নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাথিত হৃদয় বিষে ভরা আজ স্বপ্ন ভাঙ্গা এক ফসল বুনা জমিন চষে

মাহমুদুর রহমান সুজন

ব্যাথিত হৃদয় বীষে ভরা আজ স্বপ্ন ট্রুটির এক ফসল বুনা জমিন চাষে...

মাহমুদুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

তোমার দেখা পাব বলে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

তুমি কোথায়,
একবার দেখা পাব কী তোমার?
নয়ন মেলে কত চেয়ে দেখি কোথাও তুমি নেই
চাঁদ তারারা মাঝে -মাঝে লোকচুরি খেলে
বুঝাতে চাও কী তাদের একটি তুমি
রাত পোহালেই আবার সবিতার রূপ মনে হয়
এও হতে পার তুমি
কিন্তু তাও নও
ঐ সে সাগর ওখানেও যাই তোমার দর্শন মিলবে আশে
ঢেউয়ে- ঢেউ মিলিয়ে দিয়ে তুমি কী নাচ নৃত্য ছন্দে,
রাতের ফসফরাস জ্বলা দেখে অভিভূত হই, এখানে কোথাও!
এখানেও মন তুষ্ট নয়
চোখ যেন পাহাড়ের চূড়ায়
সবুজ বনানীতে তোমার নাগাল পাব বলে যাত্রা শুরু এবার
কিন্তু সেখানেও যে তুমি নেই
তবে কি সেই কসুম কুঞ্জে সবচেয়ে চমকিত ফুলটিতে বসে হাসছ
এমন ফুলতো কতই ফোটে, আবার ঝরে যায়
কোনটাতে তুমি ধরে নিব_

মনে হয় তুমি সামনে কোথাও
ফোকলা দাঁতে হাস্য শিশুটির হাসিতে তোমাকে খোঁজি
আবার ক্ষুধার্ত শিশুটির মুখাবয়বে তুমি কী করুণা ঢেলে দিলে!
নিরাশ মন বার -বার ফিরে তোমার দেখা না পেয়ে
আমি কোথায় যাই তোমার খোঁজে_____
পাবনা তাই দেখা ফিরি গোধুলী বেলা শেষে
প্রদীপ জ্বেলে এবার তোমাকে খোঁজে আমার মন চারপাশে
তাতেও কী তোমার দেখা মিলে?


আমি কোথায় যায়নি তোমার খোঁজে
কোথাও পাইনি তোমার দেখা
দেখতে পাবনা যানি এ জীবনে
ক্ষন-কালে কী মিটে মরুতে চাতকের বর্ষণের স্বাদ
অপেক্ষা সেতো প্রহর গনা কাল
কত যুগে একটি জীবনের অবসান হয়
সেত অজানা....
কত সেকেন্ড সামনে বাকী
হয়তো এরপরেই তোমার দেখা পাব
ওপাড়ের যাত্রা শুভ কিংবা অশুভ
তাতেই খুশি প্রেমিকের মন
অন্তত তোমার দেখা পাব বলে।

মন্তব্য ৮৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: তোমায় দেখা পাব বলে। সেই চিরচেনা আশা।
সুন্দর।

বেশকটি টাইপো আছে।
শুভবিকেল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটানেই টাইপ করেছিলাম দাদা। জানিনা কবিতা হয়েছে কী? তবে লিখার প্রবল ইচ্ছায় একটা কিছু লিখা। বানানে আমি তেমন পাকা নয়। ধন্যবাদ আপনাকে পাঠে ও সুন্দর মন্তব্য দানে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লেগেছে +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই শাহরিয়ার কবীর অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য মন্তব্য রেখে যাওয়ার জন্য। ভাল থাকবেন সবসময় এই কাম্য।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

জাহিদ অনিক বলেছেন: দেখা পেলেন সুজন ভাই ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: না ভাই পাইনি দেখা। যুগে যুগে কত সাধক ঘর ছেড়েছেন তারাও কী পেয়েছিল কে যানে। আমিতো আমার আরাধোনা ব্যাক্ত করলাম মাত্র।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ প্রতীক্ষার প্রকাশ।

