নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা নিমচাঁদের ব্লগ

পুড়ছিল ওই শ্মশান ভরে কাঠের রাশি, পুড়তে আমি ভালোবাসি, ভালোইবাসি।

নিমচাঁদ

ঝিনুক নীরবে সহো,ঝিনুক নীরবে সহো ঝিনুক নীরবে সহে যাও, ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নিমচাঁদ › বিস্তারিত পোস্টঃ

ও মাহবুবা !

০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

বলাকা সার্ভিসে কাকলী থেকে গোপীবাগের মোড় পর্যন্ত ২ টাকা ভাড়া । সে টাকাটাও ম্যানেজ করতে পারছিনা ।আমাদের এখন বাড়ির কাজ ধরা হয়েছে , রড , কাঠ, সিমেন্ট এ চারিদিক একাকার , আব্বার পকেটে টাকা নেই - আমার পকেটে কিভাবে থাকবে ?
এক মায়াময় ভোরে ছাদের বেশ কিছু রড বেচে দিলাম। অল্প কিছু টাকা যোগাড় হলো , আর কে মিশন রোডের চার তালা বাড়িটির সামনের রকে সকাল থেকে রেড এন্ড হোয়াইট সিগ্রেট টানতে থাকি । মাঝে মধ্যে হয়তো দু এক কাপ চা জোটে কিন্ত মনে রয়েছে পকেটের টাকাগুলার হিসেব নিয়ে কড়কড়া জ্ঞান ।
শকুনের মতোন চোখ নিয়ে চারতালার বারান্দার দিকে চেয়ে আছি , সিচুয়েশন পক্ষে থাকলে , সেখানে একটি লাল কাপড় ঝুলার কথা ।
কিন্ত ৪/৫ ঘন্টা হয়ে গেলো , কাপড় তো দূরের কথা , এ বাসায় কোন জন মানব আছে কিনা তাও বুঝতেছিনা। সামনের ল্যান্ডফোনের দোকান থেকে কল দিবো কিনা ভাবতেছি , কিন্ত আমার কঠিন গণিত জ্ঞান হিসেব করে জানালো , বাস ভাড়ার অভাবে টীকাটূলি থেকে কাকলী পর্যন্ত আমাকে হেঁটে ফিরতে হতে পারে ।
সেপ্টেম্বরের এ সময়ে হঠাত আকাশ কালো হয়ে আসলো , চায়ের দোকানে আর দাঁড়ানোর জায়গা নেই , আশে পাশ থেকে অনেক লোকজন আশ্রয়ের জন্য চলে এসেছে , জামা কাপড় ভিজে যাচ্ছে ,সেদিকে খেয়াল নেই শুধু পকেটের অল্প কয়টা টাকা হাতে চেপে ধরে , আমি কঠিন চোখে চারতালার দিকে তাকিয়ে আছি , যদি কোন লাল কাপড় দেখা যায় ।

আমার ভাগ্য সব সময়েই ভালো , খুব সুপ্রসন্ন । আধা ঘন্টা পরে লাল কাপড় হাতে মাহবুবা কে বারান্দায় দেখতে পেলাম।

এর পরের দু ঘন্টা আমার সারা জীবনের পাথেয় । চারতালার সিড়ির ল্যান্ডিং এ আমি মাহবুবার কোলে মাথা রেখে শুয়েছিলাম , আর মাহবুবা আমার হাতের বড় হওয়া নখ গুলো কেটে দিচ্ছিলো ।
তুমি কি এ দিনের কথা ভুলে যাবে ? - মাহবুবা তার গভীর কালো চোখ তুলে আমাকে জিজ্ঞাসা করলো ।
আমি পকেটের টাকা কয়টা কি পরিমান ভিজে গেছে , সেট এক হাত পকেটে ভরে বুঝে নিচ্ছিলাম ।
আনমনে উত্তর দিলাম, বৃষ্টি এলেই , সারাজীবন আমার এ দিনের কথা মনে থাকবে ।ভালোবাসার মানুষ কাছে এলে নাকি ভালবাসার রং ফিকে হয়ে যায় , নাকি ভালবাসার মানুষকে জীবনে পেতে নেই -- এই সব সমীকরণের বেড়াজাল পেরিয়ে
কুড়ি বছর পর- মাহবুবার সাথে আবার ফের যখন ফোনে কথা হচ্ছিলো , সে তখন ব্রিসবেনে আর আমি ঢাকায় ... ব্রিসবেনে যখন বৃষ্টি হয়,আমাদের ঢাকায় তখন বৃষ্টি হওয়ার কথা না ।
কিন্ত সেদিন আর এরপরে যে কদিন মাহবুবার সাথে আমার যে কবার কথা হয়েছে , ততোবারই ঢাকায় ঝরঝর বৃষ্টি হচ্ছিলো আর ওপাশ থেকেও বজ্রসহ বৃষ্টিপাতের শব্দ পাচ্ছিলাম। অনেক দূর হতে কেউ কাঁদতে থাকলে সেটি কান্নার শব্দ নাকি বৃষ্টির শব্দ -বুঝা যায় না --তবে ব্রৃষ্টি বা কান্নার সময় শ্রোতার শব্দ করার নিয়ম নেই -- তাই আমি সেই আগের মতোই , চুপ করে ফোন কানে ধরে বসে থাকতাম .।।।

