| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''ধর্মভিত্তিক রাজনীতি নয়
জামাত-শিবির নিষিদ্ধ চাই -শাহবাগের ঘোষনা''
(প্রথম আলো ২৭/২/২০১৩)
লিংক পেতে এখানে ক্লিক করুন
পুরাই দ্বিমত পোষন করছি।
বাংলাদেশ কাদের দেশ?মুসলিমদের দেশ?হিন্দুদের না খ্রিষ্টানদের না বৌদ্ধদের না নাস্তিকদের দেশ??
একাত্তরে কি একজন নাস্তিকও মুক্তিযুদ্ধ করেন নাই??
ত্রিশ লক্ষ শহীদের মাঝে কি একজনও নাস্তিক বা মুক্তমনা ছিল না?
ধর্মভিত্তিক রাজনীতি কারা করে?অবশ্যই একটি দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মানুসারী মানুষের দল।তাই নয় কি??
মুক্তিযুদ্ধের সময় সবাই একটি অসাম্প্রদায়িক সুস্থ সুন্দর দেশের আশায় যুদ্ধ করেছিল।কিন্তু একাত্তরের পরে বলা হলো ''আমি মুসলমান টুপি পইড়া মসজিদে ঢুইকা যামু তুই হালায় হিদু কই যাবি''
এই দেশের হিন্দু মানেই বলা হয় ভারতের দালাল শালা মালাউন।আমি নিজে হাই স্কুলে পড়ার সময় দিনে একবার হইলেও মালাউন ডাকটা শুনছি!
শব্দটাতে আমার এক বন্ধু মানিয়ে নিয়েছিল কিন্তু আমি কখনই মানি নাই প্রতিউত্তরে সবসময় অপর পক্ষরে রাজাকারের ছাও বলিয়াই সম্মোধন করেছি!
প্রজন্ম চত্তরের পোলাপান জামাত শিবির চায় না কিন্তু চায় ধর্মভিত্তিক রাজনীতি আর এই ধর্মভিত্তিক রাজনীতি করবে কারা??
অবশ্যই ইসলামিক সমমনা রাজাকার গুলা যারা শহীদ মিনার ভাঙে জাতীয় পতাকা পোড়ায় বই মেলায় আগুন লাগায়!!
সেই ক্ষেত্রে প্রজন্ম চত্ত্বরের কাছে আমার একটাই দাবি তারা যেন সরকারের কাছে নতুন আর্জি করে যে মুসলিম ব্যতিত অন্য ধর্মাবলম্বী ও নাস্তিক বা মুক্তমনা মানুষদের সরকারীভাবে গনহারে নাগরিকত্ব বাতিল করা হোক,আর এদেরকে দেশ থেকে বিতাড়িত বা মেরে ফেলা হোক!!
এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কায়েম করে আর পাকিস্তান হয়ে যাক!
এই সবই আমার ক্ষোভের কথা কারন যদি কারো রাজনীতি করার ইচ্ছা হয় তাইলে তাইলে সে বাংলাদেশের রাজনৈতিক দল যেমন বি এন পি বা আওয়ামীলীগের অন্তর্ভূক্ত হয়ে রাজনীতি করুক কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করা যাবে না।
দেশটা একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াক।
আর একজন মানুষের পরিচয় হোক সে মানুষ তা হিসেবে ।সে যে একজন হিন্দু ধর্মানুসারী বা খৃষ্টান তা দিয়ে নয়।
মৌলবাদ নিপাত যাক
মুক্তচিন্তা মুক্তি পাক
২|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬
সজীব বিশ্বাস বকুল বলেছেন: আমারে কিছু লিখলেন নাকি মিঞা?
পুরাই মাথার উপর দিয়া গেল!
৩|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
ফায়ারম্যান বলেছেন: গনতান্ত্রিক শাষন ব্যবস্হাই ইসলামী, বাম পন্থী, ডান পন্থী, সকল ধারার রাজনীতি করার সুযোগ দেয় । এখন জাগরন মঞ্চ থেকে যুদ্ধপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে এক ধারার রাজনৈতিক কর্মিরা (কমনিষ্টরা) তাদের প্রতিপক্ষ আরেক ধারার রাজনীতি (গণহারে ধর্মীয় রাজনীতি ) নিষিদ্ধ করার দাবি করতেছিল , যুদ্ধপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে কমনিষ্টরা নিজেদের রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করতেছিল। এই ব্যাপারটা সাধারন মানুষজন কিন্তু ভালভাবে নিচ্ছে না ।
আমরা তো শাহবাগে কমনিষ্ট বা অন্য কোন রাজনৈতিক দলের নীতি- আদর্শ প্রতিষ্ঠার জন্য জড়ো হই নি ।আমরা জড়ো হয়েছি শুধু রাজাকার এবং রাজাকারদের সংগঠনের বিচারের দাবিতে ।
এখানে কমনিষ্টদের গণহারে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবিটা হচ্ছে একটা বিভ্রান্তকর অজনপ্রিয়-জনবিচ্ছিন্ন দাবি ।
যেটা গ্রাম গঞ্জের সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে শাহবাগ স্কয়ার সম্পর্কে একটি নেগেটিভ বার্তা ছড়িয়ে দিচ্ছে ।
কেউ হয়তোবা প্রতিবাদে ৭২ এর সংবিধাণের কথা বলবেন ।তাদের প্রতি বলতেছিঃ এটা ২০১৩ সাল, ১৯৭২ সাল নয় । আর মানুষের জন্যই সংবিধান-সংবিধানের জন্য মানুষ নয় ।সুতরাং আজ ২০১৩ সালে যদি এ মঞ্চ থেকেই ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জনবিচ্ছিন্ন দাবি করি ,তবে তা এদেশের গ্রাম গঞ্জের সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে শাহবাগ স্কয়ার সম্পর্কে একটি নেগেটিভ বার্তা ছড়িয়ে দিবে এবং দিচ্ছেও ।
৪|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
ফায়ারম্যান বলেছেন: আমরা তো শাহবাগে কমনিষ্ট বা অন্য কোন রাজনৈতিক দলের নীতি- আদর্শ প্রতিষ্ঠার জন্য জড়ো হই নি ।আমরা জড়ো হয়েছি শুধু রাজাকার এবং রাজাকারদের সংগঠনের বিচারের দাবিতে ।
৫|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
সজীব বিশ্বাস বকুল বলেছেন: আমার কথা যদি রাজনীতি করতে হয় তাইলে ধর্মটাকে বাদ দিয়ে রাজনৈতিক ব্যানারগুলোর মাধ্যমে রাজনীতি করুক।
আর শাহবাগ এখন তারুন্যের জাগরনের মঞ্চ ,এটা নিয়ে যারা কটু কথা বলে তারা মুখে দেশ দেশ করলেও কোনোদিনই দেশের কোনো কাজে আসে না!!
সব ফাঁকা বুলি আওড়ানো পাব্লিক!!
সবাইকে সাম্প্রদায়িকতার মায়াজাল থেকে বেড়িয়ে এসে চিন্তা করতে হবে তবেই জাতির মেরুদন্ড শক্ত হবে,বাঙ্গালী মাথা তুলে দাঁড়াবে!!
৬|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
নষ্ট ছেলে বলেছেন: আগে কমনিস্ট গুলারে গদাম দিয়া রাশিয়া পাঠানো দরকার!
৭|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
সজীব বিশ্বাস বকুল বলেছেন: পুরাই ভুয়া মার্কা কমেন্ট করেছেন জনাব নষ্ট ছেলে,
কম্যুনিজম সম্মন্ধে আপনার এতটুকুও ধারনা নাই আর বেশির ভাগ মানুষই দেখতেছি বুগুম খালাম্মার লাহান কথা কয়/লিখে!!
খালাম্মা যেমন কয়া দিছে দ্যাশে বাকশালী সরকার গণহত্যা চালাচ্ছে!!
আরে শালী আগে গণহত্যার মানে কি তা জানিস তো???
খালাম্মা না হয় এইট পাশ !!তার থেইকা এর বেশি ভালো কিছু আশা করাও যায় না কিন্তু আপনারা তো মুনে অয় মুটামুটি শিক্ষিত !!
আতলামির সময় আর নাই চৌধুরীসাহেব!!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহর ধর্মকেও নিয়ে রাজনীতি ।
নিষেধ আসবে কোত্থেকে যে দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান
এসব পাগলের প্রলাব ।
ভণ্ডামি / মানুষ কে ধুকা দেওয়ার ফন্দি
আর জনগন পরাধিনতার শেখলে বন্ধি
তোদের ইসু ছিল রাজাকারের ফাসি তাও আইনি ভাবে
আর তোরা ক্ষমতা যাইতে চাস
তাইলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে , মানুষ না মাইরা সুজা পথ দেখ
অনেক ভোট পাবি ।,