মনেরমত একটা কবিতা পড়ে গেলাম ভাই।
প্রিয়তে থাকুক।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে আমি তেমন লিখতে পারিনা ভাই, মনে হয় আপনি একটু বেশিই বলেছেন। তবে চেষ্টা করি লিখতে গেলে ধর্য ধরে না। কাজে কাজে যন্ত্র মানব হয়ে যাচ্ছি দিন দিন।
তবে আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনিও ভাল লিখেন দেখে আসছি আপনার ব্লগ বাড়িটি। কয়েকদিনি নিয়মিত যাই ওখানে।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি ভাই লিখি তবে আপনাদের মতো মানসম্মত লেখা আমি এখনো লেখতে পারিনা। তবে চেষ্টা করি সবসময় ভালো লিখতে, কিন্তু ঠিকঠাক পেরে উঠছি না। দোআ করবেন।

আপনার এই কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বেশি বলিনি ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি ও ভাল লিখেন, যারা মন থেকে মনে কথা ব্যাক্তকরে তারাই লেখক। তারপরে কবিতার মতো কঠিন একটি কাজ যে আমাদের মতো ঠুনকু লিখিয়েনদের দ্বারা হচ্ছে তা কম কিসের, সমালোচনা , আলোচনা থাকবে তাতে কখনো ধমে জাবেন না। একজন ও যদি লিখা ভাল না বলে তারপরও লিখে যাবেন।
আমিও তাই কেউ ভাল বলল তাতে আমার যা আসেনা। আমিতো শিখতে এসেছি তাইনা। ভুলে ভরা লিখাই আমাকে শিখাবে। কেননা একটি লিখাই আমাকে লিখক বানাবেনা নিশ্চয়। তাই লিখতে হবে, পড়তে হবে। আর আপনিতো আমাদের আড্ডার একজন বন্ধু। আসবেন আড্ডাতে। আরো নিজের গাওয়ার গান লোড করুণ, লিঙ্কদিন আড্ডাতে। ভাল থাকবেন সবসময়।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ও ও, সেটাও শুনেছেন আপনি!!

গান আমার খালি গলায় বেশ কয়েকটি ছিল, মাসখানেক ধরে আমার ইউটিউব চ্যানেলটি ব্লক। ৯০ দিন নাকি ব্লক থাকবে। এদিকে মোবাইল ফরমেট দিতে গিয়ে সব ডিলিট হয়ে গেছে। নয়তো আরও কয়েকটা গান শুনাতে পারতাম।

হ্যা ভাই, আড্ডাতে যাবো আবার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসবেন আড্ডাতে মন খোলে আলোচনা করব। আপনার কণ্ঠ অনেক ভাল লেগেছে। আপনি অনেক সুন্দর গান করেন।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কথাগুলো দিয়ে সুন্দর একটা গান বানিয়ে ফেলুন । শুনতে ভালো লাগবে ।
শুভ কামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি কবি? আমি তেমন ভাল লিখিয়েন নয়, গীত এতো অসম্ভব! ব্লগে সবাই লিখে দেখে দেখে চেষ্টা মাত্র।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার আগে ”ক” লেখতে সমস্যা হতো ...

লিখতে লিখতে একটু হলেও পারি আপনিও চেষ্টা করতে থাকুন । হবে হবেই একদিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই ?দোয়া করিয়েন, সাথে রাখবেন। আপনার সম্প্রিতির জন্য অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: মাহমুদুর রহমান সুজন

সুন্দর লিখেছেন!:) আর আমারও ভালো লেগেছে ! তাই একটা লাইক দিয়ে গেলাম!:)


তবে কিছু অসংগতি চোখে পড়ল যেমন(তোমার দর্শণ মিলবে আশে;আমি কোথায় যায়নি তোমার খুঁজে )! এছাড়াও ফুটে কথাটি সম্ভবত ফোটে হবে!

এছাড়াও কয়েকটা টাইপো ( যেমন:- অবিভূত;ফুকলা; মুখায়বে;পাশ্বে;ক্ষনকালে;পহর)!


আপনার জন্য অনেক অনেক শুভকামনা!:)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিলিয়ান রহমান ভাই যে আমার ব্লগ বাড়িতে, শুভেচ্ছা জানবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য। আমি অনেক খুশি হয়েছি। হুট করে ব্লগেই বসে কবিতাটি লিখছিলাম। এমনিতে আমি তত ভাল লিখিয়েন না। তারপর ও বানানে অনেক কাঁচা। চেষ্টা মাত্র। দোয়া করবেন। আবারো ধন্যবাদ অনেক।

১০| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

সিফটিপিন বলেছেন: ফোকলা দাঁতে হাস্য শিশু দেখতে কিন্তু খুব ভাল লাগে আমার।





ছুন্দর কবতে।

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি? এই দিন সবার জীবনের একটিক্ষন। ভাল লেগেছে আপনাকে দেখে।

১১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

নায়না নাসরিন বলেছেন: নিরাশ মন বার -বার ফিরে তোমার দেখা না পেয়ে
আমি কোথায় যাই তোমার খুঁজে____
হা হা হা নিরাশ হবেন না ভাইয়া :)
+++++++্

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগ উঠানে এসে পাঠ ও মন্তব্য করে যাওয়ার জন্য। ভাল থাকবেন সবসময়।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১৬

জেন রসি বলেছেন: মানুষের আজন্ম অনুসন্ধান! কেউ কেউ দেখা পায়। অনেকেই পায়না।

কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমি আপ্লুত। তবে আমি ভাল করে জানি আমার ডেকুরেশন তেমন ভাল নয় কেননা আমি এখনো ছাত্র। ভাল থাকবেন সবসময় এক কামনাই।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

নাগরিক কবি বলেছেন: আপনার অপেক্ষার অবসান হোক। কাব্যটি সুন্দর। সত্যি সুন্দর।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার পাঠেও মন্তব্যে অামি প্রীত হইলাম। অনেক অনেক ধন্যবাদ কবি।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

নাগরিক কবি বলেছেন: আমি কবি নই :( নিকের নাম নিয়ে বড়ই বিড়ম্বনায় আছি।

আপনার লেখায় নেশা আছে এক প্রকার। তাই সাথে সাথে ২ টা কবিতা পড়ে ফেলছি। :)

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি খুবি ভাল লিখেন। আমিও আপনার ব্লগ বাড়িতে যাই। হয়তো মন্তব্য করে ওঠা হয়না সময় কোলানোর জন্য। আর আপনার এই আন্তরীকতায় আপনার নিজেকে প্রষ্ফুটিত করে অন্যজনে। আমার ভাল লাগল আপনার মূল্যবার মন্তব্য। ভাল থাকবেন সবসয়।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:১২

টুনটুনি০৪ বলেছেন: অনেক বড় কবিতা লিখলেন।কবিতা ভালো লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভাল লাগার জন্য আমি প্রীত। আপনাকে আল্লাহ যেন ভাল রাখেন সবসময়।

১৬| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ যা পায় না, সেটার জন্য ন খারাপ করে; যা পাওয়া যায়, সেটার প্রতি মন দেয় না।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এযে সভাবত ধর্ম মানুষের। ধন্যবাদ ভাই আপনাকে আমার ব্লগ ঘরে মেহমান হওয়ার জন্য।

১৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


"নয়ন মেলে কত চেয়ে দেখি কোথাও তুমি নেই
চাঁদ তারারা মাঝে -মাঝে লোকচুরি খেলে "

-এবার চোখ বন্ধ করে চেস্টা করেন, তারপর না দেখলে, আশা নেই। কবিতায় ব্যাকুলতা প্রকাশিত হয়েছে।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এবার চোখ বন্ধ করে দিছি জনাব, দেখি কি হয়।

১৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৭

গেম চেঞ্জার বলেছেন: দেখা পেয়ে যাবেন শিগগিরই আশা করছি! :)

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া করিয়েন, দেখা পাইলে জানাব।

১৯| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১০ ই মার্চ, ২০১৭ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই আমি আপ্লুত আপনার মন্তব্যে ভাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। যাযাকাল্লাহ খায়রান।

২০| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

মিঃ আতিক বলেছেন: এ চাওয়ার শুরু এবং এ পাওয়ার শেষ আছে?

১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যে চাওয়া পাওয়া যায় তাতো হামেশায় পাওয়া যায়। যা পাওয়া যাবেনা তার জন্যই তো অনুসন্ধান। ভাল লাগল আপনার মন্তব্য। শুভেচ্ছা জানবেন।

২১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই........?
আজ বাড়িতে আসছি, তাই ব্লগে কম।
তিনদিন একটু দৌড়ে থাকবো। আপনাকে দেখতে এসেছিলাম।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল আছি নয়ন ভাই। আপনি নিশ্চয় ভাল। বাড়ি গেছেন ভাবী , ছেলে ওরা কেমন? ভাল থাকেন , ভাল থাকুক আপনার পুরো পরিবার। দেখা হবে জলদীই আড্ডায়, ব্লগে।

২২| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা
ক্ষন-কালে কী মিটে মরুতে চাতকের বর্ষণের স্বাদ
অপেক্ষা সেতো পহর গনা কাল
কত যুগে একটি জীবনের অবসান হয়
সেত অজানা....


আসলেই সেত অজানা...।
শুভেচ্ছা রইল ।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আমি আপনার অান্তরিকতার তারিফ করছি তারি সাথে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি অাপনি হিজি বিজি চিন্তার কয়টি শব্দ দৃষ্টিগত করেছেন।

২৩| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫১

জুন বলেছেন: এত আশা নিয়ে সমস্ত দুনিয়া ঢুরে ফিরছেন তাকে পাবার জন্য মাহমুদুর রহমান সুজন !
আশা করছি অচিরেই আপনার মনোবাসনা পুর্ন হোক ।
সুন্দর কবিতায় প্লাস :)
+

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি, এই ব্লগে বসে লিখতে চাই মনে যা ছাই পাশ আসে লিখি। একটা পোষ্টতো করতে হবে। এর বেশী কিছু নয়। আপনার সুন্দর মন্তব্য আমাকে প্রীত করেছে।ভাল থাকবেন সবসময়।

২৪| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে শুভেচ্ছা শতত। ভাল থাকবেন সবসময়।

২৫| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২০

নায়না নাসরিন বলেছেন: :(

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ অনেক । ভাল থাকবেন সবসময়।

২৬| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝা পাবলিক আমি......শুভেচ্ছা জানিয়ে গেলাম।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি ভাই কবিতার সাগরে ভাসেন। আমরা আবেগী মানুষ। আপনি রিয়েলিটি নিয়ে আছেন। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

২৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:
নেন কফি খান :D

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারুণতো ধুমায়িত কফি। ঝাক্কাস হইছে ভাই। এবারো ধন্যবাদ। ভাল থাকবেন।

২৮| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও ভালো থাকুন, সব সময় :)

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়া আনিল হামদুলিল্লাহ।লা ইন্সা যিকির আল্লাহ। যাযাকাল্লাহ খায়রান, আল্লাহ আতি হায়াতে তাইয়্যাবা, ওয়ারযুকনি।

২৯| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় তুমি সামনে কোথাও
ফোকলা দাঁতে হাস্য শিশুটির হাসিতে তোমাকে খুঁজি
আবার ক্ষুধার্ত শিশুটির মুখাবয়বে তুমি কী করুণা ঢেলে দিলে!


বাব্বা কত সুন্দর ভালবাসার আহা

খুব ভাল লাগলকবিতা

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি আপু দেখি!!! ওয়াও। আমিও প্রীত। শুভেচ্ছা শতত আপুনি।

৩০| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে পোস্ট কখন চলে যায় -দেখিই না
এবার অনুসরণ করলাম । আর হারাবে না ভাইয়া হাহাহাহা

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই বুঝি? আমার প্রিয় কয়জন ব্লগার দের তালিকায় আপুনি তুমি সেই প্রথম বেলা থেকে। আমি একজন ভাল পাঠক। লিখা এখনো শিখে উঠতে পারিনি। সখের বসে এই ছাই পাস লিখি।

৩১| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫১

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগল।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভাল লাগই যে আমার সামনে চলার প্রেরণা। ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আনেক সুন্দর কবিতা লিখেছেন প্রিয় কবি।

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি কবি নয় ফরিদ আহমদ চৌধুরী ভাই। শখের বসে দেখতে দেখতে লিখা। তবে আপনার পোষ্টগুলো খুঁজে খুঁজে পড়ি। ভাল আছেন নিশ্চয়। মহান রবের নিকট প্রার্থনা অাপনাকে হায়াতে তাই্যবা দান করুণ।

৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



অনেক সময় গেলো, ঋতু বদলেছে, আপনার ফেরার সময় হয়ে গেছে!

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবুক মানুষ সে খবর কী আছে! তেব ধন্যবাদ ইয়াদ এনে দেওয়ার জন্য। সত্যিই আপনি অসাধারণ। ভাল থাকবেন গাজী ভাই।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে সুন্দর ভাবে প্রেমিক মনের চিরন্তন আকুতি উঠে এসেছে।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়্যা। আমি আপনার মন্তব্য প্রীত হলাম।

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:







আমি কোথায় যায়নি তোমার খুঁজে
কোথাও পাইনি তোমার দেখা
দেখতে পাবনা যানি এ জীবনে
ক্ষন-কালে কী মিটে মরুতে চাতকের বর্ষণের স্বাদ
অপেক্ষা সেতো পহর গনা কাল
কত যুগে একটি জীবনের অবসান হয়
সেত অজানা....
কত সেকেন্ড সামনে বাকী
হয়তো এরপরেই তোমার দেখা পাব ------------------চমৎকার হয়েছে।


ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য রেখে আমাকে কৃতার্থ করেছেন। ভাল থাকবেন সবসময় সেই প্রত্যাশা চিরন্তন।

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২

অভিজিৎ সমদ্দার বলেছেন: ভালো লাগল।

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি প্রীত হলাম।

৩৭| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: আমি কোথায় যায়নি তোমার খুঁজে
কোথাও পাইনি তোমার দেখা
দেখতে পাবনা জানি এ জীবনে
ক্ষন-কালে কী মিটে মরুতে চাতকের বর্ষণের স্বাদ

খুব সুন্দর হয়েছে কবিতা , আমি মুগ্ধ

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে কি দিয়ে যে সমাদর করবো ভাই ব্লগ বাড়িতে অামার অজানা। আমি যে কতটুকু আপ্লুত হয়েছি আপনার কমেন্ট পড়ে তাও ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি বা আরো কয়জন আমার প্রিয় ব্লগার আছেন তাদের জন্যই হয়তো ব্লগে থাকা।
আমি তেমন ভাল লিখতে যানি না তারপরেও মনের হাবি যাবি যাপিত জীবনের কিছু আওড়ানো মাত্র।

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

কানিজ রিনা বলেছেন: দারুন + + + +

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য। ভাল থাকবেন সবসময়।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

আরিয়ান রাইটিং বলেছেন: "মনে হয় তুমি সামনে কোথাও
ফোকলা দাঁতে হাস্য শিশুটির হাসিতে তোমাকে খুঁজি
আবার ক্ষুধার্ত শিশুটির মুখাবয়বে তুমি কী করুণা ঢেলে দিলে!"

