নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্যকে হাতরাতে হাতরাতে শূণ্যতেই মিশে যাওয়াই যার শেষ পরিচয়...........

মৃন্ময় মিশু

000000087

মৃন্ময় মিশু › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩

বেতফলের ওই চোখটি দিয়ে
কার পাটিতে নকশি আঁকো,
পাখির নীড়ের মায়া হয়ে
কার মনেতে বাসা বাঁধো।
তীর্থ কাকের তৃষ্ণা তুমি
বসে আছো ওই বাইজি-ঘরে,
কার হ্নদয়ে প্রবেশ করো
মাঘের নীলাভ সন্ধ্যা হয়ে।
কালো জামের চুলের দোলায়
কেমন করে মনটি দোলাও,
পয়লা রোদের গন্ধ হয়ে,
এদিক-ওদিক নেচেঁ বেড়াও।
বৈচিঁ ফুলের হাসি হয়ে
লেগে আছো কার ঠোটেতে
জালি লাউয়ের পরশ হয়ে,
বিলি কাটো কার প্রেমেতে।
অশোক গাছের পাতা হয়ে
মগ্ন তুমি কোন বেদিতে,
মধুর রসে নগ্ন হয়ে
নাইতে নামো কার নদীতে।
নূতন বাশেঁর বাশী তুমি
কেমন করে বাজো দেখি!!
রাঁধা-কৃষ্ণের যুগল হয়ে
বলবে কবে ভালবাসি!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.