| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত শিবির তাদের আসল রূপ ধারন করেছে,তাদের হত্যাযজ্ঞ এর সূচনা তারা করে ফেলেছে!!
ফেসবুকে লগ ইন করার পরেই দেখলাম একটা নিউজ ”গোলাম আযমের বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়ায় সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদকে হত্যা করা হয়েছে ”
গতকিছুদিন ধরেই এই রকম নিউজ দেখছি পত্রিকায়,বিভিন্ন চ্যানেলে!!
দেখি আর দীর্ঘনিঃশ্বাস ফেলি হতাশায়!!
আর একটা কবিতার লাইন মনে মনে আওড়াই…
”ধরা যাবে না,ছোঁইয়া যাবে না,বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!”
দেশটাকে এই বেজন্মা গুলো কুরে কুরে খাচ্ছে।৭ই মার্চের দিনে সকালে কিছু পোষ্টার দেখলাম ”৭ই মার্চ তারেক জিয়ার ৬ষ্ঠ কারাবরন দিবস!!”
শালার এমন দেশে থাকি,এমন দেশের মানুষের সাথে বসবাস করি যারা জানে না তাদের স্বাধীনতার ইতিহাস!,মানেনা জাতির জনককে!!ঘর থেকে বের হলেই চোখে পরে রাজাকার!!
একজন মানুষকে জবাই করে রাস্তায় ফেলে রাখা হয়,আর সেই খবর শুনে আরেক মানুষ বলে ”শালার ঠিকই হইছে,শালা নাস্তিক ছিলো!!”এবং এই কথাগুলো মুখ বুঁজে আমাকেই সহ্য করতে হয়।একসময় যে ছিল আমার প্রানের বন্ধু, সেই হারামজাদাটাই আজ আমারে টিটকারি দেয় আর চিতকার করে বলে… ”কিরে কয়টা রাজাকার মারলু”
নিজের দেশে দাঁড়িয়ে দেশ বিরোধী লোকজন বুক ফুলিয়ে হরতালের আহবান করে,শান্তিপুর্ন ভাবে গাড়ি পোড়ায়,মন্দির পোড়ায় ,পাকিস্তান জিন্দাবাদ বলে জাতীয় পতাকা ছিড়ে,শহীদ মিনার ভাঙ্গে,আর আমাকে সেই লোকজনদের সাথেই একই রাস্তায় হাঁটতে হয়!!
বঙ্গবন্ধু কি এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধের আহবান করেছিলো??
আপসোস তখন হয় যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী যারে আমি একসময় নিজের আইকন মনে করতাম তিনিও তার বুদ্ধি জ্ঞান বিক্রি করে দিয়ে রাজাকারের ন্যায় আচরন করেন!!তখন তারে বঙ্গ রাজাকার বা বঙ্গছাগু বা নব রাজাকার বলতে এতটুকূও কার্পন্য করি না!!
মানুষ দুইভাগ হয়ে গেছে ,মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি,বিপক্ষের শক্তি হিসেবে!!কিন্তু যে দেশটার সব কিছুই ১৯৭১ এর নয় মাসটাকে ঘিরে আর সেইটাই কিভাবে অস্বীকার করে সেই দেশের বসবাস করা যায়!!
কথা একটাই এই দেশে থাকলে হলে সবাইকে মুক্তিযুদ্ধকে মানতে হবে,সমস্বরে বলতে হবে!!
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই!!
আর এইভাবে হত্যাযজ্ঞের মাধ্যমে সেই বাজন্মা গুলো যতই তাদের কাজ হাসিল করার চেস্টা করুক,আমরা চুপ করে থাকবো!!৩০ লক্ষ শহীদের,২ লক্ষ মা বোনের সম্ভ্রমের ঋন শোধ করার সময় এসেছে!!
তা হাসিল করেই শান্তি পাবো,নইলে মরেও শান্তি নাই।।
২|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
চোরাবালি- বলেছেন: জামায়ত শিবিরকে ফাঁসাতেও তো এ কাজ কেও করতে পারে তাই না?
আসুন আমরা সত্যের পক্ষে দাঁড়ায় আবেগের পক্ষ থেকে বের হয়ে এসে
৩|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
পক্ষপাতদুষ্ট বলেছেন: দেশ আজ দুই
ভাগে বিভক্ত।
একভাগে নাস্তিক এবং আরেকভাগে রাজাকার।
হায়রে বিভক্তি আর বদমাইশির রাজনীতি !!!
হায়রে বাংলাদেশ!!
৪২ বছরে এটাই আমাদের প্রাপ্তি।
শাবাস গণজাগরণ মঞ্চ।
শাবাস ১৪ এবং ১৮ দল।
এটাই কি অধুনা গণ-জাগরণ প্রাপ্তি ??
৪|
১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
সজীব বিশ্বাস বকুল বলেছেন: “লাশটি ট্রেনে কাটা নয়। মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এর মানে কি!!
আর জামাত শিবিরকে ফাঁসানোর জন্য মানুষ খুন!!!
গণজাগরণ মঞ্চ কে প্রশ্ন বিদ্ধ না করে নিজের বিবেক কে প্রশ্ন করুন।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: Click This Link
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১টার দিকে খিলক্ষেত-কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশে লাশটি পায় রেলওয়ে পুলিশ।
তিনি বলেন, “লাশটি ট্রেনে কাটা নয়। মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
----বিডি নিউজ২৪
হত্যা কিনা এইটা এখনো সত্য নয়...
আর আপনারা এক কাঠি সরেশ হয়ে পোষ্ট করা শুরু করছেন...