![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই নগর
ট্রাফিকজ্যামে স্থীবর
সাইকেল-রিক্সা
কার কি বাস
ভরতি রাস্তার দুই পাস।
এম.পি-মন্ত্রীর কার রাস্তায়
নামলে-রাস্তাটা কাটলে
আর নেই রক্ষে।
ট্রাফিক পুলিশের অপারদর্শিতা আর
গাড়ির আধিক্য-
পেট্রলের ধোয়ায়,সূর্যের তাপে
মানুষ গদানো লোকাল বাসে
মানুষের প্রান করে আসফাস
মাস্টার-অফিসার ধমকায়
ছাত্র-কর্মচারীকে,বলে-
কেনো দেরি করলে?
বুঝতে চায় না তারা কি হয়
ট্রাফিকজ্যামে পড়লে।
মন্ত্রী -মিনিস্টারের পোহাতে হয়না
দুর্ভগ
তাই সমস্যা সমাধানের নেই কোনো
উদ্যোগ
যখন নেই কোনো উপায়
সভ্যতার চাকা যখন অচল।
তখন পা-ই সম্বল
হেটে চলো গন্তব্যে-সময় বাচবে।
ছবিঃ গুগোল।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক