| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবধান
কান পেতে শোনো, আসছে ওরা
শুনতে কি পাও? ওদের বিকৃত উল্লাস
ওরাও কিন্তু মানবরুপী।ভেতর ভাঙাচোড়া
কোপাবে তোমায় তারপরে দেখাবে উচ্ছ্বাস।
তুমি কি ভাবছো? তোমায় কেন মারবে ওরা?
ভাবছো তোয়ায় ফ্রেন্ডশিপ কার্ড পাঠাবে!
নয়তো ফুলের তোড়া?
লিখেছো ওদের ধর্ম নিয়ে।আবার নিজেও নাস্তিক
ওরা আবার আল্লার দূত আদম সন্তান
নির্ভেজাল আস্তিক
তোমার জীবনের দামে বাঁচবে ওদের ধর্ম
বাঁচাতে ধর্ম করে যাবে ওরা
এই নৃশংস কর্ম।
তাই সাবধান...
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭
সজীব বিশ্বাস বকুল বলেছেন: ধন্যবাদ।
২|
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
নীলপদ্ম হিমেল বলেছেন: আপনাকে ধন্যবাদ । আরোও সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন আশা করি ।
৩|
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২০
সজীব বিশ্বাস বকুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
নীলপদ্ম হিমেল বলেছেন: এক কথায় অসাধারণ !! লেখায় শ্রিজনশীল অবদান রয়েছে