নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষে আমার তৃষ্ণা

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ]

পপকর্ণ

স্বার্থপর মানুষ

পপকর্ণ › বিস্তারিত পোস্টঃ

ক্রিসমাস পার্টি ২০১৪

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

২৬ ডিসেম্বর ২০১৪ শুক্রবার রাত্র ১০টা ৩৫ প্লামরোজ টরন্টো ওন্টারিও



কানাডাতে ক্রিসমাস মানেই এলাহী কারবার। বিপুল আনন্দে মানুষ ক্রিসমাস হলিডে উদযাপন করে। নানা ধরনের উৎসব, সাজসজ্জা, কেনাকাটা আর আনন্দায়োজনে সময় কাটে কানাডিয়ানদের। আমার জন্য প্রথম ক্রিসমাস এটা। সুতরাং অবশ্যই বিশেষ কিছু। ধারণা করেছিলাম খুব সাদামাটা যাবে দিনটি। তনুকাদের বাসায় ইনভাইটেশন ছিলো। এমনকি তনুকা বিন্দু আপুকেও বলে রেখেছিলো যাতে বিন্দু আপু আমাকে পিক করে নিয়ে যায়। কেননা, তনুকাদের বাসা স্কারবরো থেকে প্রায় দুই ঘন্টার জার্নি; ব্রাম্পটনে। যাই হোক, তনুকাদের বাসায় যাওয়া হয়নি। তবে মিজান আঙ্কেলের বাসায় পার্টির আয়োজন করা হয়েছিলো। সেখানে উপস্থিত ছিলাম মিজান আঙ্কেল, জাহাঙ্গীর কাকা, পারভিন কাকি, শাপলা আন্টি, ইনকা, সামিরা, নিপা-বিপ্লব জুটি, সোমা-হিরু জুটিসহ বাচ্চা-কাচ্চারা। পরবর্তীতে নাট্যকার চয়নিকা চৌধুরী এসেও যোগ দেন। রূপমও এসেছিল। সবাই বেশ গল্পগুজব করলাম। ভালোই গেলো সময়টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.