![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেতফলের ওই চোখটি দিয়ে
কার পাটিতে নকশি আঁকো,
পাখির নীড়ের মায়া হয়ে
কার মনেতে বাসা বাঁধো।
তীর্থ কাকের তৃষ্ণা তুমি
বসে আছো ওই বাইজি-ঘরে,
কার হ্নদয়ে প্রবেশ করো
মাঘের নীলাভ সন্ধ্যা হয়ে।
কালো জামের চুলের দোলায়
কেমন করে মনটি দোলাও,
পয়লা রোদের গন্ধ হয়ে,
এদিক-ওদিক নেচেঁ বেড়াও।
বৈচিঁ ফুলের হাসি হয়ে
লেগে আছো কার ঠোটেতে
জালি লাউয়ের পরশ হয়ে,
বিলি কাটো কার প্রেমেতে।
অশোক গাছের পাতা হয়ে
মগ্ন তুমি কোন বেদিতে,
মধুর রসে নগ্ন হয়ে
নাইতে নামো কার নদীতে।
নূতন বাশেঁর বাশী তুমি
কেমন করে বাজো দেখি!!
রাঁধা-কৃষ্ণের যুগল হয়ে
বলবে কবে ভালবাসি!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.