![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজীবন মাটির মানুষ হয়ে থাকতে চাই।হিংসা, অহংকার,ভন্ডামী এই তিন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জিততে চাই
প্রিয় ভাবিতা,
আমার দুঃখের দিনগুলোতে,সময় বিলিয়েছ তুমি
সুখের ছবিগুলোকে করেছ রঙিন
তোমার দুঃখ-সুখের ভাগীদারও ছিলাম আমি
আমরা ছিলাম একে অপরের
মনের খবরের মনোযোগী পাঠক
অথচ কি অদ্ভুত!
আমাদের কখনোই সরাসরি কথা হয়নি,
এমনকি তোমার কন্ঠস্বরও শুনিনি কখনো
আমাদের সম্পর্কের ইমারত গড়ে উঠেছিল
বিশ্বাসের মজবুত পিলারে
তুমি এ সম্পর্কের নাম দিয়েছিলে,'বন্ধুত্ব'
আচমকা একদিন জানালে,
তোমার বিয়ে ঠিক হয়ে গেছে
আমি যথারীতি শুভ কামনা জানালাম
বন্ধুর বিয়েতে বন্ধুর
খুশি হবার কথা, উল্লাস করবার কথা
কিন্তু ভাবিতা,
তোমার বিয়েতে আমার, কষ্ট হচ্ছে ক্যানো?
২| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর প্রকাশ
১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০০
মৃত্তিকামানব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।