক্তব্য ভীষণ বিরক্তিকর! ক্লাশে মোট উপস্থিত আছি ৯ জন। আর ভিডিও কনফারেন্সে আছে আরো ৬ জন। মজার ব্যাপার হলো ক্লাশে উপস্থিত ৯ জনই যার যার ব্যক্তিগত কাজে ব্যস্ত। তিনি লেকচার দিয়ে যাচ্ছেন। কিন্তু কারোরই তার লেকচারে মনোযোগ নেই।



আমি তো রীতিমতো ভয়ে আছি। এই কোর্সে আমি কিছুই পড়িনি। এমনকি ক্লাশেও কোনো কিছু ফলো করিনি। কোর্স শেষে যখন টেকহোম এক্সাম দিবে, তখন কী হবে কে জানে!



দেখতে দেখতে প্রথম সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলছি যে, এই কোর্সটির ক্লাশ প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা। আগামি শুক্রবার কোর্সটি শেষ হবে। আর কর্পোরেট ফাইনান্স কোর্সের ক্লাশ শেষ ইতোমধ্যে। প্রতি বুধবার রাত্র ৭টা থেকে ১০ পর্যন্ত ক্লাশ হতো।



২.

গত সোমবার নতুন সেল কিনলাম। উইন্ডোজ সেল। ২০৩ ডলার। শাপলা আন্টির ধার দেয়া ৫০০ ডলার থেকে কিনেছি।



৩.

এমারাল্ড লিগ্যাল প্রোফেশনাল কর্পোরেশনে রাজ্জাক ভাইর সাথে কাজ করা নিয়ে কিছু লেখার ইচ্ছে রইলো। বর্তমানে শুধু এটুকু বলতে পারি আমার বাবার পর ওনার মতো বিনয়ী মানুষ আমি আর দেখিনি। যথেষ্ট বুদ্ধিমান, মেধাবি একজন মানুষ।



৪.

গত পরশুদিন এক কাহিনী জানলাম। বাংলাদেশের বিখ্যাত নাট্য-পরিচালক চয়নিকা চৌধুরি একজনের সাথে কঠিনভাবে ভালোবাসায় লিপ্ত। তিনি তাকে বিয়ে করতে চাচ্ছেন। শুনে একটু অবাক হলাম বটে! যদিও বর্তমানে সময়ে এটা অস্বাভাবিক কিছু না!



৫.

উফফ! ঘুম পাচ্ছে!





[অদ্ভুত ব্যাপার হলো গেভার এই ব্যাংকিং ল কোর্সেই আমি এ প্লাস পেয়েছি। আইনে কারো এ প্লাস পাবার রেকর্ড আছে কিনা জানি না! তবে আমি যতজনের কাছে জিজ্ঞেস করেছি অধিকাংশ এ মাইনাস থেকে বি পেয়েছে।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.