অবশ্য ভালোবাসার নতুন ধারাপাতে এখন আর এক বলতে কিছু নেই , ভালোবাসা এখন অনেক জনাতেই হয়ে যায় । মাহবুবাও শুনেছি কয়েকজন কেই ভালোবেসেছে , আমিও কি তার ব্যতিক্রম হয়েছি! জানিনা , তবে সংসারে ব্যস্ত হয়ে গেছি দুজনেই ।

আর কে মিশন রোডের চারতালার সেই বারান্দায় -মাহবুবার লাল কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করে কিনা জানি না , তবে আমি এখনও গোপীবাগের মোড় পার হতে গিয়ে দাঁড়িয়ে যাই ,সেই বারান্দার নীচের টং এর দোকানে চা এর অর্ডার দিয়ে আনমনে উপরের দিকে চেয়ে থাকি ,
আমি জানি আমার ভাগ্য অনেক সুপ্রসন্ন, কে জানে,লাল কাপড়টি হয়তো আবার কখনো নড়তেও দেখা যেতে পারে ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

বিষন্ন পথিক বলেছেন: মানুষের জীবনটাই মনে হয় আক্ষেপে ভরা থাকে, কেউ মাহবুবাকে না পেয়ে কষ্ট পায়, কেউবা পেয়ে মনে হয়, এর দরকার ছিলনা, লেখাটা ভালো হয়েছে, শুভকামনা

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

নিমচাঁদ বলেছেন: এই সমীকরণ মেলানোর ক্ষমতা মানুষকে দেয়া হয়নি

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

সুমন কর বলেছেন: লাল কাপড়টি কখনো নড়তেও দেখলে আমাদের জানাইয়েন..... ;)

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

নিমচাঁদ বলেছেন: ''আমার এ গান
কোনোদিন শুনিবে না তুমি এসে–
আজ রাত্রে আমার আহ্বান
ভেসে যাবে পথের বাতাসে–
তবুও হৃদয়ে গান আসে! ''

৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: আক্ষেপ ছাড়া বোধ হয় জীবন অচল!

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

নিমচাঁদ বলেছেন: আক্ষেপ না , ছাপার অক্ষরে লেখা জীবনের গল্প -- মোছার ইরেজার নেই

৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

আবু তালেব শেখ বলেছেন: ব্যর্থ প্রেমকাহিনী শুনলে আমারো নিজের কিছু স্মৃতি মনে পড়ে যায়। বুকের ভেতর চাপা কষ্ট উতলে উঠে।

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

নিমচাঁদ বলেছেন: প্রেম ব্যর্থ কিংবা সফলতার বাহন নয় --- প্রেম জীবনের খুব ঘনিষ্ঠ গল্প

৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

বাংলার হাসান বলেছেন: বহু বছর পর ব্লগে ঢুকে প্রিয় ব্লগারের লেখা পড়ে স্মৃতি কাতর হয়ে মনটা চলে গেলো কোন এক মাহবাময় দিনে।

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

নিমচাঁদ বলেছেন: হ্যালো হাসান ভাই -- অনেকদিন পরে দেখা ---

৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

বাংলার হাসান বলেছেন: কেমন আছেন নিমচাঁদ ভাই।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "প্রেম ব্যর্থ কিংবা সফলতার বাহন নয় --- প্রেম জীবনের খুব ঘনিষ্ঠ গল্প " খুবই পছন্দ হৈছে কথাটা।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইশ! তখন যদি মোবাইল থাকতো...

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:২৯

হুমায়রা হারুন বলেছেন: অসাধারণ

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

প্রামানিক বলেছেন: সুন্দর কাহিনী। ধন্যবাদ

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

ফয়সাল রকি বলেছেন: চমৎকার আবেগী গল্প।
তবে ছাদের কিছু রড বেচে দেওয়াতে সমস্যা হয়নি তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.