মনের ভিতরে ধাক্কা লাগলো।খুবি সুন্দর।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাই যদি হয় ছোট্ট করেতো দাক্কা দিতে পারলাম। হা হা হা । নতুব বছরের শুভেচ্ছা অনন্ত।

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আবার এসে দেখে গেলাম। দোয়া করি আরো পরিনত হয়ে উঠুন।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ বড় আবারো আসার জন্য। ভালো থাকবেন রবের অশেষ কৃপায়।

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল ভাই,
শুভ নববর্ষ।

সুস্থ সুন্দর সুখের হোক আপনার আগামী প্রতিটি ক্ষণ।
শুভকামনা সবসময়।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা । আপনার প্রতিটি দিন কাটুক অনাবিল আনন্দে। ধন্যবাদ বিশেষ দিনে স্বরণ করার জন্য।

৪২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

মানবী বলেছেন: "কত যুগে একটি জীবনের অবসান হয়
সেত অজানা....
কত সেকেন্ড সামনে বাকী
হয়তো এরপরেই তোমার দেখা পাব"
- পড়ে মনে মনে প্রার্থনাই করেছিলাম, তাই যেনো হয়- কয়েক সেকেন্ড পরেই যেনো দেখা মিলে কাঙ্খিত জনের। পরবর্তী লাইনগুলো পড়ে মন খারাপ হলো!!

চমৎকার লিখেন আপনি! খুব ভালো লেগেছে কবিতা পড়ে।
ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যদি বলি আজ সকালটা আমার অভুতপূর্ব কারনে ভাল হয়ে গেল ভুল হবে না হয়তো। কবিতাটুকু শুধুই আমার ভাবের অন্বেষণ ।এমন একটি মন্তব্য দেখে কারোর মন খারাপ থাকাটা উচিৎও নয়। আপনার ভাল লেগেছে জেনে আমি ভিষণ প্রীত। অনিশেষ শুভেচ্ছা আপনাকে।

৪৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

মানবী বলেছেন: আমার ভাষাজ্ঞান, বানান আর টাইপের অবস্থা খুব করুণ। তারপরও ছোট্ট একটি দুঃসাহস করছি, পোস্টটি বেশ পুরনো, কারো চোখে পড়বেনা এই আশা করে।

কয়েকটি টাইপের ভুল শুধরে নিলে অসাধারন কবিতাটি আরো ভালো লাগবে।
অবিভূত---- অভিভূত
তোমার খুঁজে--- তোমার খোঁজে/ তোমায় খুঁজে
চার পাশ্বে------ চারপাশে
পহর---- প্রহর

আমার অজ্ঞতা এমনই যে এই মন্তব্যটি করার সময়ও মনে হচ্ছে হয়তো আপনি সবই সঠিক লিখেছেন, নিজে জানিনা বলেই ভুল মনে হচ্ছে।
ভুল অথবা সঙিক, আমার এই মন্তব্যটি মুছে দেবার অনুরোধ রইলো। শুধুমাত্র আপানর পড়ার উদ্দেশ্যে মন্তবটি করা।

ভালো থাকুন।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিশ্ব মোর পাঠশালা এখানে আমি একজন ছাত্র। অামি বানানে অনেক দূর্বল তারপরে মাঝে মধ্যে টাইপোও হয়। কিন্তু একটু বেশি উদাসীন। লিখার পরে কখনো সম্পাদনা আমার দ্বারা হয় না। তাই সংশোধন করা হয়ে উঠেনা। এও স্বীকার করতে এতোটুকু লজ্জা আমার নেই যে আমি কিছুই পারি না। চেষ্টা করছি। সহব্লগার রা অনেক ভালো মানের, তারেদ ভাষা জ্ঞান উচ্চ মর্গের ওদের সহচার্যে আমার উন্নতি নিশ্চিত। তাই কৃতজ্ঞ আপনার প্রতিও মানবী এই উপকার টুকু করার জন্য। সামনেও হয়তো আরো কোন আনারী লিখাতে আপনার পর্শ পাবো সেই প্রত্যাশা অভিরত।

৪৪| ০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যে কবি বিজন রয় বলেছেন: তোমায় দেখা পাব বলে। সেই চিরচেনা আশা। সুন্দর। বেশকটি টাইপো আছে।
কবিতায় অভিব্যক্ত দেখা পাবার এই আকুলতা হৃদয়স্পর্শী।
কবিতায় এখনো বেশক'টি টাইপো রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.